১৪ আগ, ২০১৪

উৎপল ত্রিবেদী



রবীন্দ্রনাথ


 ()
তোমাকে চন্দন দেবো
তোমাকে ফাগুন
তোমাকে প্রনাম দেবো               
তোমাকে আগুন!
()
তোমার জন্যে একটা নদী
ছুটছে পাগল পারা
তোমার জন্যে একলা বাউল
বাজাচ্ছে একতারা
তোমার জন্যে একটা স্বদেশ
উদাস আলোর নীচে
তোমার জন্যে মতসজীবন
সাঁতার কাটছি মিছে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন