২৯ অক্টো, ২০১৩

কবিতা - ইমেল নাঈম

লিপিবদ্ধ
ইমেল নাঈম



ক্ষয়িষ্ণু সময়ের কথাই বলতে এলাম তোমার কাছে
সম্পূর্ণ পরাজিত জীবনের অপলাপ শুনাতেই
প্রবেশ আমার এ' ঘরে ।
পাতা ঝরার মিছিলে আজ শোনা যায়
কার মৌন পদধ্বনি
কোন সে যুবক আজ সেজেছে অ্যালেকজান্ডার ।
রবিন হুডের মতন কে চুরি করে নিয়ে গেল
অসময়ে ফোটা টিউলিপ আর সোনালী মন ,
প্রস্থানের চিহ্ন ছাড়া ,
পাই নি খুঁজে চিরচেনা মাটির পরশের সাথে
মিশ্রিত হলুদ প্রভা ।
সন্নিকটে আজ বেজে চলেছে গানের সুর
উৎসবের আমেজে পালটে গেছে বাড়িটার রূপ
একটু পরেই এখানে শুরু হবে নতুন অধ্যায় পাঠ
এই পথ ধরে নামবেন সদ্য বিজয়ী অ্যালেকজান্ডার ।
পরাজিতদের চেয়ে বেশি কিছু বলার অধিকার নেই
তাদের একমাত্র কাজ হারানো রাজ্যের গল্প বলা।
গতকাল ঠিক যেভাবে ভুলল আমায়
আজ বাদে কাল তুমিও হারাবে ঠিকানা ,
পরাজিতদের কথা মনে রাখে না মানুষ
ইতিহাসে কখনোই তাদের নাম লিপিবদ্ধ হয় না ।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন