১৪ আগ, ২০১৪

পাপিয়া গাঙ্গুলী



বাড়ি 


ভোরের সূর্য্য আরমোড়া ভেঙ্গে , এসে বসেছে ঝোলা বারান্দায় | আলসে সকালের সাথে খুনসুটি| চড়াইটা ঘাস্ কুটো  খুজতে বেড়িয়ে , হয়রান !প্লাস্টিকের পৃথিবী| পিপড়ের চঞ্চল পায়ে , প্রাত্যহিক সকালের ছুটোছুটি | ওপরের রমা কথা না শুনে ,আবারভেজা কাপড়টা লম্বা ঝুলিয়েছে |তুলসী গাছে ছোয়া লাগেগাছটা একদিন মরবে , ওর মায়ের মত | পাঁচ বছর আগেও ,নিচের ওই গাড়ি পার্কিং এর জায়গাটাকে তুলসী তলা বলাহত | সন্ধ্য়ে প্রদীপ জ্বলত | রোদ  এসে  বসত পেল্লায় ছাদেবড়ি ,আচার,ধনেখালি শাড়ি শুকোতে| এই সাত ঘড়ের ফ্ল্যাট বাড়ির অতীত  ছিল  ,সাত মহলা বাড়ি | আঙ্গুলের ফাঁক দিয়ে পলাতক সময় |নিজেদের পরিসরে  বন্ধ করা জীবন আজ  | আজ উপোস করব | পৈত্রিক বাড়ির মৃত্যু শোকে, ফ্ল্যাট বাড়ির জন্মদিনে৷

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন