১৪ আগ, ২০১৪

অনুপ দত্ত



মোনালিসা তোমার হাসি কি তুমি জানো


মোনালিসার ছবি আঁকছি৷
রং পেন তুলি দিয়ে
এক্সিকিউটিভ সত্তরজি.এস.এম.আর্টপেপারে৷
হয়ে উঠছে না৷

বারবার এসে যাচ্ছে স্বাতীদি তোমার শিশির-ভেজা সাদামুখ
তোমার ঝিনুক-ঝিনুক দু’চোখ৷
রোদের ঝলকে
ঝিলিক হয়ে ছুঁয়ে দিয়ে যাচ্ছে তুলি রং ক্যানভাস৷
থেমে যাচ্ছে সব কিছু৷
বাস্তব পরিপাশ৷

এসে যাচ্ছে বাকলধরা সবুজদেহ৷
তোমার অবয়ব৷
দম্ভ মাখা অনুরাগ৷
ঠিক যেন শীত ছুঁয়ে যায় রিক্ত ছবি চৈত্র ছারখার৷
পোট্রেটতে আমার মোনালিসা আর আঁকা হয়ে উঠে না৷
আকছার মৃত্যু হচ্ছে তার৷

মনে পড়ে যাচ্ছে সেই সব বসন্তদিন৷
উপত্যকার রসালো গরমে তোমার সমস্ত শরীরে বিন্দু বিন্দু ঘাম৷
তোমার দামী রাঙ্গানো ঠোঁট যেন রাঙ্গা বৃষ্টি হয়ে ঝরে পড়ছিল কৃষ্টিসুবাস৷
আমরা মোনালিসা ভুলে কি এক আত্মক্ষয়ে পাড়ি দিয়েছিলাম সেদিন৷
রং তুলি প্যাস্টেল সব দুর্দান্ত অসময়ে পুড়ে ছাই হয়ে পড়েছিল ক্যানভ্যাসে৷

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন