১৪ আগ, ২০১৪

সুমন কুমার সাহু



কবি ও কবিতা

  
ভালই যদি বাসলে কবি
কেন আমার সাথে নয়
তোমার তরেই আজ যে আমি
পেয়েছি আপন পরিচয়।
তোমার ছন্দে আমার রূপক
সৃজন আমার হৃদয় খানি
তোমার শব্দে রয়েছি জেগে
আমি যে শুধু কবির কবি রানী।

ক্যানো তুমি বারে বারে আমার মাঝে
শুধু তারে খুঁজে পেতে চাও
ক্যানো এ অন্ধকারে আশার আলো
আমায় জ্বেলে পাও।
ক্যানো আমারে পেয়েও কাছে
ডেকে আনো জীবনের অন্তিকা
লিখেও চিনলেনা তুমি
আমি যে সেই নব আগন্তিকা।

শুধু তোমার তরে আমি যেন
শুধু তোমার মতো সাজি
তোমার স্পর্শে আজ যে আমি
তোমার প্রেমে প্রেমি।
মনের মতো সাজিয়ে আমায়
পরে আমায় দিলে ফাঁকি
কোনো দিনো বলবে না মুখে
তুমি একজন ভালবাসার কবি।।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন