১৪ আগ, ২০১৪

ইন্দ্রানী সরকার



গুচ্ছকবিতা


()সে মোর মাতা, ভগিনী বা জায়া


ঘুম নেই শুধু অধরা মায়া
ঘন কেশজালে বেপথু ছায়া,
হ্রদয়ে প্রোথিত রমনীয় কায়া
সে মোর মাতা, ভগিনী বা জায়া |
সঞ্জীবনী সুধায় নৈশ্যপ্রিয়া ত
মিস্রা রাতে প্রজ্বলিত দিয়া,
ক্ষমাশীল মননে ভরে মোর হিয়া
সে মোর মাতা, ভগিনী বা জায়া |


(). উপন্যাসের রাত্রি

কৃষ্ণপক্ষের রাতে বায়বীয় আঁধারে
শুনতে পাই বাতাসের শিরশির |

মেঘে ঢাকা সন্ধ্যাতারাগুলি
ঘন আঁধারের বসনের আড়ালে
জড়িয়ে রেখেছে চোখের পাতা |

অনুরাগের মুর্চ্ছনায় বিবশ মনের কথা
বিশ্বাসের রৌদ্রে পোড়া মনকে
 ছুঁয়ে যায় ভ্রমরের গান নীলিমা |

অজস্র শিলালিপি ছড়ানো চোখের
সমান্তরাল মেঘে ঢাকা পড়ে যায়
নক্ষত্রদের উপন্যাসের রাত্রি |

দ্বিধাহীন সত্ত্বাগুলি আবার ফিরে পায়
বিগত দিনের আশা ও সৌরভ |

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন