১৪ আগ, ২০১৪

শ্রীশুভ্র



পারস্পরিক


অলকানন্দার জলে পরস্পর বৃষ্টিবিন্দুর ভিতর নান্দীমুখ!
তারপর শব্দের জ্যোৎস্নাকুচি নিভৃত সংলাপে মৌনমুখর!
কৃষ্ণচতুর্দশীর শয্যা জুড়ে
আবহমান পরিব্যাপ্ত ভ্রূণালাপ!
বাকরূদ্ধ সময়সরণীর পাকদণ্ডী বেয়ে
শিবনেত্র মুহূর্ত্ত শাশ্বত স্বস্তিতে!
ক্রান্তদর্শী সিন্ধুতরঙ্গর জলবিম্বিত ঢেউমুখ,
ধ্রুবতারা রাতের মুখোমুখি!
বন্ধ্যাসকাল পেড়িয়ে
সতত শ্রাবণগাঁথা সৌরভ!
যূথবদ্ধ সোহাগে পানকৌরী
দিগন্ত তৃপ্ত ভাবাবেগে!
অরুণোদয়ের অনুপম সিদ্ধি
জীবনচক্রের ধারাপাত!
সমস্ত জলসত্রের উৎসমুখ
হয়তো বিপ্রতীপ সুখ!
আদিগন্ত সারেঙ্গীর উৎসরণে মুগ্ধ মন্থরা দূর্মুখ!
ইতিহাসস্নিগ্ধ হয়ত নয় সব
আত্মজৈবনিক কালক্ষেপ!
শুধু সূর্যউদ্দীপক স্পন্দন
পারস্পরিক!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন