১৪ আগ, ২০১৪

সুদীপ নাথ




অতিথি সম্পাদকের কলমে

এরই মধ্যে ভোটের উত্তাপ পেরিয়ে এলাম, পেরিয়ে এলাম গ্রীষ্মের মেঘ আর প্রখর রোদের লুকোচুরি খেলা বর্ষন মূখর প্রকৃতিকে স্বাগত জানাতে হয়ে উঠেছিলাম উতলা গুমোট বায়ুচাপে অতিষ্ঠ প্রাণ হাই তুলছিলো মাঠে প্রান্তরে সবুজের সমারোহ বাঁচার আকুতিকে একনাগাড়ে সমর্থন জুগিয়ে শেষ পর্যন্ত বর্ষাকে এনে হাজির করেছে 
 

নব ঘন বরষার ভরসায় মৃতপ্রায় নদীগুলি এখন ভরা যৌবনবতী... সমস্ত প্রকৃতি যেন সাত রঙ্গা রামধনু হয়ে সেজে উঠেছে ... মনে খুশির বাঁধ ভেঙেছে... ইতিমধ্যেই দেশের রাজনীতিতে মেরুকরণ আর সরকার প্রতিষ্ঠিত হয়েছে... তবে কথায় আছে না , রাজা আসে রাজা যায়, লাল জামা নীল জামা গায় , আমাদের দিন বদলায় না




---সুদীপ নাথ

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন