১৪ আগ, ২০১৪

মৌমিতা চন্দ্র


পর্দানশীন


অন্দরমহলে চরম তোলপাড়।
ঘোমাটার নিচে জড়োসড়ো লজ্জা -
নেভা চোখ বরাবর ঘুম,
ইশারা।

কালচে সময়ে সহসা জেগে উঠেছিল বোধ টা-
ডানা মেলা বিষন্ন নীরব!
খিড়কীদোরে লালচে ঝলকানি, আর ত্রিনয়নে অদৃশ্য তেজে
নিখুঁত সাজপোশাক কিই বা আড়াল দেবে...
ফনা তোলা সন্ধ্যায় সব ঘটনার এই একইরকম শুরু।

আপাত নরম যে মনে
গভীর ভাঙ্গনের সুখ আঁকিবুকি হত,
সেখানেই চলছিল স্বঘোষিত এক ইচ্ছের বরণ।

একদিন মেঘ বৃষ্টিসুরে বলেছিল -
একটাই তো মন্ত্র শরীরে বাঁচার, বাকি সব বিস্তার..

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন