১৪ মে, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ, ২য় সংখ্যা

1 কমেন্টস্
সম্পাদকীয়


রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণের অছিলায় নিজেদের খুঁজে বেড়াতে আমাদের 'প্রেরণা' অন্যরূপে আজ অনণ্যা হতে চায়।

কলকাতা জোড়াসাঁকো জমিদার বাড়ীর রঙচটা থাম আর পরিচারকদের শাসনের গণ্ডীর মাঝে ক্লান্ত এক শিশু। বড় একাকী এই কিশোর একদিন পাঁচিলের ফোকর গলে বেরিয়ে পড়লো মনভূমের উদার প্রকৃতিতে যেন কিসের অন্বেষণে। বাঁধাধরা জীবনের পথ, শিক্ষায়তনের গণ্ডী তাকে আটকে রাখতে পারেনি তাই তিনি একদিন সারা বিশ্বের প্রতিনিধি।বাঙ্গালীর কবিগুরু - বিশ্ববাসীর হৃদয় জয় করে বিশ্বকবি হয়ে তিনি ভারতবাসীর গরবের মানিক।

এত গুণী মানুষটি কিন্তু সারাজীবন একলা চলার পাথেয় করেছেন অনুভূতির আঙ্গিনাকেই। মাঠের রাখাল থেকে বরেণ্য সব দিকপাল সকলেই নিজেকে আবিষ্কার করে চলেছেন এই রবীকিরণেই। অনুভবের সান্ত্রী বিহীন দরবারে তিনি একছত্র সম্রাট।

একাকী পথিকের পথ চলার আনন্দগান থেকে সৈনিকের বেয়নেটে সঙ্গ দেয়া এই মানুষকে স্মরণের পথে আজ আমরা একসূত্রে মালা গাঁথলাম অনেকের অন্তরের পূজার ফুলে প্রেরণার এই খোলা মাঠে বসে।

এ সুখের ভাগ হয়না। অর্জনের এই মণিরত্ন আজ আমাদের হৃদয়ে আনুক খোলা হাওয়া -
হে ভৈরব এসো এসো। ভেঙ্গে দাও তাসের প্রাসাদ।
প্রভাত আলোতে ভরে দাও আঁধারে ভরা ওই গুহাকন্দর।
দক্ষিণ সমীরণে আজ সব জীর্ণ মলিনতা উড়িয়ে ফেলে চলো আমরা এগিয়ে যাই আলোর দিশা হাতে। পরিচিত হই আমিত্ব ভেঙ্গে আমাদের পরিচয়েই। গাহি সাম্যের গান।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - সর্বজিৎ সরকার

0 কমেন্টস্
জীবনসঙ্গী
সর্বজিৎ সরকার


আমার ঘরে-বাইরে তোমার নিত্য যাওয়া-আসা,
তোমার জন্য রাজা সাজা আজ;
তোমার কথায় রক্তকরবী কে -
একটু একটু করে ভালোবাসা!
জন্মের শুভক্ষণ-কে চিনিয়েছিলে তুমি,
ঝড়-কে মিথ্যে সাজিয়ে সোনার তরী তে ভাসিয়েছিলে আমায়;
আমি মারের সাগর পাড়ি দিয়েছিলাম।
তোমার চোখ দিয়ে অন্ধকারের রূপ দেখেছিলাম,
হিয়ার মাঝে লুকানো প্রেমকে এক নিমেষে অনুভব-
তাও তো শুধু তোমার প্রেরনা-তেই!
আমার ছোট-বড়ো 'আমি'গুলো তোমার পথেই হেঁটে চলে,
আমার পরাণ তোমার ভাষাতেই তার প্রেমের কথা বলে।
আমার নিঃস্তব্ধতার মাঝে সঙ্গী কেবল ই তুমি,
আমার আনন্দ কে ভাগ করে নাও সেই তুমি!
তোমার নির্দেশনার মঞ্চে-
আমি যেন নাটক করে চলেছি তোমার সৄষ্ট চরিত্রে!
তুমি থেকো আমার সাথেই;
তোমার সাথেই বেঁধেছি সূত্র জীবনের সুরেতেই,
হে মোর দেবতা,তুমি থেকো আমার সাথেই।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - সায়ান দে

0 কমেন্টস্
"হে মহামানব"
সায়ান দে



সময়ের হাত ধরে বদলের যন্ত্র-দুনিয়ায়
তুমি আজও সবুজ গ্রামের মেঠো গন্ধ আর পল্লীর সরলতা নিয়ে-
ছড়িয়ে ছিটিয়ে আছো
                              হে বিশ্বকবি !
হানাহানি ভরা এই অনিয়ম-পরিবেশে
            এক মুঠো প্রান দিয়েছো
                              হে প্রানের ঠাকুর !
শুধুই কি মহামানবের ছায়া তুমি?
তুমি তো এক ছুটে এই পৃথিবীর অভিজ্ঞতা,
এক লহমায় মহাকাশ ভার,
            দীর্ঘ চেতনার সুতীব্র গভীরতা ।
কতকি পেয়েছি প্রতি পলে
কতকি দিয়েছো তুমি যুগে যুগে ভাবনার তলে ।
            তবু কি ফুরিয়ে যায়,
            তবু কি ফেরানো যায়-
হৃদয়ের অক্ষরেখা তটে তোমার প্রখর তাপ
                              হে চির রবি ?

তুমি মৃত কোন সভ্যতার নতুন করে জেগে ওঠা সত্য-
      কোন গৃহস্থ সন্ধ্যাপ্রদীপ দ্যুতি,
      আরও বেদনায়, আরও আবেগে, আরও মননে
      বারে বারে চাই তোমার উপস্থিতি ।
যেটুকু লিখেছি এতদিনে,
সব কলমের ভরবেগে ছিলে তুমি,
তোমাকে ভেবেছি বলে ভুলেছি ধর্ম- বর্ণ -জাত,
তাই মানবের জয়গান গাই...
এভাবেই পাশে থেকো
                            হে রবীন্দ্রনাথ । 


রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - লাভলী ভট্টাচার্য্য

0 কমেন্টস্
কোলাজে রবীন্দ্রনাথ
লাভলী ভট্টাচার্য্য



(১)
কৈশোর, যৌবন, পেরিয়ে জীবনের ঠিক শেষ প্রান্তে
কেটে যাওয়া সুখ দুঃখের দিনান্তে, অরুণিমার ম্লান অবশেষে
আবেশটুকু ভুলিয়ে, সুস্পষ্টের মত জেগে ওঠা আমার ভোর
স্মৃতিবিস্মৃতির নানা বর্ণে রঞ্জিত, এক অব্যক্ত সৌরভ
একটু রোদ আর একটু ছায়ায় মোড়া বদ্ধ জীবনের ,দিলাম ছুটি
লক্ষ্যহীন পথে,সহজে দেখবো সব দেখা, স্তব্ধ আমার দিবারাত্রি
কোলাহলের পথ ছাড়িয়ে ,হারাবো ,সুদূরবিস্তীর্ণ বৈরাগ্যে
পুরাতন প্রাণের সব মায়া নিয়ে ,এই সহজ প্রবাহ,মৃদুতালের ছন্দে
দিনান্তের অবসানে, আজ অলস মনে, আকণ্ঠ ডুব দেবো,নিস্তরঙ্গ জলে
মৃত্যু হবে চেতনার, মুক্তি পাবে প্রাণ, নতুন একটি নবজাতকের ক্রন্দনে
সার্থক কবিগুরুর বাণী ,চিন্তাহীন তর্কহীন শাস্ত্রহীন মৃত্যু-মহাসাগরসংগমে।

(২)
কথায় কথায় দ্বন্দ বেড়ে যায়,অকারনে মিছে শুধু কলহ
একতারাতে সুর বেঁধে গাই, রাত জেগে থাকে নিয়ে বিরহ।

দেখতে আসিস সেই-যে বীণা বাজে কিনা আজও হৃদয়ে
তারগুলি তার ধুলায় ধুলায় গেছে কি ঢেকে বিনা কারনে?

অধরা মাধুরী ধরি তখন ,আকাশ ও যে জানে, আমি সেই রাতের তারা
খানিক বাদে অশ্রু মুছে বলিস হেসে, আমি সেই তোমারই খুব চেনা ।

পথ-হারানোর লাগলো নেশা,অচিন দেশে এবার আমার যাবার পালা
তিন মাথার মোড়ে তখন, এক পলকের দেখা,চোখে চোখ রাখা।

আবার দেখি রাগ ধরিস,আর একটু বেশী হলে ক্ষতি কি, বোলোতো ?
ফেরার পথে গুন গুনিয়ে ,আবার হবে গো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো।

সে বীণা আজি উঠিল বাজি আবার হৃদয়মাঝে,ভুবন আমার ভরিল সুরে
বিরহ মিলন মিলে গেল আজ নয়নে আমার সমান সকল সাজে ।।

সে যেন মোর চিরদিনের চাওয়া ,সেইটুকুতেই জাগায় দখিন হাওয়া
তার সাথে তো সেই কবের দেখা , সে যে আমার প্রথম যুগের চেনা ।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - ডা.সুরাইয়া হেলেন

0 কমেন্টস্
এসো আমার ঘরে এসো
(২২শে শ্রাবণ,কবিগুরুর প্রতি শ্রদ্ধার্ঘ্য )
ডা.সুরাইয়া হেলেন


রবীন্দ্রনাথ,ওগো কবিগুরু ,
আবার তোমায় সমাপ্তি থেকে করবো শুরু !
শেষ হইয়া হইল না শেষ,
তোমার কাব্য,গল্প,গানের আবেশ !

“আমার সোনার হরিণ চাই,
আমার সোনার হরিণ চাই ।”
তাড়া কোরোনা সোনার হরিণের পেছনে,
দিক হারিয়ে,দিশা হারিয়ে,হারাবে গভীর বনে!
সূর্পনখা আসবে তেড়ে ,
নেবে তোমার সবই কেড়ে !
তুমি আর যেওনা সোনার হরিণের পেছনে !

“ভেঙে মোর ঘরের চাবি,নিয়ে যাবি কে আমারে?”
ওগো চাবিওয়ালা,এসো আমার ঘরের দ্বারে ।
ভাষার তালা,কাব্য তালা,গানের তালা,
খুলে দাও এসে,ওগো রবি চাবিওয়ালা!
“এসো আমার ঘরে এসো,আমার ঘরে…!

“ওগো নদী আপন বেগে পাগলপারা…”
আমি স্তব্ধ হতে চাই না গো চাঁপা তরু,
তোমার মতো হবো আজ তন্দ্রাহারা !
আমি নদী হতে চাই বেগবতী,নই শীর্ণা নদী,
ভাষার নদী,লেখনী নদী,আশার নদী !

ওগো কবিগুরু রবীন্দ্রনাথ,তাই তোমায়
আকুল হয়েই ডাকি আবার এতোদিন পরে,
“এসো আমার ঘরে এসো,আমার ঘরে !”



রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - চৌধুরী ফাহাদ

0 কমেন্টস্
কবিগুরু
চৌধুরী ফাহাদ


তুমি শাশ্বত সুধার শুভ্র বাগান
মানব ধর্মের চির তরুণ আহ্বান
সত্যকে করেছ অমৃতে ভাস্বর
কলুষতাকে দণ্ড, জীবন যাযাবর।
তুমি সবুজের উপর অনাবিল ভোর
এক মাটির আকাশে বন্ধন ঘোর
তোমাতেই সাজে উৎসব রব
ধন্য নাতিশীতোষ্ণের ঋতু-সব।

তুমি কোটি প্রাণে এক গান
এক সূরে বেজে উঠা সত্যস্নান
বিপন্ন মানবতায় তুমি বিজয় কেতন
বিপদমুখে দাঁড়িয়ে হাসে হৃদয় চেতন।
তুমি কচিকাঁচায়, যৌবনেও দিয়েছ নাড়া
শ্যামল কোমল সবুজ বুকে ফেলেছ সাড়া
মাটি জল অবিরল, আকাশেও তুমি
ক্ষুদ্রবিন্দু থেকে বিশালসিন্ধু গিয়েছ চুমি।

তুমি প্রিয়প্রাণ, প্রিয় সুরে বাজা বংশী
কবিতায় বুনা স্বপ্নজালে মায়া পড়শি
তুমি মঙ্গলমায়া, হৃদয়ের সুললিত সুধা
তোমাতেই রঙ হাসে তোমাতেই মনবাঁধা।
তুমি শাশ্বত প্রেমের ধ্রুপদী গান
ভালোবাসাবাসি তোমাতেই পেয়েছে প্রাণ
মনজুড়ে মনোহরে ভরা সাম্যের সুর
তোমারই কণ্ঠে উড়ে শান্তির বানি সুমধুর।

তুমি স্বতন্ত্র মহাকাশে অমরতারা
স্বকীয়তায় গড়েছ সাহিত্যের ধারা
সব পথে পদধূলি পড়েছে কার?
বঙ্গভাষা তোমাতেই পেয়েছে অহংকার।
তুমি মহাকাল বুকে চিরন্তন শোভা
পৃথিবীর শেষেও জেগে থাকা আভা
তুমি বাংলার আকাশে জাগ্রত সূর্য
তুমি বাংলার অধিরাজ, কাব্যঅর্ঘ্য।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - রাজর্ষি ঘোষ

0 কমেন্টস্


বিষয় রবীন্দ্রনাথ – একটি প্রবন্ধ
রাজর্ষি ঘোষ


নিঃশব্দ যা কিছু ঝর্‌ঝরে ঝরা পাতা যাক উড়ে যাক।
তবে বৈশাখ, তবে শিহরণ হোক একান্ত গোপন...
       গোপন যেমন শিমূলের বীজ নিরালা হাওয়ায়;
গোপন সেই গোপনীয়তাকে বলে দিও রাজি আছি আমি,
       রাজি আছি নিঃসঙ্গ হতে।

রাজি আছি কারণ যে ক্লান্ত নির্ঝর থেমে যায় মুক্তধারার পথে
       বাঁকে বাঁকে সে ভাঙে পাখির হৃদয়।
       ঝোরো পাখি, ঝুরো পাখি,
                         যে পাখি গুঁড়ো গুঁড়ো উড়ে এল বৈশাখ বিকেলে
       আমার ছায়াঘেরা বারান্দার কোলে
       তাকে চিনতে পারিনি হীরামন।

একটু আলো আলো কিছু রেলিঙের ধার
       রাজর্ষি জানে ছায়াপথ ইতিকথা...
       নীহারিকা, গ্রহরাজি, কিংবা কালবৈশাখী
                         অথবা এলোকেশী নারীর কাহিনী।
       তবে সে উপাখ্যানও আলমারির ধুলোমাখা তাকে
       খুঁজে পায় ধ্রুবতারা গোপন আঁতাতে।
ওই তাকে চুপি চুপি লেখা আছে ভাসা মেঘ মলিন মলাটে
রোদজল চিলেকোঠা জানে সে বিষণ্ণ ঈশ্বর
       আর জানে চুপকথা,
       রূপকথা ঘেরা সে আঠারো খন্ড
                        একান্তে নীরব রবীন্দ্রনাথ।




বস্তুত ক্লান্ত,
রাজর্ষি বিশ্রাম নেবে এইবার।
প্রবাহিনী যা যা ভেসে এল
        সে নয় শুধু আমার মেলাঙ্কলিয়া।
হয়ত সত্যি কথা,
        তবে যে হৃদয় খুঁজেছিল কোপাইয়ের তীর
        ভিড় ভেঙে তারা পেল
                        তারা তারা রাতে।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - বৈজয়ন্ত রাহা

1 কমেন্টস্
বারণ--বারণ--বারণ--বেঁচে থাকাই বারণ
বৈজয়ন্ত রাহা


কবি
এখন তোমার আগুন-হাসি -- বারণ
এখন তোমার কান্না পাওয়া -- বারণ
বারণ তোমার জ্যোতির্বলয় খোঁজ
কষ্ট-বিকেল খাক নামচা-রোজ

কবি তোমার কথা বলাও বারণ
বারণ তোমার জীবন ভাল লাগা
বারণ তোমার মরসুমি অভিমান
তোমার শুধু সিংহ-দুয়ার খোলা...

পিছনপানে অনেকগুলো ঘর
সময় নিয়ে বিছানা বদলায়
অজান্তে সব গোপন নিশাচর
পদ্মফুলে ছাপ লাগিয়ে যায়...

চাঁদ লেগেছে চাঁদের ঘরবদল
চাঁদ ভেঙ্গেছে গোপন বাসর সাজ
চাঁদ চেয়েছে ভিন্ন ঠিকানা
কবি তুমি বন্ধ করো চোখ

তোমার এখন গর্জে ওঠাও বারণ
পাথর চাপা পাঁজর ভাঙ্গা স্বর
খোলা চোখে দেখতে পেলেও দাগ
বুঝবে তুমি প্রেমের স্বয়ম্বর...

কবি তোমার ভালবাসাও বারণ
কুড়িয়ে নিতে আদুরে মৌসুমি
রাত উড়েছে রাতের পাখা বেয়ে
পূর্বাদি, এখনও গাইছ তুমি...

"তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ......"

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - অশোক কুমার লোধ

0 কমেন্টস্
নষ্টনীড়
অশোক কুমার লোধ


প্রতি রাতে তুমি রমণীয় উপপাদ্য
চারুলতা জানে জীবনের মানে সন্ধি
কাকভোরে তুমি কান্না লুকোনো স্নানঘর
ভোরের সূর্য সিঁদুরের টিপে বন্দী !

অমল আলোয় জীবনের খোলা মঞ্চে
ঘেরাটোপে সাজো মিথ্যে সাজানো সংসার
নীরব দুপুরে বোবা কান্নারা সঙ্গী
বাতাস গুনেছে নৈশব্দের হাহাকার ।

নিস্ফল ডানা ঝাপটায় চারু নিঃস্ব
শিরা ধমনীতে অমল , চেতনা কাব্যে
মুক্তির আলো খুঁজে ফিরে তুমি শ্রান্ত
অষ্টপ্রহর কষ্ট কাজল নষ্ট যে বৈরাগ্যে ।।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - কাজী এনামুল হক

0 কমেন্টস্
রবি স্মরণে
কাজী এনামুল হক


‘জল পড়ে পাতা নড়ে’ গড়ে বিশ্ব কবি
লেবুর পাতায় শিশির কণা; তপন-
কিরনে ঝিলিক মারে প্রভাতী নয়ন,
বাতায়নে অবাক দেখে কিশোর রবী।

সহসা কলম ধরি রচিল কি ভাবি,
চারটি শব্দে মোটে একটিই চরন।
রয়ে গেল স্মৃতি হয়ে কবির সূচন,
জোড়া সাঁকোর জমিদার তনয় রবী।

এরপর দিন যায় লেখনী দূর্বার,
থামেনি রচনা তার কোন অপঘাতে!
অকাল প্রয়াতা কন্যা শোকে কাঁদে প্রাণ।

কলম থামেনি , নিন্দা শুনি বারবার,
নোবেল বিজয়ী রবী ধন্য প্রশংসাতে-
সাহিত্যে প্রতি ক্ষেত্রে দান তার সমান।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - ফাল্গুনী মুখোপাধ্যায়

0 কমেন্টস্
তোমার সুরের ধারা
ফাল্গুনী মুখোপাধ্যায়


রবীন্দ্রনাথের বয়স ১৫২ বছর, রবীন্দ্রনাথের গানের বয়স ১৪০ বছর, কিন্তু ‘রবীন্দ্র সঙ্গীত’এর বয়স খুব বেশি হলে ৬০ বছর । কথাটার মধ্যে একটা হেঁয়ালি আছে তাহ’ল রবীন্দ্রনাথের গানে আম বাঙালির মজে যাওয়ার শুর কম বেশি ৬০ বছরের বেশি নয় – অন্তত আজকের মত সর্বপ্লাবী ছিলনা তাঁর গান । আমার বেশ মনে আছে চল্লিশের শেষ দিকে কিংবা পঞ্চাশের শুরুতেও রেডিওতে ‘এবার রবীন্দ্র সঙ্গীত গাইছেন...’ ঘোষণা হওয়া মাত্রই বাড়ির গুরুজন কারো নির্দেশ আসতো রেডিওটা বন্ধ করে দেবার । তো সেই দৃশ্য থেকে আজ, পথ চলতি মানুষের পাশের বাড়ি থেকে ভেসে আসা গানের সুর শুনে থমকে দাঁড়িয়ে যাওয়া । রবীন্দ্রনাথের গানের সর্বপ্লাবী হয়ে ওঠার ইতিহাসের সূত্রপাত কবির জীবদ্দশায় হয়নি । কেন হয়নি সে অন্য প্রসঙ্গ । আমাদের সে এক দুর্ভাগ্য এটুকুই বলা যায়।

সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ ইংল্যান্ডে পড়তে যান । সেখানে তাঁর পাশ্চাত্য সংগীত সম্পর্কে ধারণা হয় । সেখান থেকে কয়েকটি আইরিশ লোক সংগীতের সুর সংগ্রহ করেন । বিলেত থেকে ফিরে তিনি গীতিনাট্য ‘বাল্মীকি প্রতীভা’ ও ‘কালমৃগয়া’ রচনা করেন । জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ জানিয়েছেন “এই দেশী ও বিলিতি সুরের চর্চার মধ্যে বাল্মীকি প্রতীভার জন্ম হইল”। সুতরাং বলা যায় বিলাত থেকে প্রত্যাগমনের পরই রবীন্দ্রনাথের সংগীত রচনার ইতিহাসের সূত্রপাত । তারপরই একুশ বছর বয়সে ‘ভারতী’ পত্রিকায় ‘সঙ্গীত ও ভাব’ রচনায় মেলে ধরলেন তাঁর সঙ্গীত রচনার মূল সূত্রটি ।

এদেশে কলের গান বা গ্রামফোন রেকর্ড চালু (১৯০২) হবার প্রথম দিকেই রবীন্দ্রনাথ নিজকন্ঠে গান রেকর্ড করেছিলেন (১৯০৮), শান্তিনিকেতনের আশ্রমিকরাও তাঁর গান রেকর্ড করতে শুরু করলেন । কিন্তু তখন আম বাঙালির গান শোনার কান তৈরি হওয়ার প্রক্রিয়ায় রবীন্দ্রগান ছিলনা । তখন ছিল ‘রবিবাবুর গান’ । এই রবিবাবুর গান থেকে সর্বপ্লাবী ‘রবীন্দ্র সঙ্গীত’ হয়ে উঠতে কেটে গেছে অনেকগুলি বছর ।

‘রবিবাবুর গান’ থেকে সর্বপ্লাবী ‘রবীন্দ্র সঙ্গীত’ হয়ে ওঠার প্রক্রিয়াটি বুঝতে চাইলে বাংলা গানের বিবর্তন প্রক্রিয়াটিও বুঝে নেওয়া দরকার, অন্তত তাঁর সময় কালের বাংলা গানের চেহারাটা । পাশাপাশি বুঝে নেওয়া দরকার বাঙালির সাংগীতিক রুচির বিবর্তনের ধারাটিকে । পাঁচালি গানের জনক দাশরথী রায়ের মৃত্যুর পরের বছর জন্ম রবীন্দ্রনাথের । তাঁর শৈশব কালে বিনোদন মূলক সঙ্গীত বলতে ছিল পাঁচালি, কবিগান, যাত্রা থিয়েটারের গান আর সম্পন্ন পরিবারে ওস্তাদি গান । গান তখনও বিপননযোগ্য সামগ্রী হয়ে ওঠেনি । ১৯০২এ এদেশে কলের গান বা গ্রামফোন রেকর্ডে গান শোনার পদ্ধতি চালু হ’ল ।

গানের বিপনন শুরু হলেও গানের কথায় আধুনিক কাব্যের লাবণ্য,পরিশীলিত গায়ন শৈলি ও শিষ্ট গায়ন রুচি তৈরি হতে কেটে গিয়েছিল আরো ১৫/২০ বছর । যদিও ১৯০৮এই রবীন্দ্রনাথ নিজকন্ঠে রেকর্ডে গান গেয়েছেন , শান্তিনিকেতনের আশ্রমিকদের দিয়েও কয়েকটি গান রেকর্ড করেছেন । ইতিমধ্যে ১৯০৫এর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে উত্তাল দিনগুলোতে পথে নামলেন রবীন্দ্রনাথ – লিখলেন ২২টি দেশাত্মবোধক গান । বাঙালির বিনোদন মূলক সাঙ্গীতিক রুচি তখন কীর্তনাঙ্গের গান, প্রেম ও ছোলনামূলক প্রণয় সঙ্গীত কিংবা মোটা দাগের হাসির গান । কলের গান পৌছেছিল মাত্র কিছু সম্পন্ন মানুষের ঘরে ।

প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার পরের বিশ বছরে আমাদের গান শোনার ক্ষেত্রে দুটি যুগান্তকারী ঘটনা ঘটে যায় । ১৯২৪এ কলকাতা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা ও ১৯৩২এ বাংলা চলচ্চিত্রের সবাক হওয়া । এই দুটি মাধ্যম উন্মুক্ত হয়ে যাওয়ায় আমাদের সান্নগীতিক রুচিরও বড় রকমের পরিবর্তন হ’ল । ্পঙ্কজ কুমার মল্লিক, কুন্দনলাল সায়গল, কৃষ্ণ চন্দ্র দে, কানন দেবীর শিষ্ট গায়ন শৈলির গুনে বাংলা গান আধুনিক হতে শুরু করলো । শান্তি নিকেতন ঘরানার বাইরে পঙ্কজ কুমার মল্লিক, সায়গল, কানন দেবী রবীন্দ্রনাথের গান গাইলেন । বস্তুত, রবীন্দ্রনাথের জীবদ্দশায় তাঁর গানকে লোকপ্রিয় করার কাজে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক এবং স্বাধীনতার পর হেমন্ত মুখোপাধ্যায় ও দেবব্রত বিশ্বাস।

১৯৩২এ বাংলা চলচ্চিত্র সবাক হ’ল আর ১৯৩৫এ পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় মুক্তি ছায়াছবিতে রবীন্দ্রনাথের গান ব্যবহৃত হ’ল । রবীন্দ্রকাহিনি নয় এমন চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গানের প্রয়োগ সেই প্রথম । তারপর ১৯৩৭ থেকে ১৯৪৪এর মধ্যে দশবারোটি রবীন্দ্র কাহিনি নয় এমন চলচ্চিত্রে রবীন্দ গানের সার্থক প্রয়োগ হয় । ছায়াছবিতে ববহৃত হবার ফলে তাঁর গান সমাদৃত হতে শুরু করল । ত্রিশের দশক থেকেই বাঙালি বিদ্যোৎ সমাজে তাঁর গানের সার্বজনীনতা ও ভবিষ্যৎ নিয়ে দীর্ঘ শুরু হয় । বিদগ্ধ সঙ্গীতবেত্তা দিলীপ কুমার রায় ও ধুর্জটি প্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘ পত্র বিনিময় থেকে রবীন্দ্রনাথের সঙ্গীত ভাবনার সারসত্যটাও আমরা জেনে যাই ।

ইতিমধ্যে একদল দক্ষ রবীন্দ্রগানের গায়ক গায়িকা ও প্রশিক্ষক তৈরি হয়ে গেছেন শান্তিনিকেতন সঙ্গীত ভবনের প্রয়াসে । তাঁদের আন্তরিক প্রয়াসে পতিষ্ঠিত সঙ্গীত শিক্ষণ প্রতিষ্ঠানগুলি রবীন্দ্রগানের প্রসারে মুখ্য ভুমিকা নিয়েছিল তার প্রয়াণ-পরবর্তী কালে । রবীন্দ্রনাথের প্রয়াণের পরের বছর প্রতিষ্ঠিত হয় ‘গীতবিতান’ (১৯৪২) , তারপর ‘রবিতীর্থ’(১৯৪৬), ‘দক্ষিণী(‘ (১৯৪৮) ও ‘সুরঙ্গমা’ (১৮৫৭) । শোইলজা রঞ্জন মজুমদার, শুভ গুহঠাকুরতা, নীহারবিন্দু সেন, সুবিনয় রায় প্রমুখ এই প্রতিষ্ঠানগুলির সঙ্গে যুক্ত থেকে পরবর্তী প্রজন্মকে দীক্ষিত করেছেন রবীন্দ্র গানে । । একদিকে বিশ্বভারতী সঙ্গীত ভবন অন্যদিকে এইসব শিক্ষণ প্রতিষ্ঠাঙ্গুলি থেকে উঠে এলেন কণিকা বন্দ্যোপাধ্যায়, মায়া সেন, সুচিত্রা মিত্র, গীতা ঘটক, সাগর সেন, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, ঋতু গুহ প্রমুখ । ১৯৬১তে পৌছে তাঁর গানের যে সর্বগ্রাসী প্রভাব দেখা দিল তা সম্ভব হয়েছিল এঁদের কন্ঠ লাবণ্য ও গায়ন শৈলীর গুনে । কণক দাশ, পঙ্কজ মল্লিক, সায়গল। কানন দেবী হেমন্ত, দেবব্রত পরবর্তী প্রজন্মের এঁরাই রবীন্দ্রগানের চাহিদা মিটিয়েছেন অসামান্য দক্ষতায় ।

একথা ঠিক রবীন্দ্রনাথের গানের অন্তর্দীপ্তিতে আকর্ষিত হতে বাঙালির অনেক সময় লেগেছে। রবীন্দ্রনাথ সেকথা জানতেননা তেমন নয় । কিন্তু তিনি স্থির প্রত্যয়ী ছিলেন যে বাঙালিকে তাঁর গান গাইতেই হবে । তিনি বলেছিলেন “বাংলাদেশকে আমার গান গাওয়াবোই । আমি সব যোগান দিয়ে গেলুম ; ফাঁক নেই । আমার গান গাইতেই হবে – সব কিছুতেই” । কোথা থেকে তাঁর এই প্রত্যয় ? বাংলা গানের শিকড় সন্ধান করেই তিনি এই নিশ্চিত বিশ্বাস অর্জন করেছিলেন । তিনি বুঝেছিলেন বাঙালি কোন দিনই শাস্ত্রীয় গান বা তার গায়নরীতিকে আপন করে নেয়নি । তাই কীর্তনের মধ্যেই বাঙালি তার নিজের গান নিজে তৈরি করেছিল । হ্যা, ওস্তাদি গানের সঙ্গে সম্পর্কহীন ‘কীর্তন’ই বাঙ্গালির প্রথম নিজস্ব গান । কীর্তন , রায়গুণাকর ভরত চন্দ্র, রামপ্রসাদ সেন, নিধুবাবু , দাশরথী রায়’এর পাঁচালি গান- বাংলা গানের যে নিজস্ব ধারা , সেই ধারা থেকেই তিনি বাংলা গানের উত্তরণ ঘটালেন আধুনিকতায় । তাঁর হাত ধরেই বাংলাগান আধুনিক হয়ে উঠল কাব্যের লাবণ্য আর সুরের মেল বন্ধনে । বললেন “আমার গানের মধ্যে সঞ্চিত হয়েছে দিনে দিনে সৃষ্টির শেষ রহস্য , ভালোবাসার অমৃত” । “গানের সুরে আমার মুক্তি ঊর্ধে ভাসে” এ উচ্চারণ শুধুমাত্র তাঁর গানের একটি কলি মাত্র নয়, আমাদের মনের মুক্তির মহামন্ত্র । তাই তাঁর জন্মের দেড়শ’ বছর পরেও আমাদের সব জিজ্ঞাসা, সব-দুক্ষ-দুঃখ, বিষাদ-বেদনা থেকে উত্তরণের ঠিকানা লেখা আছে গীতবিতান’এর ২২৩২টি গানের মধ্যে ।

একুশ শতকের এই বৈদ্যুতিন বিশ্বে এখন একজন গ্রামীণ মানুষ তার কানে ভেসে আশা কোন গানকে অনায়াসে সনাক্ত করতে পারেন ‘রবীন্দ্র সঙ্গীত’ বলে । কোথায় এর রহস্য ? কেনই বা রবীন্দ্রনাথ বলতে পেরেছিলেন বাঙালি সুখে দুঃখে তাঁর গানই গাইবে । যে মানুষ রবীন্দ্রনাথের কবিতার একটা পংক্তিও পড়েননি তিনিও কোন রহস্যে রবীন্দ্রগানে অবগাহন করতে পারেন ? পারেন, কারণ ঐ যে রবীন্দ্রনাথই বলেছেন তাঁর গানে সঞ্চিত হয়েছে সৃষ্টির শেষ রহস্য , ভালোবাসার অমৃত ।

কি করে তাঁর গান এমন সর্বপ্লাবী হয়ে উঠল, তার অনুসন্ধান করতে আমি বুঝতে চাইব – বাংলা গান নিয়ে তাঁর মৌলিক ভাবনা আর গানের জন্য তাঁর আকুলতা । । প্রয়াত অশোকতরু বন্দ্যোপাধ্যায় তাঁর এক স্মৃতিচারণে আচার্য ক্ষিতিমোহন সেনের সঙ্গে তাঁর আলাপচারিতার উদ্ধৃতি দিয়েছেন এইভাবে । “তাঁর কাব্যই বলো আর নাটকই বলো বা যেকোন গদ্য রচনাই বলো, সুকিছুর মধ্য দিয়েই ক্ষণে ক্ষণে হয়তো দেখবে তাঁর সেই দাড়ি জোব্বা উঁকি মারছে । তিনি যে রবীন্দ্রনাথ একথা তিনি ভুলতে পারতেননা । কিন্তু তাঁর গান রচনার সময়, আমি কাছ থেকে দেখেছি –তাঁর আত্ম সচেতনতা সম্পূর্ণ বিলুপ্ত হ’ত, তখন দেখতে পেতাম সত্যিকারের রবীন্দ্রনাথকে যেন একেবারে খোলস ছাড়ানো ন্যাংটো মানুষ”। অর্থাৎ সঙ্গীত রচনার ক্ষেত্রে সবকিছু ভুলে যাওয়া এক বিভোর মানুষ ।

রবীন্দ্রনাথ তাঁর তাবৎ সৃজন কর্মের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন সঙ্গীত সৃজনকে সবচেয়ে বেশি মমতাও ছিল গানের প্রতি । সঙ্গীত রচনা তাঁর কাব্য রচনার সমন্তরাল রূপেই বিকশিত হয়েছিল – আমরা জেনেছি তাঁর নিজের কথা থেকে । কিন্তু সঙ্গীত রচনা সম্পর্কে, সঙ্গীত বিষয়ে তাঁর মৌলিক ভাবনা সম্পর্কে তিনি যত বিস্তারে লিখে গেছেন, বোধ করি কাব্য রচনা সম্পর্কে ততটা নয় । জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে সাঙ্গীতিক পরিমন্ডল ছিল , অস্তাদি গানের চর্চা হ’ত, দাদা জ্যোতিরীন্দ্রনাথের ব্রহ্ম সঙ্গীতের সঙ্গে পরিচয় হয়েছিল বাল্যেই । সেকালের প্রখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ যদুভট্ট ছিলেন তাঁর বাল্যের সঙ্গীত শিক্ষক । বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে যেমন, প্রথাগত সঙ্গীত শিক্ষার ক্ষেত্রেও তেমন তিনি আটকে থাকেননি । শাস্ত্রীয় গানের মধ্যে তিনি বাংলাগানের ভাবসৌন্দর্য খুঁজে পেলেননা । সঙ্গীত রচনা তাঁর কবিতা রচনার সমান্তরাল রূপেই বিকশিত হয়েছে – একথা রবীন্দ্রনাথ নিজেই বলে গেছেন । কবিতার মত সঙ্গীত রচনার ক্ষেত্রেও ‘ভাব সৌন্দর্য’র অন্বেষণই তার সংগীত দর্শনের মূল সূত্র । ২১ বছর বয়সে ভারতী পত্রিকায় ‘সংগীত ও ভাব’ নিবন্ধে লিখলেন “ আমাদের সংস্কৃত ভাষা যেরূপ মৃত ভাষা, আমাদের সংগীত শাস্ত্রও সেইরূপ মৃত শাস্ত্র । ইহাদের প্রাণ বিয়ওগ হইয়াছে কেবল দেহ মাত্র অবশিষ্ট আছে । এই নিবন্ধে যুবক রবীন্দ্রনাথ স্পষ্ট করে জানালেন (শাস্ত্রীয় সংগীতের) “ গায়করা সংগীতকে যে আসন দেন আমি সংগীতকে তদপেক্ষা উচ্চ আসন দিই । তাঁহারা সংগীতকে কতকগুলো চৈতন্যহীন জড় সুরের উপর স্থাপন করেন, আমি তাহাকে জীবন্ত অমর ভাবের উপর স্থাপন করি । তাহারা গানের কথার উপরে সুরকে দাঁড় করাইতে চান, আমি কথাগুলিকে সুরের উপর দাঁড় করাইতে চাই”। এটাই রবীন্দ্রনাথের গানের সার কথা ।

রবীন্দ্রনাথ তাঁর একক প্রচেষ্টায় বাংলা গানকে আধুনিক করে তুললেন । কবিতা ও গদ্য সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ সমৃদ্ধ উত্তরাধিকার পেয়েছিলেন । উনিশ শততকের নবজাগরণের উত্তরাধিকার – রামমোহন থেকে মাইকেল মধুসূদন দত্ত । কিন্তু সংগীত রচনার ক্ষেত্রে তেমন কোন শিষ্ট আদর্শ তাঁর সামনে ছিলনা । তাঁর সমকালে একদিকে কলকার বাবু বিলাসের চটুল ছলনা মূলক প্রণয় সঙ্গীত, হিন্দুস্থানি ওস্তাদি গানের আসর অন্যদিকে বৃহত্তর বাংলায় কীর্তন, বাউল, রামপ্রসাদী , আখড়াই, কবিগান, পাঁচালি। শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞরা মনে করতেননা বাংলা ভাষায় যে গান লেখা হতে পারে সেটাই তারা মনে করতেননা , যেহেতু বাংলা গানের শিকড় কোনদিনই শাস্ত্রীয় গানের মধ্যে ছিলনা । বাঙালির আদি ও নিজস্ব গান কীর্তনএর উল্লেখ তাই আমাদের সঙ্গীত শাস্ত্রের কোথাও নেই । এই সাঙ্গীতিক প্রতিবেশে বাংলাগানকে আধুনিক করে তোলার দায় একা নিয়েছিলেন রবীন্দ্রনাথ । তাঁর জন্মের দশ / পনেরো বছর আগে ও পরে বৃহত্তর বাংলার গানেই ধারাটি রুদ্ধস্রোত হয়ে গিয়েছিল । প্রয়াত হয়েছেন পাঁচালি গানের জনক দাশরথী রায় , এইগানের সুযোগ্য উত্তরাধিকারী কৃষ্ণকমল গোস্বামী, কীর্তন গানের গোবিন্দ অধিকারী, হাসির গানের রূপচাদ পক্ষী প্রমুখ । রবীন্দ্রনাথ অতয়েব শূণ্য থেকে শুরু করলেন এবং বাংলা গানের মুক্তি ঘটালেন ।

রবীন্দ্রনাথের গানে আধুনিকতার যে নির্মিতি তার মূলে ছিল বাঙালির মনন, তার যাপন সম্পর্কে তার গভীর অন্বেষণ, অধ্যয়ন । বাঙালির ভাষা ও সাহিত্যের শুরুই কাব্যের বাঁধনে । বাঙ্গালি কোনদিনই রাজ দরবারের গানকে আপন করে নেয়নি, সঙ্গীত শাস্ত্রের অনুশাসনও সে মানেনি, জনপদের গানকেই সে চেয়েছে । বাংলার প্রথম নবজাগরণ কালের কীর্তন গান থেকে মধ্যযুগ পেরিয়ে তাঁর সমকালের পাঁচালি গান পর্যন্ত আমরা বাংলা গানের এই একই ধারা দেখি এবং সে গান কাব্য নির্ভর । কীর্তন থেকে রামপ্রসাদী, টপ্পা, পাঁচালি গানের সে স্রোত সবেতেই কাব্যের সঙ্গে সুরের মেলবন্ধন, রবীন্দ্রনাথ বাংলা গানে আধুনিকতার নির্মাণ করলেন এই ধারাতেই । ‘আত্ম প্রকাশের জন্যই বাঙালি গানকে অত্যন্ত করে চেয়েছে’ এই সত্য বুঝেছিলেন বলেই তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন বাংলাগানের জন্য ।

দ্রষ্টা রবীন্দ্রনাথ তাঁর সমকালের চেয়ে সহস্র যোজন অগ্রগামী ছিলেন বলেই নিজের সৃষ্টির প্রতি এমন স্থির বিশ্বাস ব্যক্ত করতে পেরেছিলেন জীবনের উপান্তে এসে “...যুগ বদলায়, তার সবকিছু বদলায় । তবে সবচেয়ে স্থায়ী হবে আমার গান এটা জোর করে বলতে পারি .....যুগে যুগে এ গান তাকে গাইতেই হবে । তাই প্রজন্মের পর প্রজন্ম তাঁর সুরের ধারায় অবগাহন করে চলেছি, চলবো আরো বহুদিন , যতদিন বাঙালি জাতীসত্তার অস্তিত্ব থাকবে ।

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - শ্রী শুভ্র

1 কমেন্টস্
রবীন্দ্র চেতনায় শিক্ষা
শ্রী শুভ্র

"The strength of the Government lies in the people's ignorance; and the Government knows this; and will therefore always oppose true enlightenment."

- কথা কটি বলেছিলেন টলস্টয় তৎকালীন রাশিয়ান শিক্ষানীতি প্রসঙ্গে!

পরাধীন বাংলায় জন্মে রবীন্দ্রনাথ দেখলেন টলস্টয়ের কথাটি সর্বাংশে সত্য! এবং যে হেতু পরাধীন দেশের শাসন ক্ষমতা বৃটিশের কুক্ষিগত, তাই এদেশের শিক্ষাব্যবস্থা গড়ে উঠেছিল রাজভক্ত চাকুরীজীবি হুকুমদাস তৈরীর উদ্দেশ্যেই! সেই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে এক আপোষহীন সৈনিক রবীন্দ্রনাথ! কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পরও দুই বাংলায় আজও মূলত সেই একই শিক্ষানীতি প্রচলিত আছে! বৃটিশের স্থানে বসেছে ক্ষমতাধর গোষ্ঠী!বৃটিশের প্রবর্তিত শিক্ষাব্যবস্থার মূল উদ্দেশ্যের

সাথে দেশ বা জাতির উন্নয়নের কোনো সংযোগ ছিল না! ফলে অসৎ উদ্দেশ্যমূলক, বৃটিশের স্বার্থরক্ষাকারী এই শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে রবীন্দ্রনাথ প্রথমাবধি সোচ্চার ছিলেন! তিনিই প্রথম উপলব্ধি করলেন শিক্ষা প্রণালীর সাথে সমাজ জীবনের নাড়ীর সংযোগ না থাকলে সে শিক্ষা মানুষ গড়তে পারে না! তাঁবেদার গড়ে তোলে! উমেদারিতে যাদের জীবন বয়ে যায়! তাঁর মতে, শিক্ষার উদ্দেশ্য বৃটিশের দরবারে চাকরি করা নয়! তিনি বলছেন, "..তুমি যাহা শিক্ষা করিতেছ তাহা হাউইয়ের মতো কোনোক্রমে ইস্কুলমাষ্টারী পর্যন্ত উড়িয়া তাহার পর পেনসনভোগী জরাজীর্ণতার মধ্যে ছাই হইয়া মাটিতে আসিয়া পড়িবার জন্য নহে!" রবীন্দ্রচেতনায় শিক্ষার সাথে মূলত তিনটি গুরুতর বিষয় জড়িত! প্রথমত মাতৃভাষায় শিক্ষা!

দ্বিতীয়ত প্রকৃতির সাথে জীবনের সংযোগ সাধনের মাধ্যমে শিক্ষা! এবং তৃতীয়ত স্বদেশ ও সমাজের ঐতিহ্য ও উত্তরাধিকারে সমাজদেহের অন্তরের প্রাণকেন্দ্র থেকে গড়ে ওঠা শিক্ষা! ঐতিহাসিক কারণেই তাঁর সময় বৃটিশ শাসনাধীন পরাধীন দেশে শিক্ষার সাথে এই তিনটি বিষয়েরই কোনো যোগ ছিল না! ফলে তাঁর কথায় বৃটিশের ইস্কুল ছিল শিক্ষা দেবার কল! কবি আক্ষেপ করছেন, "শিক্ষাকে দেয়াল দিয়া ঘিরিয়া, গেটদিয়া রুদ্ধ করিয়া, দারোয়ান দিয়া পাহারা বসাইয়া, শাস্তি দ্বারা কণ্টকিত করিয়া, ঘণ্টা দ্বারা তাড়া দিয়া, মানবজীবনের আরম্ভে এ কী নিরানন্দের সৃষ্টি করা হইয়াছে!"

খুব সহজভাবে পরিস্কার চোখে তাকালেই দেখতে পাওয়া যায় বিশ্বে প্রত্যেকটি উন্নত জাতি যারা জ্ঞান

বিজ্ঞান চর্চায় প্রভূত উন্নতি করেছে, ব্যবসা বাণিজ্যে সমৃদ্ধ হয়ে উঠেছে, শিল্প সাহিত্যে বাকি বিশ্বকে নিত্যনতুন পথ দেখাচ্ছে; তারা প্রত্যেকে তাদের শিক্ষা প্রণালীর ভরকেন্দ্র করেছে মাতৃভাষাকেই! একেবারে প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষার সমস্ত শাখাতে মাতৃভাষাকেই করেছে শিক্ষা অর্জনের প্রধানতম মাধ্যম! উল্টোদিকে যেখানেই শিক্ষার্জনের মাধ্যম হয়েছে বিদেশের দ্বারা চাপিয়ে দেওয়া ভাষা; সেখানে কোনো জাতিই আজ পর্যন্ত বিশ্বের দরবারে উন্নত জাতিগুলির সমকক্ষ হয়ে উঠতে পারেনি! পারবেও না! এ প্রকৃতির নিয়ম বিরুদ্ধ!

কবিই একথা প্রথম বোঝেন!

শিক্ষার-সংস্কার প্রবন্ধে কবি প্রশ্ন করছেন, "আমাদের মন তেরো চোদ্দো বছর বয়স হইতেই জ্ঞানের

আলোক এবং ভাবের রস গ্রহণ করিবার জন্য ফুটিবার উপক্রম করিতে থাকে; সেই সময়েই অহরহ যদি তাহার উপর বিদেশী ভাষার ব্যকরণ এবং মুখস্থবিদ্যার শিলাবৃষ্টিবর্ষণ হইতে থাকে তবে তাহা পুষ্টিলাভ করিবে কী করিয়া?" শিক্ষার এই পুষ্টি লাভের গুরত্বটি, দুঃখের হলেও সত্য যে; দেশের মানুষ সেদিনও অনুধাবন করেনি! আজও করে না! ফলে কবির ভাষায়, "...যাহা শিখি তাহাতে আমাদের অধিকার দৃঢ় হইতেই পারে না! এই ভাবেই দেশে প্রচলিত এই ত্রুটি পূর্ণ শিক্ষা প্রণালীর কলে মুখস্থবিদ নকলনবিশ ডিগ্রীধারী উমেদার আর তাঁবেদার প্রজাতির উদ্ভব হয়! দেশের উন্নতি ব্যহত হয়!

দ্বিতীয়ত, শিক্ষার্থীদের সাথে প্রকৃতির নিরন্তর সম্পৃক্ততার প্রয়োজনীয়তা বিশেষ ভাবে অনুভব করেছিলেন কবি! এবং বৃটিশের প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় তার নিদারুণ অভাব তাকে প্রবল ভাবেই বিচলিত করেছিল!

বিশ্বভারতীর প্রতিষ্ঠার মধ্যে দিয়ে তিনি তাঁর মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করে গিয়েছেন!

শিক্ষাসমস্যা প্রবন্ধে কবি বললেন, "শিশুদের জ্ঞানশিক্ষাকে বিশ্বপ্রকৃতির উদার রমণীয় অবকাশের মধ্যে

দিয়া উন্মেষিত করিয়া তোলাই বিধাতার অভিপ্রায় ছিল; সেই অভিপ্রায় আমরা যে পরিমাণে ব্যর্থ করিতেছি সেই পরিমাণেই ব্যর্থ হইতেছি! অর্থাৎ রবীন্দ্রনাথের কাছে শিক্ষা জীবন ধারণের মতোই একটি জৈবিক প্রক্রিয়া যা ইট কাঠ পাথরের মধ্যে পুঁথি পড়ে হয় না!এবং সর্বপরি শিক্ষার ভিত্তি গড়ে উঠবে সমাজদেহের অন্তর থেকে! তাকে বাইরে থেকে চাপিয়ে দিলেশিক্ষার উদ্দেশ্য সফল হতে পারে না! ইউরোপের প্রসঙ্গ তুলে কবি দেখালেন সেখানে মানুষের শিক্ষাপ্রণালী গড়ে উঠেছে একেবারে সমাজের প্রাণ প্রবাহের ভিতর থেকে! সেখানে ছাত্ররা যে শিক্ষা অর্জন করে সেই বিদ্যাটা সেখাকার লোকসাধারণ থেকে বিচ্ছিন্ন নয়! অর্থাৎ দেশীয় লোকসংস্কৃতির ভিতর থেকেই শিক্ষার ভিতটা সেখানে পাকা হয়ে উঠছে! স্কুল বিল্ডিং এর পুঁথির মধ্যে সীমাবদ্ধ নয়! এই দেশীয় ঐতিহ্য ও কৃষ্টির অর্জিত উত্তরাধিকারে প্রবাহমান জীবন চর্চার মাধ্যমেই গড়ে উঠেছে শিক্ষার বাস্তবতা! ফলে শিক্ষার মাধ্যমে আত্মবিকাশের বড়ো রাজপথটি সেখানে উন্মুক্ত!

"এইজন্য সেখানকার বিদ্যালয় সমাজের সঙ্গে মিশিয়া আছে, তাহা সমাজের মাটি হইতেই রস টানিতেছে এবং সমাজকেই ফলদান করিতেছে!" (শিক্ষাসমস্যা) অথচ আমাদের দেশের চিত্রটি সম্পূর্ণ উল্টো! বিদ্যালয় এখানে সমাজের উপর বৃটিশের চাপিয়ে দেওয়া একটা ভীষণ বোঝা ছিল সেসময়! তারই রেশ চলেছে একালেও! তাই এদেশে শিক্ষা প্রণালী এত শুষ্ক এত নির্জীব! পড়া মুখস্থ আর পরীক্ষায় ভালোনম্বর তুলে চাকুরী পাওয়ার উপযুক্ত ডিগ্রী জোগারের মাধ্যম মাত্র! দেশের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে এই শিক্ষা প্রণালীর ভিত না থাকার দরুণ আমরা শিক্ষিত হয়ে প্রথমেই সুযোগসন্ধানী হয়ে উঠি! ব্যক্তিগত স্বার্থবোধের আত্মসুখ বিলাসী হয়ে জীবন কাটাই! সমাজ থাকে বাইরে পড়ে!ফলে নিরানন্দ এই শিক্ষাপ্রণালীতে শিক্ষার মধ্যে আনন্দের অভাবে, স্বাভাবিক আত্মবিকাশ হয় বাধাপ্রাপ্ত! নিতান্ত প্রয়োজনীয় বিষয় কণ্ঠস্থ করে কাজ চালানো যায় কিন্তু মৌলিক সৃষ্টি হয় না! তাই শিক্ষার হেরফের প্রবন্ধে কবি বলছেন, "আমরা যতই বি.এ. এম.এ. পাস করিতেছি, রাশি রাশি বই গিলিতেছি, বুদ্ধিবৃত্তিটা তেমন বেশ বলিষ্ঠ এগং পরিপক্ক হইতেছেনা! তেমন মুঠো করিয়া কিছু ধরিতে পারিতেছিনা, তেমন আদ্যপান্ত কিছু গড়িতে পারিতেছিনা, তেমন জোরের সহিত কিছু দাঁড় করাইতে পারিতেছিনা! আমাদের মতামত কথাবার্তা এবং আচার-অনুষ্ঠান ঠিক সাবালকের মতো নহে!

সেইজন্য আমরা অত্যুক্তি আড়ম্বর এবং আস্ফালনের দ্বারা আমাদের মানসিক দৈন্য ঢাকিবার চেষ্টা করি!ঠিক এই কারণেই রবীন্দ্রনাথ আবার উল্লেখ করছেন, "আমাদের পাণ্ডিত্য অল্প কিছু দূর পর্যন্ত অগ্রসর হয়,আমাদের উদ্ভাবনাশক্তি শেষ পর্যন্ত পৌঁছে না, আমাদের ধারণশক্তির বলিষ্ঠতা নাই

...আমরা নকল করি, নজির খুঁজি, এবং স্বাধীন মত বলিয়া যাহা প্রচার করি তাহা হয় কোনো না কোনো

মুখস্থ বিদ্যার প্রতিধ্বনি, নয় একটা ছেলেমানুষি ব্যাপার! হয় মানসিক ভীরুতাবশত আমরা পদচিহ্ন

মিলাইয়া চলি, নয় অজ্ঞতার স্পর্ধাবশত বেড়া ডিঙাইয়া চলিতে থাকি!" (শিক্ষা-সংস্কার) ফলে আমাদের

শিক্ষাপ্রণালী আমাদের স্বকীয়তা, মৌলিকতা, মেধার পূর্ণ বিকাশসাধন, এবং পরিপূর্ণ মনুষ্যত্বের পূর্ণ

উদ্বোধনে কোনোরূপ সাহায্য করে না বলেই আমাদের আত্মবিকাশ ঘটে না!

রবীন্দ্রচেতনায় শিক্ষার মূল উদ্দেশ্যই ছিল মনুষ্যত্বের পূর্ণ উদ্বোধন! আর সেই উদ্দেশ্যে তিনি মূল যে তিনটি বিষয়ের উপর জোর দিলেন সেই তিনটি আবশ্যিক শর্তকে দুঃখের বিষয় হলেও সত্য যে, স্বাধীনতার ছয় দশক অতিক্রান্ত হয়ে গেলেও আজও আমরা পূরণ করতে পারিনি! বা চাইনি! কারণটা পরিস্কার! মহামতি টলস্টয়ের যে কথাটি দিয়ে এ প্রবন্ধের শুরু, সেই কারণটাই আজও পূর্ণরূপে সক্রিয়! শাসন ক্ষমতায় বৃটিশের স্থানে স্বদেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতাধর শ্রেণী এসে বসেছে শুধু! দেশ শাসনের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হয়নি তাই বলে! আর দেশের শিক্ষিত সমাজ সেই আবহাওয়ায় ব্যক্তিগত স্বার্থসন্ধানে ব্যস্ত থাকায় কবির সকল প্রয়াস অরণ্যে রোদনেরই সামিল!

রবীন্দ্রশ্রদ্ধার্ঘ - হরপ্রসাদ রায়

0 কমেন্টস্
প্রসঙ্গঃ রবীন্দ্রনাথ ও সমকাল
হরপ্রসাদ রায়



সময় টা ছিল ১৮৭৪ । উনিশ শতকের বাংলা সাহিত্যে তখন আধুনিক বলে পরিচিত হয়েছে। আর এই সময় রবীন্দ্রনাথের নাটকীয় প্রবেশ ‘তত্ত্ববোধিনী’ তে তাঁর অস্বাক্ষরিত কবিতা “অভিলাষ” দিয়েই । তার পর প্রায় চার দশকের সময় পরিব্যাপ্তিতে কবি যখন বাংলাসাহিত্যে পরিনত ব্যাক্তিত্ব তখনই পশ্চিম তার দ্বার খুলে স্বীকৃতি জানাল পৃথিবীর শ্রেষ্ঠতম ঘোষিত পুরস্কারটি কবির হাতে তুলে দিয়ে । কবির কবি মনীষার বিশ্বায়নে অধিবাস হল নোবেল পুরস্কারের মাধ্যমে ১৯১৩ তে। বলা যেতে পারে, বিশ-শতকের শুরু বাংলা সাহিত্যের বিশ্ব সাহিত্যে নিজের জায়গাকে সর্বসম্মত অনুমোদনে চিহ্নিত করার এক বিশেষ পর্ব সেটা। তারপর থেকে সময়টা প্রায় অলক্ষ্যে জুড়ে গেল একটা নামের সাথে, সময়ের একটা মানদণ্ড তৈরী হল কবিকে ঘিরে । যুগের রূপরেখা আঁকা হল ‘রবীন্দ্রযুগ’ শিরোনামে, আর সাহিত্যে পেল এক নতুন সমসাময়িকতার পরিচয় পত্র ।

১৯১৫ র ‘ঘরে বাইরে’ কবির সমসাময়িক বিশ্বচেতনার সামজিক কথাচিত্র এবং বিশ্লেষণ। তিনি এতে যেমন ভারতীয় সামাজিক মূল্যবোধের পুঙ্খানুপুঙ্খ রূপরেখা এঁকেছেন তেমনি সমকালীন প্রেক্ষাপটে বৃহত্তর মানব সমাজে তার গ্রহণযোগ্যতার বিভিন্ন দিক তুলে ধরেছেন। এতে যে শুধু পরম্পরাগত সামাজিক মুল্যবোধের দৃষ্টিকোণ গুলি নির্দেশিত হয়েছে তা নয় উন্মোচিত হয়েছে বিভিন্ন নতুন ক্ষেত্র আর অঙ্কিত হয়েছে তার ভবিষ্যৎ রূপরেখা। তার অনেকটাই ঘটেছে সমসামিক সময়ের প্রভাবে হয়ত কবির বৃহত্তর মননের গভীর থেকে। নব জাতকের ‘সুচনা’ তে রবীন্দ্রনাথ তাই বলেন যে ‘আমার লেখা অনেক পরিবর্তনের ভেতর দিয়ে গেছে যেমন প্রকৃতিতে ঋতু পরিবর্তন হয়। তার অধিকাংশই ঘটেছে আমার অজান্তেই। এই পরিবর্তন প্রাকৃতিক পরিবর্তন কে অনুসরন করেছে, এ পুরোপুরি প্রাকৃতিক কোন সচেতন মনের কাজ নয়। আর এ হয় লেখকের অজ্ঞাতেই’ (সংকলিত)।

এ প্রসঙ্গে বলতে গিয়ে রবীন্দ্রবিশারদ অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য বলেনঃ
“When one considers the versatile creativity of Tagore and the staggering range of his thoughts and writings over a period of over sixty years, those words seem to hold the key to any attempt to comprehend his work as a totality.”

১৯১২ ‘গীতাঞ্জলী’ আর ১৯১০ গোরা সমসাময়িক কালের এক বিস্তৃত পটভূমি তৈরী করে দেয় আর রবীন্দ্রনাথ কে প্রতিষ্ঠা করে কালদ্রষ্টা হিসেবে।

তারপর থেকে ১৯২৫ পর্যন্ত সময়ে ছিল রাবীন্দ্রিক সমপ্রেক্ষিতা ছিল এক রকম অবিসংবাদিত। অচিন্ত্য কুমার সেনগুপ্তের কল্লোল পত্রিকার ছত্রছায়ায় কল্লোলযুগের কবিরা প্রথম সোচ্চার হলেন সাহিত্যে রাবীন্দ্রিক আবেশের মুখমুখি দাঁড়িয়ে। পরিবর্তনের স্রোত প্রবল ভাবে দুকুল ছাপিয়ে জন্ম দিল এক সমান্তরাল ধারার । যে মনীষা বাংলা সাহিত্যে তাঁদের বিশেষ স্বতন্ত্রতার ছাপ রাখেন তাঁদের মধ্যে কাজী নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার, অচিন্তকুমার সেনগুপ্ত, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র প্রমুখ ছিলেন প্রথম সারিতে। লক্ষনীয় ভাবে পুরো প্রতিবাদী আন্দোলনটি বাস্তবে ছিল রবীন্দ্রনাথের একছত্র প্রভাবকে অস্বীকার করে বাংলা সাহিত্যে এক নতুন যুগের সুচনা করা । মনে হয়েছিল যে কল্লোল পরবর্তী যুগ সত্যিই এক আলাদা ধারা তৈরিতে সক্ষম হবে। আপতঃ দৃষ্টিতে তাই মনে হলেও ১৯৫০ এর পর থেকে আবার শিথিল হতে থাকে পরিবর্তনের ওই স্রোত। অথচ সাবলীল গতিতে লক্ষ্যে অলক্ষ্যে প্রবাহমান থেকেছে রাবীন্দ্রিক সাহিত্য ও দর্শনের ধারাপ্রবাহ একরকম সময়ের যতি চিহ্ন অগ্রাহ্য করেই ।

রবীন্দ্র সাহিত্য ও দর্শনের প্রভাব আজও বাংলা সাহিত্যে একটি বিশেষ পরিলক্ষিত ধারা বলা যেতে পারে সমকালীন ধ্রুবক।

রবীন্দ্রনাথ তাঁর উৎসর্গ (১২) তে বলেনঃ
“আমি বিপুল কিরণে ভুবন করি যে আলো
তবু শিশির টুকুরে ধরা দিতে পারি
বাসিতে পারি যে ভালো...”

মনে হয় কবিতায় নিজের অজান্তেই নিজেকে বিবৃত করেছেন এভাবে আর হয়ে উঠেছেন চিরকালীন সমকালীন ।

****

মুক্তপদ্য - ইন্দ্রনীল

0 কমেন্টস্
প্রবলেম নেটওয়ার্কে
ইন্দ্রনীল


অস্পষ্ট কথাগুলো, প্রবলেম নেটওয়ার্কে। মাঝেমধ্যে হ্যালো হ্যালো ,নরম সুর কেটে কেটে । ভোঁ ভোঁ শব্দে , তমসাচ্ছন্ন। জীবন টা যদিও বা। আধভাঙ্গা শব্দে জ্বালা করছে। শুনছি চুপচাপ অন্যমনস্ক। গ্রীক মিথলোজি ঘেঁটেছি। প্যারিসের মতো পারতাম যদি হেলেন কে পটাতে ? না না আকিলিস ই বেশি ভালো। শরীরের সাথে মন টা এলো মেলো, প্যারিসের সুর বাজে কানে।

"হলো কি, শুনতে পাচ্ছ?" তিক্ততা চলেছে ই বেড়ে , বহুদিন ধরে। শরীরের নেশায় ভীষণ লজ্জা ওর। চাই না আমি ও । ক্যানসেল টিকিটগুলো বিছানাতে। দীঘায় পারতাম , কটা দিন কাটাতে। যাক হলোই ভালো।

রেজিস্ট্রির কথা প্রতিদিন ঘোরায়। আর ভালো লাগা নেই হয়তো। বছর দশেক আগের, কলেজের তসলীমা, ছিল ভালো লাগা , অন্য এক টান,হয়তো ইতিহাস বলে মুছে গেছে সেসব। পাল্টেছে সব । লজ্জায় ভেসে চলেছে বৈরাগ্য । নেই শোনার ইচ্ছে । ভেসেছে দূর দূরান্তের ইতিহাস । আমাদের ইতিহাস ।

ওকে নিয়ে তখন লিখেছি কত। লতাপাতা স্পর্শ করে যেতো ওর গা। তবে ইচ্ছে করে না আজ। স্রেফ ইচ্ছে নেই।

কোলাহল কমেছে । খালি খালি কানটা । হলো কি? রেখে দিলো ফোনটা? না না প্রবলেম নেটওয়ার্কে !

মুক্তপদ্য - সিপাহী রেজা

0 কমেন্টস্
মানব পাখি
সিপাহী রেজা


ওটার পাখি পাখি মন । কোথাও গ্রীষ্মের শেষে , কোথায় বৃষ্টির দেশে , কোথাও ঝুম রোদের বেশে উবে যায় পৌষের মত ! পাখিটার প্রায়ই ঠাণ্ডা লাগে , কুয়াশায় হাঁচি আসে , জ্বরের ঘোরে আগুনতা পায়, কখনো উতরায় – ডিঙায় । পাখিটার পালক মরে গেছে , শরীর ফাঁপাটে , নখে কিছু রঙিন ক্ষতের ব্যবস্থাপত্র । হঠাৎ খুব চড়া দামে চলে গেলে দ্রুতগামী পালস্ , সে সব গুনতে গিয়ে টের পাই হাতে আঙুলের সংখ্যা কম ! তবুও পাখিটা কোমায় আছে ভেবে কোন মতে দাঁড়ায় , সবটুকু মরে গিয়ে বেঁচে যাওয়া ডানাদুটো এখনো যেন উড়ে যাওয়ার কথা কয় ...

কবিতা - রণদেব দাশগুপ্ত

3 কমেন্টস্
অন্যমনা
রণদেব দাশগুপ্ত


সারাটা দিন বৃষ্টিহীন
ঘিরেছে আজ যাকে-
অন্যমনা, তোমার ছায়া
পাঠালে না তো তাকে |
রৌদ্র জাগে আকাশঘরে
মেঘের জানালাতে-
অন্যমনা, হয়নি দেখা
আজকে তোমার সাথে |
ফিরেছে সব নদীর স্রোত
গোধূলি আহ্লাদে ;
পথের পাশে জেগেছে চড়া
সেথা কে ঘর বাঁধে ?
ব্যথাকে চেপে ছেলেটি তাই হৃদয়ে হাত রাখে-
অন্যমনা, তোমার চিঠি পাঠালে না তো তাকে ||

কবিতা - মৌ দাশগুপ্তা

0 কমেন্টস্
আমি কবি
মৌ দাশগুপ্তা


আমি সাদা পাতায় কালো অক্ষর সাজিয়ে কবিতা কোনোদিন লিখিনি ,
শুধু অলস চোখে নিরিবিলিতে দেখে গেছি একের পর এক কবিতার জন্ম।
মনে মনে টুকে রেখেছি তাদের উৎস, উপক্রমনিকা থেকে উপসংহার।

ঘাসে পাতায় ধানের শীষের ওপর শিশিরফোঁটার শব্দ বুকে নিয়ে সেজে ওঠা
সোনালী রূপোলী সকালটা নিজেই তো ঠিক যেন-
প্রেমে - অপ্রেমে....প্রত্যাশায় মাখামাখি হয়ে লাবণ্যময়ী একটা কবিতা।

ভরন্ত বেলার,নীল আকাশে ফুটে থাকা গোছাগোছা প্রতিবাদী লাল পলাশ,
রক্তলাল শিমূল,ঠিক যেন, প্রজন্ম চত্বরের হাওয়ায় দোদুলদোলা
আগুনসেঁকা ফাগুনে কবিতার মুখপত্র।

কিংবা, মরা নদীর,বন্ধ কারখানার,খরা-অনাবৃষ্টির গল্প বলতে বলতে ঢুলে পড়া,
একটা গোটা ঝিমোনো দুপুর,যেন মনের নিভৃতে আদরে রাখা চুপবাঁশি-
মনের খোলাপাতার মনখারাপের নিরাকার কবিতা ।

যখন পাখীর ডানার আলতো ছোঁয়ায় মৌরির ফুল নীরবে ঝরে পড়ে,
শূণ্যক্ষেত, মৃত কয়লাখনি পেরিয়ে দিনের আলো দিগন্তের দিকে যাত্রা করে,
সেই অবসন্ন বিকালের মুগ্ধ-করা নীরব সুখ যেন এক ভালোবাসার কবিতা ।

আবার যখন শাঁখের আওয়াজ ছড়িয়ে পড়ে সন্ধ্যায় নদীরঢেউ ছুঁয়ে
থের বাঁকের প্রাচীন গাছের গুঁড়িতে জমে ওঠা পরগাছায়,
চোখের সামনের স্তব্ধ রূপকথা যেন মনভোলানো এক কবিতা ।

আকাশভরা তারা দেখতে দেখতে যখন রাত গভীর হয়,
চুপিসারে যৌবনবতী আঁধার রূপবতী হয় নিয়ন আলোয়.....
তখনই জন্ম নেয় রাত্রির বুকে জীবনের গানগাওয়া কবিতা ।

আমি এক অনামা কবি একা সেইসব কবিতাদের খুঁজে নিতে
ন্তহীন পথে ঠিকানাবিহীন লেফাফা নিয়ে হেঁটে বেড়াই
সূর্য্যোদয় থেকে সূর্য্যাস্ত, কিংবা সূর্য্যাস্ত থেকে সূর্য্যোদয়,নিরন্তর,জীবনভর।।

কবিতা - সর্বজিৎ সরকার

0 কমেন্টস্
জীবনসঙ্গী
সর্বজিৎ সরকার


আমার ঘরে-বাইরে তোমার নিত্য যাওয়া-আসা,
তোমার জন্য রাজা সাজা আজ;
তোমার কথায় রক্তকরবী কে -
একটু একটু করে ভালোবাসা!
জন্মের শুভক্ষণ-কে চিনিয়েছিলে তুমি,
ঝড়-কে মিথ্যে সাজিয়ে সোনার তরী তে ভাসিয়েছিলে আমায়;
আমি মারের সাগর পাড়ি দিয়েছিলাম।
তোমার চোখ দিয়ে অন্ধকারের রূপ দেখেছিলাম,
হিয়ার মাঝে লুকানো প্রেমকে এক নিমেষে অনুভব-
তাও তো শুধু তোমার প্রেরনা-তেই!
আমার ছোট-বড়ো 'আমি'গুলো তোমার পথেই হেঁটে চলে,
আমার পরাণ তোমার ভাষাতেই তার প্রেমের কথা বলে।
আমার নিঃস্তব্ধতার মাঝে সঙ্গী কেবল ই তুমি,
আমার আনন্দ কে ভাগ করে নাও সেই তুমি!
তোমার নির্দেশনার মঞ্চে-
আমি যেন নাটক করে চলেছি তোমার সৄষ্ট চরিত্রে!
তুমি থেকো আমার সাথেই;
তোমার সাথেই বেঁধেছি সূত্র জীবনের সুরেতেই,
মোর দেবতা,তুমি থেকো আমার সাথেই।

কবিতা - সায়ক চক্রবর্তী

0 কমেন্টস্
যান্ত্রিক
সায়ক চক্রবর্তী


গড়িয়ে যাচ্ছে তারিখ – দিনরাত ফাঁকে গলে যাচ্ছে।
টানা দেওয়া প্রেম আছে,
ওষুধের ঘুম আছে,
আরও কিছু আছে ভেবে আমিও আছি।
কামদেব ফিতের মত জড়িয়ে... স্থবির।
যন্ত্রের যন্ত্রণা নেই –
কান্না আছে টিস্যু পেপারের গায়ে।
এলাকায় দিনরাত বোঝা দায় – চেয়ার টেবিলে ঋতু ভ্যানিস!
অবকাশে আড়মোড়া ভাঙতে ভয় –
যদি ডায়ালের থেকে কাঁটা সরে যায় !
পাখিদের সাথে ফিরে দেখি; এগিয়ে গেছি ঘড়ির আগে।

কবিতা - মেঘবালিকা

0 কমেন্টস্
স্বপ্নিল
মেঘবালিকা


যেমন দেখ,
পথেই দেখা সেই বাউণ্ডুলে দুরন্ত মুহূর্তের সাথে
হাত তার খালি , চোখে কিন্তু সুদূরের আহ্বান
স্বপ্ন বলে ভুল হতে পারে - এমনই তার জৌলুস ।
ভুল করলেই মরণ,
সাড়া দিলে তুমিও যাযাবর,
আর ছুঁয়ে দিলেই ' রূপকথা' ।
তেমনই ,
চলার পথে বীথির ছায়া ।
তার ফাঁক দিয়ে আকাশ যেন আরও নীল ,
পথ যেন মায়াময় ।
আকাশে দু-হাত ছড়িয়ে আবেশে গাইতেই পারো --
" আমার মুক্তি আলোয় আলোয় ..."
তারপর??
তারপর --
যদি হারিয়ে যাও ,তুমি পথিক ।
যদি ডাক দাও,তুমি ফেরিওয়ালা ।
যদি সঙ্গে নাও , সাজিয়ে রাখো --
তুমি 'স্বপ্নিল' ...তুমিই 'স্বপ্নিল'

কবিতা - সৌমালী পাল

0 কমেন্টস্
প্রতিদান
সৌমালী পাল


ভালবাসা দিয়ে পেয়েছি প্রতারণা
কর্তব্যনিষ্ঠ হয়ে কুড়িয়েছি অবিশ্বাস।
তাই হাসি মুখে সব মেনে নিয়েছি
হয়ত কখনো একটু ফেলেছি দীর্ঘশ্বাস।
বন্ধুত্বের হাত বারিয়ে কতজনে
রাখেনি বন্ধুত্বের একটুও মর্যাদা
মান, হুঁশহীন মানুষের কাছে
এর থেকে বেশি কি করা যায় আশা?

কবিতা - বনী ইসরাইল

0 কমেন্টস্
এখানে এখনো আগুন জ্বলে
বনী ইসরাইল


বেঁচে থাকতে স্বপ্ন লাগে না ... চাই দারুণ একটা ঘৃণা,
স্বপ্নের মত কাপুরুষ একটা সমাজ আমি চাই না।
চাই ঘৃণায় ঘৃণায় ভরে যাবে এক একটি রাজপথ,
তোমাদের ফেলে যাওয়া গণতন্ত্র।
ডাস্টবিনে পড়ে থাকবে সেই অন্ধ রাজার পুরোহিত দল,
যাদের করতলে একদিন কৃষকের লাশ গন্ধ ছড়িয়েছিল,
ভিখারির নোংরা বস্ত্রে নেমে এসেছিল চাবুকের ঝড়।
আমি ভুলিনি সেই সব মরা লাশের পরিচয়,
যেখানে রক্তের চেয়ে অনেকটা চুইয়ে পরেছে বঞ্চিত ঘৃণা,
অন্যায়ের কাছে মাথা নত মরচে পরা সূর্য,
আগুনের ভিতর ছুঁড়ে ফেলা আগামীর কন্যা সন্তান.........।।

আমি গুণে রেখেছি এক একটি কুকুরের লেজ,
মুখের ভিতর ক'টি দাঁত,নখের দৈর্ঘ্য,প্রস্থ,বিচরণ।
আমি চাই রাজার সিংহাসন ঝুলে থাকবে কষাইখানায়,
তাহাঁদের প্রিয়তমা নারীরা সম্ভ্রম হারাচ্ছে শুঁড়িখানায়।
আমি শুনতে চাই একজন কৃষকের বিদ্রোহ
একজন শ্রমিকের চোখ টকটকে লাল,জোতদারের গোলায়
আগুনে পুড়ছে সেই সব সামন্ত প্রভুরা।
দেখতে চাই ধানের জমিতে জন্ম নিচ্ছে আগামীর সন্তান
আর তাঁদের জন্য কাস্তের পরিবর্তে দারুণ সব আগ্নেয়াস্ত্র......।।

কবিতা - আকাশ দত্ত

0 কমেন্টস্
বধূ
আকাশ দত্ত


কি ভাবো তুমি আমায় ?
আমিও ডুব দিতে পারি নীলজলে
সমুদ্র সেচে আনতে পারি পোয়াতি ঝিনুক
দক্ষ ডুবুরীর মত ।
সিজারের নিথর প্রাণে জ্বালিয়ে ক্লিওপেট্রার আগুন
স্বৈরাচারী হতে পারি নির্লজ্জ আহ্লাদে...

সেদিন তোমার যে হাসনুহানা বুকে
খুব করে এঁকেছিলাম
একরাশ শরতের মেঘ
আজ সেখানে সাগর ওলটানো নৌকা
আর কিছুটা বিক্ষিপ্ত সময়
মুচকি হাসে দাঁত বের করে ;
আমি এখন ফিরে যাবো সেই দলে
মোমবাতি জ্বালাবো চকমকি ঠুকে....

তোমার জটিল উপপাদ্য
এখনও আমার অতীত খোঁজে
অনেকগুলো বৃষ্টির পরও
সমুদ্র খেতে চায়..

আজ আমি
অনেকটা আকাশ হয়ে ভিজবো
তোমার কাঁপা কাঁপা ভৈরবীতে
সুযোগ দিলাম..
যা ইচ্ছে করতে পারো !

আজ রাতে
তুমি ডোরাকাটা শাড়ী পড়ে থেকো
যখন চাঁদ ডুববে, চিন্তা কোর না
ডুবে ডুবে জল খাওয়া
আমার পুরনো অভ্যাস ।

অনুভূতি বজীয়ে রাখার জন্য
তোমার নিকনো উঠানে
আবার না হয় মাংসাশী হবো ।

কবিতা - কচি রেজা

0 কমেন্টস্
ঘুম
কচি রেজা


ঘুমগুলো নিয়ে নাও, নাহয় ঘুমের ট্রাম এলে দিয়ে আসব নিজেই
মহাদেশের সব ঘুম কেন যে এক ই সাথে না হয়ে
এমন ভিন্ন

একফোঁটা চোখ তার পাতাদুটো খুলে রাখতে না পেরে মিশে যায়
গ্রীষ্মপ্রধান এই রাজধানীতে

চশমাময় অন্ধের কাচচোখে
অবিরাম অপমান সয়ে
কারো মহার্ঘতা আন্তরিক ধ্বংসে নতুন আঙ্গিকে আবার গড়ে তোলে
গ্রীবার ভঙ্গি,

এই প্রাপ্তি আমি বেদনার্ত ধারায় ভেবেছি রক্তের প্লাজমা
ঘুমগুলো আমি নিজেই ছুঁড়ে দেব, নইলে তুলে ফেলবো চোখ

কবিতা - তপব্রত মুখার্জী

0 কমেন্টস্
যাওয়াটাই দেখেছ শুধু? তপব্রত মুখার্জী

যাওয়াটাই দেখেছ শুধু?

বাকি যে পথ বেয়ে ফিরে গেছে আমাদের নাম,
ক্লান্তিহীন অভিলাষ ছুঁয়ে বয়ে গেছে শ্বাস, ঘুম-জ্বর, স্বপ্নমেঘ যত :
কিছুই দেখনি কি?

আমাদের থেমে থাকা ছিল, একসাথে ফেরার শব্দেরা,প্রবহমান...

দিন চলে গেলে পথ পড়ে নেয় কিছু আলোক-বিষাদ--

একা একা পার হয়ে যাওয়া হাত বহুদিন আবছায়া খুঁজে গেছে চরাচর
যে পারের ঠিকানায় শিশিরের ডাক...

কিছুই শোননি তুমি?

যাওয়াটাই দেখেছ শুধু?... ফেরা-টা
কখনোই দেখো নি?

কবিতা - মামনি দত্ত

0 কমেন্টস্
কাম্য
মামনি দত্ত


ধান শীষের মায়া তে টালমাটাল শিশির,
হেমন্ত সন্ধ্যা বুকে নিয়ে বৃষ্টিভেজা পাখি
উড়ে যাওয়া ডানার গোপনে বন্ধ রাখে।

অথচ ধূসর বেলা জানালায় দাঁড়ালে
আমার গোপন যন্ত্রণা তিলোত্তমা হয়ে ওঠে,

অনেক গুলো বর্ষা ভেঙে ও একটা শিশির পাইনি-
যা মেহেন্দি রং এর উত্তাপে সহ্য করে মৃত্যু শীতলতা,
যা পূর্ণ অক্ষরমালা ছিঁড়ে ছিঁড়ে মাটিতে মিলিয়ে দিলে
আমার নির্বাসন সামান্তরিক রেখায় নিবিড় ক্রমশ,
যা কোনদিন পুনর্জন্ম টেনে আনবে- অন্ধকার আঙ্গুল পরিমাপে।

অথচ কোন এক টুপটাপ সময় এককালে জমিয়ে রেখেছিল
চতুর স্পর্ধা, রন্ধ্রে রন্ধ্রে হানা দেওয়ার বে-লাগাম তূরীয় উল্লাস,
জীবন, যৌবন, স্বপ্ন নীল অক্ষরে থমকে পৃথিবীর শেষতম দ্বীপে।

স্রেফ মৃত্যুর তাগিদে একটা শিশির তন্নতন্ন করে খুঁজি
সেই আনমনা শিশির ,যার ছুঁয়ে যাওয়াতেই শিহরিত হবো
বিজন চিতানলে - বুকের নিপাট গভীরে।।

কবিতা - তন্ময় ভট্টাচার্য

0 কমেন্টস্
দেড় বছর ধরে
তন্ময় ভট্টাচার্য



(১)
কোনোদিন পাশে বসে জোনাকিরা জিজ্ঞাসা করেনি
ভালো আছি কিনা!
আমি জানি একা থাকা মানে কি...
খুব রাতে ছুটে আসা ক্লান্তির মতো
পৃথিবীকে কাঁধে নিয়ে চলেছি...
অথবা কাঁধেই চেপে চলেছি...
বহুদূর...দলছুট...
নির্ঝঞ্ঝাট এই অন্য মেঘের দেশে
সব এক...তবু যেন আলাদা...

পোড়া দেহে ভালোবাসা পোড়েনি।


(২)
যদিও অন্যভাবে,অভ্যেসে সবকিছু পারা যায়।
দশমাস নাড়ি বেঁধে যে আগুন বড়ো করে তুলেছি,
তাতে উত্তাপ নেবো...এর চেয়ে বড়ো কিছু
আছে কি?
যেদিন সময় হলো,সে আগুনে ধর্মতঃ
ছাড়াছাড়ি...লোকে ভাবে বৃষ্টি...
সেদিনও কান্না ছিলো...একলা বাঁচার ভয়...
তবুও ঠিকানা লিখে যাইনি...ইচ্ছে করেই...

ভালোবাসি,তা বলে তো এইভাবে তোকে কাছে চাইনি!

কবিতা - রত্নদীপা দে ঘোষ

1 কমেন্টস্
বলিতে ব্যাকুল
রত্নদীপা দে ঘোষ


রঙধরা তুষ আদল । কতোটা আগুনযাপন হলে তুমি প্রিয় ..
মূর্ত থেকে বিমূর্তের বিজন কুহুপ্রদেশের অপাপ
নক্ষত্র বলতে আকাশের মেথিতারা
তুমি বলতেও পরাগের চিক ...

রাইনক্সা পায়ে পায়ে । অলঙ্কার ফেরত বিরহ ঝুঁকে সানাই
... দেরীতে ওঠা কিংখাব । আঙ্গুল জড়িয়ে নৌগ্রস্ত অস্ফুট
তোমার সায়রে নীল ... পাখিভাঙা ঢল বিভোর পালক ...

আমিও হরিণীবিষাদ ...ঘোর ভেঙে উঠেছি সবেমাত্র ...

কবিতা - ইন্দ্রাণী সরকার

2 কমেন্টস্
সাধ
ইন্দ্রাণী সরকার


এই সুন্দর স্বর্ণালী সকালে এখন
আকাশে হালকা কিছু মেঘের দেখা,
গাছে গাছে লাল হলদের ছোঁওয়া
তারি মাঝে পথ চলে আঁকাবাঁকা |
দূর হতে শুনি পাখির কুহু কূজন
মনকে দেয় শুধু মোর মাতিয়ে,
অদূরে সমুদ্রের ঢেউয়ের পর ঢেউ
বালির বুকেতে পড়ে আছড়িয়ে |
আকাশ চিরে বলাকার দল
মেঘের বুকে নকশা এঁকে দেয়,
সবুজ ঘাসের 'পরে শিশিরকণায়
রামধনু রঙ আলোয় ঝলসায় |
মেঘেদের সাথে চলে যেতে চাই
অনেক দূরের আকাশ পেরিয়ে,
পাখিদের সাথে উড়ে যেতে চাই
সব বাঁধনের সীমানা ছাড়িয়ে ||

কবিতা - শঙ্কর চক্রবর্তী

0 কমেন্টস্
অন্ধকার
শঙ্কর চক্রবর্তী


অন্ধকার গাঢ় হলে জেগে ওঠে মানুষের গোপন স্বভাব
অন্ধকার গাঢ় হলে সরে যায় আমাদের সমস্ত আড়াল।
সারাদিন যে মেয়েটি নিজেকে পবিত্র রাখে
নিষ্পাপ শাড়ির আড়ালে -
অন্ধকার গাঢ় হলে , সে আমার ঘরে আসে -
নিজ হাতে খুলে ফেলে বুকের বোতাম।
সুগন্ধি বকুলও জানে , অন্ধকার ঘুচে যায়
প্রেমিকা ও বেশ্যার সমস্ত ফারাক ।
গৃহস্থ বাড়ির বউ মাঝ রাতে টের পায়,
সহবাস ও ধর্ষণ একাকার হয়ে গেছে
রাত্রির গভীরে ।
অন্ধকারে পাশাপাশি শুয়ে থাকে খুনি ও প্রেমিক।
নির্জন রাস্তার ধারে পরস্পর চুমু খায় মাতাল ও কুকুর।
অন্ধকারে একবার নিজেকেই দেখে নেয় প্রত্যেক পুরুষ,
অন্ধকারে একবার নিজেকেই দেখে নেয় প্রত্যেক রমণী
অন্ধকার গাঢ় হলে বোঝা যায় নগ্নতার সঠিক রহস্য -
ভগবান ও সয়তান একসাথে হেসে ওঠে
অন্ধকার আকাশের নিচে।

কবিতা - হাসান রোবায়েত

0 কমেন্টস্
আয়না
হাসান রোবায়েত


যেন ফুল পেরুলেই বেজে উঠবে ঘ্রাণ
দূরের শবনমে

বৃষ্টির বোঁটায় পাখিটা ফেলে যাচ্ছে সেই
গভীর জলের দাগ

শুকনো ছাদের মায়া

বৃষ্টিতে জলের গন্ধ নেই
সব জেঠিমাই, দুপুরের ভান ধরে মেলে দেন কুয়োতলা

আয়না খোলার স্নান

কবিতা - মুনমুন দাশগুপ্ত

0 কমেন্টস্
ফসিল
মুনমুন দাশগুপ্ত


আমার পাড়ার নির্জন গলি ধরে
রোজের গোধূলি আলো ,
অসহ্য শুদ্ধিতায় , নির্মম হয়
রাতের কারুশিল্পে ।
কবিতার দিকে চোখ ফিরিয়ে ,
মনে হয়
আলোর মুক্তি অন্ধকারে ?
নাকি... অন্ধকার শুধুই অতিথি সম্বল
এক একটা মুহূর্তের ঋণের বোঝা
রোজ বয়ে নিয়ে চলে , তোমার , আমার
সবার কবিতা ।
জন্মান্তর বা মৃত্যুর আরাধনা
যে কোন একটা কে বাছতে হবে,
বিগতযৌবনা রাতের ।
উঁচু , নিচু ভাঙনগুলো , পিঁপড়ের ডানার
মতো
ভাঙছে , মরছে , উলটেও যাচ্ছে ।
জানালার বাইরে সিঁধেল চোরের মত
ঘাপটি মেরে বসে , আগামী রাতগুলো
অপেক্ষায় ।
ঈশ্বরের মত ফসিল জীবনেও
ধীরে ধীরে রাত নেমে আসে ,
খাতার পাতায়...
একটু বেঁচে থাকার জন্য... ।

কবিতা - কামরুল হাসান মামুন

0 কমেন্টস্
আবোল - তাবোল
কামরুল হাসান মামুন



এমন কোন দৈববাণী উচ্চারিত হয়নি- যা
মৃত্যু আর খুনের তফাৎ ঘোচাবে ।
এমন কোন সংবিধান ঘোষিত নয়- যা
জন্মের অধিকার হরণ করে ।
কোন সে কু-চক্রী প্রথম দিয়েছে ভাগ্যলিপির দায় ?

সপ্তম রাত্রি পরে ফের জেগে উঠে-
আহ, দুঃস্বপ্নের রেখাপাত হল বুঝি !
না- কথাটা একটু পরেই বলব -
উচ্ছ্বাস আর বিষাদ দুই-ই নিজস্ব অধিকার ।
যদিও ‘অধিকার’ শব্দটি যথেষ্ট আপত্তিকর !
সে কি পেরেছে বাসনার রাহুমুক্তি ? পারবে ?

জীবনের বাণিজ্য-করন শেষে
কিছু প্রশ্ন উঠে এলে কবিতার খাতায় -
আহ, তৃপ্তির ঢেঁকুর উঠে মনে !
শিশু-বেলার বর্ণমালা ইষ্ট ওয়েস্ট ঘুরে
মায়ের দুপুর বেলার কড়াইয়ে ফ্রাই হতে দেখি ।
একজন কবির আমিত্বের স্বপ্ন
পিষ্ট হয় বাবার অস্থির পায়চারীতে ।

মাসিক মাইনে হতে কাটা ইনকাম ট্যাক্স -
বিদ্যুতের বিল কিংবা সেতুর টোল নিশ্চিত করে কি ?
না- না- না- এসব একজন কবির ভাববার কথা নয় !
সপ্তম রাত্রি শেষে এভাবেই কবিতাকে জীবনে বিলীন হতে দেখি ।

কবিতা - অনন্যা ব্যানার্জী

0 কমেন্টস্
তৃষ্ণা
অনন্যা ব্যানার্জী


এভাবে আর কত লুকাবে মেঘের আড়ালে ?
মেঘের আড়াল থেকেও যে
চাঁদ উঁকি দেয় হৃদয়ের অভ্যন্তরে
তা কি তোমার অজানা ?
মেঘের আঁধার ভেদ করেও যে
আকাশে ভরা যৌবন আসে ,
রুপোলী চন্দ্রিমায় উত্তাল হয় ভরা গাঙ -
সে কি নিছক ই তোমার কাছে কথকতা ?

এভাবে কত দিন ই বা
নিছক ই খেলার ছলে
প্রেমে ভাসাবে আমায় ?
কণ্ঠের উত্তপ্ত নালী থেকে শোষণ করে নেবে
হৃদয়ের সকল প্রেমসুধা ?
আর তৃষ্ণার্ত আমায়
শব্দের প্রলোভনে মাতিয়ে রাখবে
সারা রাত জুড়ে -
ভাসিয়ে দেবে অধরা চুম্বনের গোপন বিলাসে ?
শেষ প্রহরে
চাতক পাখির তৃষ্ণায়
দিয়ে যাবে কয়েক ফোঁটা লোনা জল –

ঠিক এভাবেই বলতে পারো -
আর কতদিন , কতভাবে
রয়ে যাবে আমার সীমার বাহিরে ?
তোমাকে যে পেতে চাই প্রেম
হৃদয়ের মহাকাশ জুড়ে ,
আগুন স্পর্শের তীব্র দহনে
নিজেকে ছারখার করে
দিয়ে যেতে চাই হৃদয় নিঃশেষিত প্রেমের নির্যাস ,
আর দীর্ঘদিনের সঞ্চিত
প্রেমের মাধুর্যে ভরা কিছু স্বপ্ন ...||

কবিতা - মোহাম্মদ আন্ওয়ারুল কবীর

0 কমেন্টস্
মৃত্তিকা ঋণ
মোহাম্মদ আন্ওয়ারুল কবীর


মৃত্তিকার কাছে আমার যত ঋণ
শোধাতে কি পারি !
মনু নদী আজো তোলে ধ্বনি কুলুকুলু
তীরে পোঁতা নাড়ি জানে কাহন
মা ও মাটির মায়ায় ছড়িয়েছি শেকড় ।

শ্মশানঘাটে পোড়ে মড়া, ছাই হয়ে উড়ে দেহ
জন্মস্মারক নাভি থেকে যায় তবু
মমতায় পলিমাটি তোলে নেয় কোলে।

দেনায় দেনায় বাড়ে শুধু দেনা ।
মৃত্তিকা, নিশ্চিত জানি আমি
সহসাই ফুরোবে এই দিন -
মাটির পুতুল মাটিতে যায় মি
একদিন আমিও হয়ে যাব মৃত্তিকা
ফলাবো ফসল।

মৃত্তিকার কাছে মৃত্তিকা তবু থাকে ঋণী ।

কবিতা - প্রিতম ভট্টাচার্য

0 কমেন্টস্
কথা
প্রিতম ভট্টাচার্য


কিছু কথা বলা যায় আবেগ নির্ভর,
কিছু কথা বুকে বিঁধে আয়ুক্ষয় করে।
অধিকারে ডানা পেয়ে সব পাখি ওড়েনা আকাশে।
আবার এমনও হয়,
ডানাহীন প্রাণীরাও উড়ে যায় সুদূর আকাশে
যেখানে অনেক পাখি যায়নি কখনও।

# # #

মেদ- মাংস মেধার আশ্রয়
নাকি মেধা থাকে অমলিন!
কঠিন প্রশ্নের কাছে গচ্ছিত ফিরে আসি
কসাইখানায়, ঝুরঝুর উড়ে যায় পাখনা রঙিন
শীতের বৃক্ষ থেকে ঝরে পড়া পাতা উষ্মাবিহীন
আমি যেন পড়ে আছি মাংস বিছিয়ে,
খসানো পাখনারা যেন আমারই প্রত্যয় অপ্রকাশিত কথা।

কবিতা - অনীক মাহমুদ

1 কমেন্টস্
দহন
অনীক মাহমুদ


বার্ষিক সাংস্কৃতিক উৎসবে তোমার অংশটি ছিলো সনাতন রমণীর,
তোমার আটপৌরে শাড়ী,
কুলোয় রাখা পিদিম,
চুল ছড়িয়ে আনাড়ি হাতে মাখা সিঁদুর,
অজস্র সময় বয়ে যাচ্ছে চোখে চোখে,
উৎকর্ণ কানটি পেতে ঠায় দাঁড়িয়ে আছি মিনিট পনেরো,
স্টেজের পেছনটা তখন অন্ধকার,
ভ্যাপসা কাঠের গন্ধ,
আচমকা মিনতি করলে, ‘জ্বালিয়ে দেবে?
অন্ধকারে অস্বস্তি হচ্ছে’,
আমি বললাম, এখনি?
তুমি বললে ‘হু’,
আমার ঠোঁটের কোণে তখন কপট হাসি,
এরকম হিরণ্ময় নির্জনতা!
‘আর একটু কাছে এসে দাঁড়াবে?’
তুমি হাত ছাড়িয়ে বললে ‘অসভ্য’,
সেই অডিটোরিয়াম, পর্দার ওপাশে তীব্র হাততালি হই হল্লা ছাপিয়ে
কোনও ধুলোমুঠি আলো,
আমার হাতে দপ করে জ্বলে ওঠা দেশলাই,
অন্তরীক্ষের ছায়ায় কাঁপছে তোমার ঘামে ভেজা মুখ,
অমন চিমটে টেনে বের করা লুব্ধক,
চোখের মণিতে তোমার কত উৎকণ্ঠা!
‘দ্যাখো, ধরা হয়েছে ঠিকমত?
আর শাড়ীটা?’
কোনোদিন স্বর্গ দেখিনি,
তবু ঠিক চিনেছিলাম
সেই একান্ত সন্ধ্যেয় তোমার দেবীমূর্তি,
সামান্য আগুনের এতখানি সম্রাটত্ত্ব!
স্থাণুর মত দাঁড়িয়ে আমার বুক কেঁপে উঠেছিলো…
আমি ঠিক জানিনা এখন অন্ধকার দেখে
তোমার আর মামুলী দেশলাইয়ের প্রয়োজন পড়ে কিনা,
পৃথিবীর কোনও অপরিচিত বিছানায়,
হয়ত এখন তোমার ঊরুসন্ধিতে রোজ ঝলমল করে জ্বলে ওঠে জ্যোৎস্না,
আমার কথা তোমার আর মনেও পড়েনা,
আমি কিন্তু সেই আগুনটুকু আমার বুকপকেটে রেখে দিয়েছি,
কেউ জানেনা,
খুব গোপনে,
অন্ধকার এলে টের পাই,
গোপন সলতে জ্বলে……।

কবিতা - শাকিলা তুবা

0 কমেন্টস্
উড়োবন্দর
শাকিলা তুবা


যে গভীর ভালবাসার কাছে পরাজিত তুমি
তার রূপান্তরে আত্মকথক কেবল তুমিই হতে পার
আফ্রিকান নারী গেয়ে ওঠো,
‘মালাইকা, নাকু পেন্ডা মালাইকা’
দেবদূত তোমাকে আমি ভালবাসি—

ব্যাঙ কোলে নিয়ে ম্রিরিডা কবিতা লিখবে,
সৈনিক, তুমি কি দ্যাখোনি আমার ঘৃণা?
বাংলার ঘরে যত কালো ফুল আছে
শক্তভাবে মাটিতে পা গেঁথে দাঁড়াবে
ভালবাসবে, সবাই দেবদূত ভালবাসবে।

লেখাগুলো পিছলে যাবে, যেন তেলতেলে জল
কবির জানালায় রয়ে যাবে মুগ্ধতা
লেজ নাচানো ফিঙে দেখে দেবদূত পুষবার বাসনা জাগবে মনে
জিবুতি বন্দরের খোদাই করা আফ্রিকান নারী
ভালবাসাজনিত রোগে আরো এক পা এগিয়ে নেবে।

কবিতা - পৃথা রায় চৌধুরী

0 কমেন্টস্
চাঁদ পুড়ে যায়
পৃথা রায় চৌধুরী



বলতে আর দ্বিধা নেই
তোমাকে সবটুকু দিয়ে ভালবেসেছি
তুমিও বেসেছ জানি
সেদিন, যেদিন টালিগঞ্জ মেট্রোর সামনে
এক দেখায় চিনে নিলাম
একে অপরকে;
তারপর ইলশেগুঁড়ির নিচে পাশাপাশি হেঁটে
অনেকটা পথ পার হয়েও
দেখি ক্লান্তি নেই।

বারেবারে আঙুল ছুঁতে চেয়ে
নিজেকে দূরে সরিয়েছি
ভেবেছি ছোঁব আরেক দিন,
অন্য দিন।

ইচ্ছেদানি ভর্তি করে সাজালাম
আতর মাখিয়ে ইচ্ছেকুঁড়ি যত
বিরহী মিলনবেলায় সুখের অপূর্ণতা
কেটেছিল আগুনপাখির ডানায় ভর করে;

সুপুরিগাছের ওপর চাঁদ
পাতার উপশিরা বেয়ে
টুপটাপ জ্যোৎস্নাকুচি পাঠিয়েছিল
ধারা হয়ে মিশে গেছে তারা সব
মধ্যবর্তী বঙ্গোপসাগরে।

ঠোঁটের ওপরের আঁচিল
আজও জ্বলে যায়
আদিম শাশ্বত ছোঁয়ায়।

কবিতা - অমিতাভ দাশ

0 কমেন্টস্
যাপিত কবিতা
অমিতাভ দাশ


(১)
দুপুরে দুটোয় হাতঘড়ি ভুল করে ঢংঢংঢং
ঘন্টা বাজালে বারো-টি...আমি থতমত খেয়ে
এলোমেলো টমেটোগুলোকে কাটি ও কচি শসা
পায়রারা উড়ে যায়, গঙ্গার ঘাটে আছিল বসা...
প্রেম ও জীবনের বেমিশেল...রঙিন স্যালাড্!

()
সাধ্যমতো কথাদেওয়া ছিলো...দ্বিভাষী নও
বলে কি পারো না, বুঝতে পারো না?
ভাষা যে আলাদা ছিল তাও তো জানিনা!
আমার আহুতিবেলায় তাই ফাঁক থেকে যায়!
সংলাপে সংলাপে কতো বিমান দুর্ঘটনা
নিজেকে রেখেছি নিভিয়ে রানওয়ে আলো
ওড়ার আকাশ সব অভিমানে কালো!

()
আরো লিখতে গেলেই মেঘ...শুধু মেঘ
পুনর্নব হবো বলে আসতে কতো চাই
শুক্লপক্ষে দ্বিতীয় তৃতীয় চতুর্থ শব্দ গুলি
বেমানান চাঁদ হয়ে বলে যায় ক্লিশে...
হয়রানি থাকে? থাকে স্বপ্নময় ছাই?
আগে তো দেখিনি? ভালবেসে?

কবিতা - অনিন্দ্য গুপ্ত

0 কমেন্টস্
আত্মকথন
অনিন্দ্য গুপ্ত


দিনবন্ধু, সরতে সরতে, ছাড়তে ছাড়তে ...... দ্যাখো
কোন খাদের কিনারে এসে দাঁড়িয়েছ ।
ঝাঁপ দেবে নাকি ?
ভেবে একবার দ্যাখোতো , এই নগণ্য গ্রাসাচ্ছাদন
আর এই মূল্যহীন প্রাণ ... জমার খাতায়
এর বেশি আর আছেটাই বা কী ?
আড় এসবও যে নেহাতই অকিঞ্চিৎকর ... জানো তাও । তবুও
কেমন গোঁয়ারগোবিন্দের মতো একবগগা দাঁড়িয়ে থাকো
ভালোবাসার উচ্ছিষ্ট আঁকড়ে ।
তোমার সারা শরীরে হাই হীলের দগদগে ঘা ...
তবু শিক্ষা হোলো না আজও ?
দীনবন্ধু , তোমার কী যন্ত্রণাবোধও নেই?
পৈত্রিক প্রাণটাও খোয়াবে নাকি এবার ?
নিজেরই রক্তমাখা জামাকে নিশান বানিয়ে
ক্যানও আজও ছুতে বেড়াও , ‘ ভালবাসি, ভালবাসি ‘ বলে ?
ক্যানও ফুসফুসের প্রতি প্রকোষ্ঠে লিখে রাখো
হারানো সেসব জনমানুষের নাম ?
চোখেও দেখনা, কুৎসার হাওয়াই আকাশে তোলে পরিচিতেরাই !
শোন দিনবন্ধু, এই আপ্তবাক্য এবার মেনে নাও ...
তুমি সবার বন্ধু হলেও , তোমার বন্ধু কেউ হবে না ...
কেউ না । কক্ষনও না । কিছুতেই না ।

এই ঘোর অবেলায় ,
কালবেলায় ... শেষবারের মতো ...
তুমি দিনবন্ধুর বন্ধু হয়ে যাও ।

কবিতা - ঝর্ণা চট্টোপাধ্যায়

0 কমেন্টস্
নিয়ম
ঝর্ণা চট্টোপাধ্যায়


বিষ্টুপদ সোরেন
তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে
থানায় হাজিরা দিতে যায়--
এটাই নাকি নিয়ম !

বিষ্টুপদর বৌ ধান ভানে,
জল তোলে,
দেয়ালে দেয় ঘুঁটে
রোদে মেলে দেওয়া তুষের ভিতর থেকে
ধান বাছে খুঁটে খুঁটে

ধানের বড় আকাল---

আকাশে মেঘ নাই
মেঘ নাইলে জল নাই,
জল নাইলে ধান নাই,
ধান নাইলে ভাত নাই...

থানার বাবুদের কাছে ধান আছে
গেল মাসে বিষ্টুপদর বড় বিটি
ওখানেই গেছে
ধানের আশায়--

যদি কিছু পায় !

তিনদিন পর খবর আসে
বড় বিটির লাশ পুকুরে ভাসে

‘হেই বাবু, দে আমার বিটি’
বিষ্টুপদ তার বৌ কে নিয়ে আছাড়ি-পিছাড়ি খায়
মারধর , মাথায় লাঠি
মকদ্দমা চলে বিষ্টুপদর নামে
বাপ নাকি বিটিকে থানার
বাবুদের হাতে দিতে চায়--!

এতবড় সাহস ! ধর ব্যাটাকে,
লাগাও হাতকড়ি !!

বড়বাবু বলে মেজকে, মেজ বলে
ছোট, আরও ছোট,ছোট...তার ছোটকে
সবাই মিলে হিঁচড়ে টেনে নিয়ে যায়

তারপর থেকে বিষ্টুপদ থানায় হাজরা দিতে যায়...
এটাই নাকি নিয়ম !

বিষ্টুপদর বৌ জল তোলে...........

কবিতা - অভিলাষা দাশগুপ্তা আদক

0 কমেন্টস্
অভিলাষা
অভিলাষা দাশগুপ্তা আদক


মনের কোনের ফল্গুতীরে
সাদা খাতায় কলো আখরে,
লিখেছিলাম প্রিয় জনের নাম।
বাতাস নিয়ে এল ধূলো,
নামটি কোথায় হারিয়ে গেল,
কবিতা আর কবির স্মৃতি সবই হারালাম।

সময়ের বালুচরে,
কপট মায়ার ওড়না ঘিরে
নামটি সেথায় উঠলো ফুটে,হাজার তারার ভীড়ে,
স্বপ্নমাখা আমার মনে,
অভিলাষা ছায় সঙ্গোপনে
শব্দেরা আলপনা আঁকে ঠোঁটের পাপড়ি জুড়ে।



কবিতা - মোঃ সরায়ার জাহান

0 কমেন্টস্
তোমার আকাশের নীল হৃদয়ে
মোঃ সরায়ার জাহান


কেশবতী কন্যা একবার এসো এই বাংলার নীলে, শুধু একবার !
দেখাব নীল আছে ঢের গঙ্গাফড়িঙ তারও বুক জুরে!
ভ্রান্তি বিলাশ মিশিয়ে সীমাহীন নীলিমায়
এখানে কিছু নেই অন্ধকার
নেই অরন্যে পন্থহীনতা
নেই স্বপ্নে কেঁপে কেঁপে ওঠা !
আছে কিছু কবিতার তীব্র আঁচ,
আঁচে ফুটতে থাকে খইয়ের মতো অন্তহীন রোদ্দুর !

কেশবতী একবার এসো, এসো এই নীল হৃদয়ে
অনেক কাল হলোতো পার
এখন নেই কোন চিহ্ন আর জীবনে,
নেই খবর কোন
টুকরো টুকরো ভেঙ্গে যাওয়া হৃদয়ের ,
দু’চোখে গভীর ঘুম তবু জেগে রই
হৃদয়ের তৃঞ্চায় নিশীথের অন্ধকারে
তৃপ্তির নেশায় আকন্ঠ করি পান
তোমারই চোখের রক্ষিত অশ্রুজল!

ও আমার প্রিয়তমা,
আর একবার এসো এই বাংলার নীলে সবুজের দেশে
আমিও রেখেছি,রেখেছি তুলে ক’ফুটা অশ্রুজল
কাঁচের ফ্রেমে বেঁধে সময় পেলে
নিয়ে যেও যুগল ঠোঁট ছুঁয়ে !

তাহলে ঠিক এনে দেব প্রিয়তমা বধু আমার,
এনে দেব গ্রীবার ছিন্ন ভিন্ন ইতিহাস
এনে দেব জনারণ্যে অতৃপ্তির জ্বালা
নির্জনতার নীল থেকে অন্তহীন হাওয়ায়
ফিরিয়ে দেব নীল সমুদ্র তোমার দু’চোখে!

শুধু একবার এসো এই বাংলার নীলে
তোমারই আকাশের নীল হৃদয়ে
দপ করে জ্বলে ওঠা হৃৎপিন্ডের জংধরা বারুদের বক্ষে ,
আর একবার ফিরে এসো প্রতীক্ষার প্রতিরোধ ভেঙ্গে
বাহু থেকে শীতের উত্তাপ নিয়ে
দু’ই উৎসুখ চোখের মিলনে ফিরে এসো প্রিয়া আমার
একাকিত্বের হাওয়ায় শিহরন জাগিয়ে
ফিরে আসার বার্তা নিয়ে এই বাংলার নীলে ,
নীল সন্ধ্যায় তোমার আকাশের নীল হৃদয়ে

কবিতা - ঋত্বিক দাশশর্মা

0 কমেন্টস্
বৈশাখ
ঋত্বিক দাশশর্মা



বৈশাখ তুমি আবার এলে,
প্রেমের বসন্ত কে সরিয়ে দিয়ে তুমি এলে,
স্নিগ্ধ আবহাওয়া কে সরিয়ে রুদ্র রুপে তুমি এলে,
সমারহে কালবৈশাখী নাম নিয়ে তোমার পরিচয় দিলে ...
জগতের দুটি স্বত্তার মধ্যে তুমি সেই যেন একটি দলে,
ফাগুনের রাঙ্গা নেশাতে যদি কোন নারীকে মেলে ...
উত্তপ্ত বাতাস হয়ে অগ্নি ঝরা গর্জনে তুমি পুরুষের রুপ নিলে !
যে সময়ের অনুভু্তি স্বপ্নিল জগতের হাতছানি এনে দিয়ে ছিলে !?
হৃদয় নিঃস্ব করে তোমার উত্তপ্ত দীর্ঘশ্বাস সেই মনের আত্মাহুতি করে দিলে !!!
গোধূলি লগণে বসন্ত ফুলের গন্ধে কত কথা কত গান রচেছিলে,
ভালোবাসা কথা দিয়ে প্রকৃতিকে নারী মন রুপে এনেছিলে,
আজ কেন দুষ্টু বালকের মত তপ্ত আকাশে ছুটে গেলে...?
চোখের নির্মল দৃষ্টি আজ শঙ্কিত চাহনিতে কেন বদলে দিলে ?