১৪ আগ, ২০১৪

রবিশঙ্কর মাজী



হে নজরুল...


হে বিদ্রোহী কবি নজরুল,
আজও শেষ হয়নি তোমার বিদ্রোহের !
হে সাম্যবাদী নজরুল,
আজও জয় হয়নি সাম্যবাদের !
আজও নব্য সাহেবের লাথি খায়কুলিরা,
আজও গাড়ি চাপা পড়ে মরে তারা !
মসজিদ্ মন্দিরের মৌলবি পূজারী,
আজো দূর দূর করে তাড়ায় ভিখারী!
চেঙ্গিস ,গজনি, মামুদ,কালাপাহাড়ের
ঘুম ভাঙেনি আজও তাদের !
আসেনি এখনও তোমার ডাকে তারা !
ভেঙে ফেলতে অন্যায় অত্যাচারের কারা !
আজও মাথার ঘোমটা ছিঁড়ে ফেলে
শিকল ভেঙে বেরিয়ে আসার চেষ্টায় নারী,
ক্রমাগত নির্যাতিত নিপীড়িত বঞ্চিত
ঝরায় অফুরান অশ্রু বারি !
ফুলে ফুলে ঢাকা তোমার কবর,
তুমি কি শুনতে পাওকবি ?
শোষিত মানুষের আর্তনাদের খবর ?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন