১৪ জুন, ২০১৩

কবিতা - চৌধুরী ফাহাদ

নজরুল স্মরণে
চৌধুরী ফাহাদ



এতোটাকাল কি করে নিরুত্তাপ থাকো
কবি, এতোটাকাল নিশ্চুপ!
কি করে নির্বাক থাকো এতোটাকাল
ছোট্ট আঁধারের ক্ষুপ!
আলোর পথে যে তুমি ছিলে নির্ভীক যাত্রী
কি করে ভালোবাসো অন্ধকার?
কখনো কি জাগে না দ্রোহের আগুন
শৃঙ্খল হারাবার?
বাঁধার আকাশে যে তুমি ছিলে ইস্পাত_
অভেদ্যবুকে দুর্বার,
কি করে থাকো নিশ্চুপ এতোটাকাল
ভালোবেসে অন্ধকার?
আলোর আকাশে সূর্য নেই আজ
চন্দ্ররেখায় বিলীন ভয়,
সাম্যের মাটিতে স্বৈর আরোহণ;
বাতাসে ভাসে মানবতার পরাজয়।
কি করে থাকো নিরুত্তাপ কবি
জড়িয়ে জড় মন-দেহ?
এতোটা ভারেও কি কাঁদে না চোখ
জাগে না বুকে দ্রোহ!
এই জলাধার লুণ্ঠিত বিচার
মুক্ত বাতাসে হাসে শকুনির দল,
শান্তির গানে আজ ভেদাভেদই প্রাণ
মননে মুখোশে ভরা সব ছল।
তুমি আমরনণ ছিলে সাম্যের জাগরণ
তোমার নামেই চর্চিত বিদ্রোহ,
সব ভুলে তুমি কি করে থাকো জড়িয়ে
সাড়েতিনহাত মাটির মোহ!
কবি, নীরবতা ছেড়ে চেয়ে দেখো
শুধু একবার মুখ তুলে স্বর খুলে হাস,
একটিবার গলা ছেড়ে গাও গান
কারাগার ভেঙ্গে আবার ভালোবাসো।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন