১৪ জুন, ২০১৩

কবিতা - অমিতাভ দাশ

ঘাসফুল-কে সহজ উচ্চারণে
অমিতাভ দাশ


(১)

সারারাত শিশির ঝরাই...মা বলতেন
সবুজ ঘাসেতে রাখলে চোখ...চোখ
ভালো থাকে...

অবিশ্বাসের মরুভূমি এগোয় এগোয় শামুকের মতো
কিন্ত অবধারিত মৃত্যুর এতো আঁচ...

ঘাস যদি কাঁদে? অভিমানে বর্ণহীন হয়?
আমি তাই...
সারারাত শিশির ঝরাই...

ঘাসফুল,
চোখ ও তোমার...যেন ভালো থাকে!


(২)

ক্ষতচিহ্নগুলি, পালটে দিলেই
ওই একটু জলরঙ আবছায়
কী দারুণ রক্তগোলাপ!

ক্ষমতা রাখো অপরিসীম
জানি
দুঃখ দিতে জানো...

আমার যে তুলি আছে?
আছে জলরঙ্? ফুরায় না কখনো!

এঁকে যাবো রক্তগোলাপ নয়
ঘাসফুল...নীল নীল
ছড়ান ছেটান!


(৩)

ভালবাসা...হে তীরন্দাজ,
সুখ ও অসুখের তীরে নিরবিচ্ছিন্ন
বিদ্ধ করলে মাছের চোখ,
জিতে নেবে তা'কে, তাই টানটান কি
রেখেছিলে? ধনুকের গুণ!

এরকমই একনিষ্ঠ নিশ্চল আজানু...
ছিলে প্রেমে যত্নশীল তো জানি

তোমার চোখে
রক্ত গড়ায় কেন তবে? ও অর্জুন!

ঘাসফুল দেখেছে কি?

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন