১৪ জুন, ২০১৩

কবিতা - কচি রেজা

পাখিজন্ম
কচি রেজা


সবটুকু শরীরই পাখি তবু কেন এই মানুষজন্ম
কেন উড়ে যাচ্ছে সপক্ষের পালক

এ-ব্যাপারে পাখি সমুদ্র ছুঁয়েছে কতটুকু
কতটা কেটেছে জলের অংশ
জানা দরকার তিনভাগ স্থলের মহিমা


কিন্তু মানুষের যে মুক্তিই নেই কোনো যতই পালক থাক
অসুখ আছে যন্ত্রণার টানাপড়েনের চিৎকার
দায় মেটাতে হাত তোলে একসাথের শ্লোগানে

এভাবেই মানুষ ভিতরে ভিতরে বহন করে দাহকাল
ধীরে ধীরে হ্রাস পায় পালক

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন