১৪ জুন, ২০১৩

কবিতা - অনুপ দত্ত

ভালবাসা নীলজল
অনুপ দত্ত



ভাল লাগা নীলজল দূর থেকে ডাকে
জলের শরীরে মন ছোঁয়ালে শরীর আতস হয়ে ওঠে৷
নীলজল গভীর হয় সলিল ভালবাসায়
ভয় হয়, খান খান হয়ে যায় শরীর৷
জীবন দান করে নীলজল,
জীবন নিয়ে খেলা খেলে নীলজল,
নীলজল, সেকি ভালবাসা স্বভাব নাকি নিতান্ত ভালবাসা অভাব৷

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন