১৪ জুন, ২০১৩

মুক্তগদ্য - অদ্রি আহমেদ

একটা খোলা চিঠি
অদ্রি আহমেদ




প্রিয়ন্ত,



তোকে নিয়ে লিখা এটা আমার ১ম খোলা চিঠি । তুই চিঠি লিখতে ভালবাসিস আর আমি তোর লিখা চিঠি গুলো পড়তে ভালবাসি । তুই খুব রাগ করতি তোকে চিঠি লিখতাম না বলে । তুই তো জানিস আমি কিছু লিখতে পারি না ! এই দেখ আজও লিখতে পারছি না !

অনেক দিন হল তোর কণ্ঠ শুনি না ! তুই তো জানিস তোর কণ্ঠ না শুনলে ঘুমাতে পারি না , তাই যে দিন থেকে তুই আমার খোঁজ নিস না বিশ্বাস কর সে দিন থেকে আজও আমার প্রতিটা রাত কাটে নির্ঘুম। এতে তোর কিছু আসবে যাবে না , তোর কাছে আমি কখনোই কিছু ছিলাম না , কিন্তু তুই তো আজও আমার কাছে অনেক কিছু রে ! আমি জানি তুই খুব ভাল আসিছ কিন্তু তোকে ছাড়া আমি ভাল নেই !

হঠাৎ তুই যেদিন থেকে আমার খোঁজ নেয়া বন্ধ করে দিলি , আমি ঐ দিন থেকেই ঠিক করেছি তোকে কিছু বলব না ! দেখ তোকে আমি কিছু বলিনি শুধু নিজে কষ্ট পেয়ে যাচ্ছি। তোর দেয়া কষ্ট গুলো আমি মেনে নিয়েছি কারণ আমি তোকে সত্যি খুব ভালবাসি।

তোকে বিরক্ত না করি সে জন্য নিজেই ফোন টা ভেঙ্গে ফেলেছি, সিম টা ভেঙ্গে ফেলেছি, অনেক কষ্ট করে বুকে পাথর চাপা দিয়ে নিজের ভালবাসা গোপন করেছি ! শুধু তোর খুশির জন্য। জানিস তুই যখন আমাকে বকা দিতি , রাগ করতি, পড়া লেখার জন্য ঝগড়া করতি নিজেকে তখন একটা সুখী মানুষ মনে হতো। তোর আঁকা ছবি, তোর লিখা কবিতা, অসম্ভব সুন্দর করে বলা কবিতা, বাঁশির সুর আমি খুব মিস করি।

জানি না , তুই আমাকে ছাড়া কেমন আছিস ? আচ্ছা তুই কি ঠিক মত খাস? নাকি এখনও তোর খাওয়া দাওয়ার প্রতি অনীহা রয়ে গেছে? এখন তো আমি নেই যে তোকে খাওয়ায় জন্য জোর করব ! ঠিক মত রাতে বাড়ি ফিরিস তো? তুই তো আমার আফসোস করা পছন্দ করতি না ! আফসোস ছাড়া কিছু আছে নাকি আমার এই জীবনে ? তুই আমাকে কথা দিয়েছিলি আমাকে ম্যাজিক দেখাবি, আমার হাত ধরে হাঁটবি, আমার ইচ্ছে গুলো পূর্ণ করবি ! বাস্তবে তো তা হোল না ! তাহলে তুই বল আফসোস না করে কি করব? হুট করে এভাবে আমাকে তোর ছেড়ে যাওয়ার কারণ না আজও আমার কাছে অজানা রয়ে গেল !

জানতে খুব ইচ্ছে করে কেন তুই এমন করলি ? কি দোষ ছিল আমার? নাকি আমার থেকে তোকে আরও বেশি কেউ ভালবাসতে শুরু করেছে ? আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম তুই আমাকে ছেড়ে চলে যাবি তখন কেন বলতি বেশি বুঝবা না ? দেখেছিস আমার ভয় টাই বাস্তবে রূপ নিয়েছে । এ জন্য আমি তোকে দায়ী করব না হয়তো আমারই কোথাও ভুল আছে । ভাল থকিস , আমাকে তোর ভালবাসা লাগবে না । শুধু একবার স্বীকার করিস যে আমি তোকে ভালবাসি।

আর লিখতে ইচ্ছে হচ্ছে না । আজ এখানেই শেষ করলাম। আর হয়তো কখনো তোকে বলা হবে না , আমি সত্যি তোকে বড্ড ভালবাসি।কি দোষ ছিল আমার? নাকি আমার থেকে তোকে আরও বেশি কেউ ভালবাসতে শুরু করেছে ?

ইতি,
তোর অবহেলার
মেঘ

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন