১৪ জুন, ২০১৩

কবিতা - তন্ময় ভট্টাচার্য

ছাদ থেকে... তন্ময় ভট্টাচার্য



বহুদিন বাদে নারকেল গাছে সমান সমান উত্তর দিয়েছি

হঠাৎ ঝাঁপিয়ে পড়া প্রেমিকার মতো
বিদ্যুৎ চমকাতে জানে

লাল রঙ রাত্তিরে নিজের পোষাক খুলে
আরো বেশি লাল হয়ে ওঠে

কালবৈশাখী,তুমি এ'বছর অঘ্রাণ দেবে না?

ভুতুড়ে ধাক্কা মেরে রাস্তা করেছে তোর
চোখের মণির মতো অন্ধকার

যাকে কোনোদিন আমি ভালোই বাসিনি
এই অবেলায় সেও একটূ ছোঁয়াচ নিয়ে গেলো

ছোটো হতে থাকা ছায়া বিলিয়ে দিলাম ধুলোঝড়ে

গল্পে সত্যি খুঁজে চলেছি জীবনভর
গুঁড়ো গুঁড়ো হতে থাকা আভিজাত্যে

ভিজিয়ে দাও এই অকারণ কথকতাময়
মুহূর্তগুলো...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন