একটি প্রেমের কবিতা
স্নেহাশীষ দাস
আজও আছে সেই দাস ভবন।।
মেস আর নেই, আমি চলে আসার এক বছরের মধ্যে বন্ধ হয়ে গেছে।।
সাহু ভবন ও আছে।।
তোমাদের মেস মালিক লালু-বিণা ধরে রেখেছে এখন ও।
আছে দিলিপ দা এর চায়ের দোকান।।
শ্রিরুপা সিনেমা হল ও আছে।।
আমরা যেখানে আড্ডা দিতাম,
সেই 'একটু বিনোদন' রেস্টুরেন্ট টা ও আছে।।
কলেজের সেই বারান্দা টাও আছে।।
সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও আছে।।
আমিও আছি , তুমিও আছ।।
দাস ভবনের খোলা ছাদে,
দুপুরবেলা খাওয়ার পর আমি এসে অপেক্ষা করতাম।।
তোমার মেস এর কড়া নিরাপত্তা ভেঙ্গে কখন তুমি আসবে।।
চিরুনির অনিয়মিত পথ চলা,
তোমার কোমর পর্যন্ত চুলকে এ প্রান্ত থেকে ও প্রান্ত করতো।।
ছাদের গ্রিল টপকে তুমি এসে উঁকি দিতে।।
একটা আলতো হাসি।। ইশারায় ''খেয়েছ তুমি''।।
আমি মাথা নাড়তাম।। জোরে কথা বলা বারন।।
পাছে কেউ জেনে যায়।।
মুকাভিনয়ের পর্ব শুরু।। অনেক কথা।।
দাস ভবন- সাহু ভবনের ছাদে।।
সাক্ষী অলস দুপুর আর কিছু নির্জীব উপাদান।।
বিকেল গড়িয়ে এলে আমরা বেরতাম।।
দীঘা বাইপাস, রসুলপুর বাইপাস, খড়্গপুর বাইপাস,
হয়ে সেন্ট্রাল বাসস্ট্যান্ড......
দিলিপ চায়ের দোকানের সামনে দিয়ে যখন যেতাম,
বৈশাখীতে টান দিতে দিতে তখন কৌশিক দা, পার্থ, অলিক দা রা,
আলতো করে কিছু বাক্যবান বিদ্ধ করতো...
চুল সরিয়ে, চশমার নিচ দিয়ে তুমি দেখতে।।
আমার দিকে তাকাতে।।
দিলিপ দা হেঁকে বলতো,
নীলাঞ্জনা, চা হয়ে গেছে।। চুমুক দিয়ে যাও।।
তুমি এগিয়ে গিয়ে কৌশিক দা কে বলতে,
কথাগুলো অন্য কাউকে বললেও তো পারো।।
একটা নিশ্চিত হিল্লে হয়ে যেত।।
বোকার মতো কৌশিক দা বলে,
'এই রকবাজের কপালে আর কেউ জুটবে না গো'।।
ইনটিগ্রেসন, ডেরিভেটিভ ছাড়া আর কাউকে মন দিতে পারবো না।।
সবাই উচ্চ-স্বরে হেঁসে উঠতাম।।
দিলিপ দা চা এগিয়ে দিত।।
তোমার বোটানি অনার্স।। আমার কম্পিউটার সায়েন্স।।
তোমার কে এ ব্লক, আমার নেপাল চন্দ্র ব্লক।।
ক্লাস বাঙ্ক।। তুমি এসে সি এ ব্লকের দোতলায় দাঁড়াতে।।
এ আর কে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমিও হাজির হতাম ওখানে।।
চুটিয়ে প্রেম।। গল্প ।।আড্ডা।।
সামনের ছাতিম তলার দিকে তাকিয়ে হারিয়ে যেতাম দূরে, আরও দূরে।।
মাঝে মাঝে অঙ্কিতা এসে ফোড়ন কেটে যেত।।
ফিজিক্সের বি কে ডি প্রতিদিন আমাদের দেখত একই ভাবে।।
অনেক অনেক ক্ষণের পর আমরা বেরতাম শেষ বিকেলে।।
সামনের দিদির দোকানে তখন পীযুষ রা আড্ডা মারত।।
ঢুকে যেতাম আমরাও।। সিগারেট এ আলতো চুমু দিতাম।।
তুমি বারন করতে।। আর আমি প্রতিদিন ই বলতাম এটাই শেষ বার।।
একটু আনন্দ নিতে।। বিশেষ দিনে।।
শ্রিরুপায় চলে যেতাম দুজনে মিলে।।
১৫০ টাকায় দুজনে পাশাপাশি।।
একটু অন্তরঙ্গ।। তুমি আর আমি।।
বেরিয়ে পায়ে পায়ে "একটু বিনোদন"।।
আমি চাউমিন খেতাম না।। তুমি আবার ওটা খেতেই ভালবাসতে।।
ঝগড়া হতো।। শেষে একটা সিধান্তে আসতাম।।
জমিয়ে খেতাম নিউ মার্কেটের ওই রেস্তরাঁয়।।
বেরিয়ে রাখাল চন্দ্র বিদ্যাপীঠের পাসের রাস্তা ধরে,
পাশাপাশি তুমি আর আমি।।
জানো নীলাঞ্জনা, আজ এই স্মৃতি অনেক দিন পর মনে পরল।।
তুমি কোথায় আছ আমি জানিনা।।
কিন্তু যখন এ কাঁথি যাই, এই স্মৃতি গুলো জেগে ওঠে।।
ভাবি এই তো তুমি আমার পাশে হাঁটছ।।
দিলিপ দা এর চা এর দোকানে আমার সাথে আড্ডা দিচ্ছ।।
সাহু ভবনের দোতলার ছাদে খোলা চুল ওড়াছো।।
সেন্ট্রাল বাস স্ট্যান্ড এর পাসের রাস্তা দিয়ে আজও হাঁটছ।।
আর আমরা একে একে পেরিয়ে যাচ্ছি,
কিশোর নগর শচীন্দ্র শিক্ষা সদন।।
আমাদের কলেজের খেলার মাঠ।।
গার্লস হোস্টেল।।
পুলিস ফাঁড়ি।।
চন্দন দা এর মুদি দোকান।।
সাহু ভবন............দাস ভবন।।
কতজন দেখেছেন
আমরা কারাঃ
সম্পাদকমন্ডলী - প্রেরণা অনলাইন
মৌ দাশগুপ্তা, কাশীনাথ গুঁই, সুমিতরঞ্জন দাস।
পরিচালকমণ্ডলী - প্রেরণা গ্রুপ
মিতা অজানা, দেবী রায় মুখার্জী, সায়ন দে, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সুদীপ্তা চ্যাটার্জী, ও কাশীনাথ গুঁই।
প্রচ্ছদ ও অলঙ্করন:
সুমিতরঞ্জন দাস
মৌ দাশগুপ্তা, কাশীনাথ গুঁই, সুমিতরঞ্জন দাস।
পরিচালকমণ্ডলী - প্রেরণা গ্রুপ
মিতা অজানা, দেবী রায় মুখার্জী, সায়ন দে, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সুদীপ্তা চ্যাটার্জী, ও কাশীনাথ গুঁই।
প্রচ্ছদ ও অলঙ্করন:
সুমিতরঞ্জন দাস
সূচিপত্র
আমাদের দু’ চার কথা
অতিথি সম্পাদকের কলম
বিশেষ বিভাগ: রবীন্দ্রনাথ ও নজরুল স্মরনিকা
বিভাগ : কবিতার সাতকাহন
বিভাগ : গল্প
বিভাগ : অনুবাদকের কলমে
অতিথি সম্পাদকের কলম
বিশেষ বিভাগ: রবীন্দ্রনাথ ও নজরুল স্মরনিকা
বিভাগ : কবিতার সাতকাহন
বিভাগ : গল্প
বিভাগ : অনুবাদকের কলমে
পুরানো সংখ্যাগুলো
-
▼
2013
(
270
)
- ► সেপ্টেম্বর ( 26 )
-
▼
জুন
(
18
)
- সম্পাদকীয় - ১ম বর্ষ, ৩য় সংখ্যা
- ছোটগল্প - কাশীনাথ গুঁই
- ছোটগল্প - কাজরী তিথি জামান
- মুক্তগদ্য - অদ্রি আহমেদ
- ছোটগল্প - বিপ্র বিমল
- কথোপকথন - ইমেল নাঈম
- কবিতা - শাকিলা তুবা
- কবিতা - মিলন চ্যাটার্জি
- কবিতা - কচি রেজা
- কবিতা - অনুপ দত্ত
- কবিতা - চৌধুরী ফাহাদ
- কবিতা - বিক্রম বিকি সাহা
- কবিতা - অমিতাভ দাশ
- কবিতা - মেঘবালিকা
- কবিতা - স্নেহাশীষ দাস
- কবিতা - সুজন ভট্টাচার্য
- কবিতা - তন্ময় ভট্টাচার্য
- কবিতা - মৌ দাশগুপ্তা
বিষয়সমূহ
অতিথি সম্পাদকের কলম
(5)
অনুবাদকের কলমে
(6)
আমাদের দু’ চার কথা
(2)
কবিতার সাতকাহন
(49)
গল্প-স্বল্প
(8)
প্রবন্ধ
(22)
বিশেষ বিভাগ
(28)
ভ্রমণকাহিনী
(2)
আগামী সংখ্যা সম্পর্কে
প্রেরণা অনলাইনের পরবর্তী সংখ্যা প্রকাশের সম্ভ্রাব্য তারিখ আগামী ২৮শে জুন ২০১৪, লেখা পাঠান preronaweb@gmail.com মেলে ২০শে এপ্রিল-এর মধ্যে। নতুন বছরে নতুনরূপে প্রকাশ পাবে “প্রেরণা অনলাইন”। সঙ্গে থাকুন, সাক্ষী থাকুন।
এফবি কমিউনিটি বা অন্য কোথাও প্রকাশিত লেখা আমরা গ্রহন করি না। সদ্যজাত লেখা নিতেই আমরা বেশি আগ্রহী।
সর্বাধিক জনপ্রিয় লেখাগুলি
-
শরতে অচিনপুরের ডাক ইন্দ্রানী সরকার কোন অচিনপুরের ডাক এসেছে তা' জানি না, অমানিশার অন্তে দেখি ভোরের স্নিগ্ধ আলো | ভৈরবীর সুমধুর রাগে আকা...
-
মোমবাতি বিপ্র বিমল ফোনটা রেখে দেয় মৌমিতা। রিসিভারটা রেখেই আনমনা হয়ে যায় মৌমিতা। কাজল-দা খুব অসুস্থ। লিভারে সমস্যা। বাঁচার সম্ভাবনা প্...
-
হারব না ...হারাবো তোকে ঋত্বিক দাশ শর্মা যৌবনের ওই উপবনে দাগ রয়েছে কতো সবুজ পাতায় রঙ মোছেনি ঘাস ছিঁড়েছি কতো । সত্যি মিথ্যা কত ভাষা আক...
-
অভিমান মামনি দত্ত এক অধ্যায়ের শেষ প্রান্তে এসে_ আমার দুচোখ থেকে চেয়েছো অতীত বেলা। অনন্তে মিলিয়েছি আলোর কথা, এখন অন্তস্রোত নির্দিষ্ট অন্...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন