১৪ জুন, ২০১৩

কবিতা - বিক্রম বিকি সাহা

বিধবার বৃন্দাবন
বিক্রম বিকি সাহা


যে দেশের অসংখ্য বিধবা মায়ের স্থান ফুটপাথ,
যে দেশের বৃন্দাবন মানেই আশার আলো,
‘ছোট পরিবার সুখী পরিবার’-এর স্লোগান যেখানে অজুহাত,
সেই দেশে আমরা জ্বালতে ব্যস্ত জ্ঞানের আলো।
যেখানে নিঃস্ব বানপ্রস্থ চলে রোজ-রোজ,
তিলতিল করে গড়ে তোলা দশমাসের নগরজীবন।
পরিত্যক্ত বাবা মায়ের আজো সেই সন্তানের খোঁজ।
বুঝিনা কিভাবে দৃষ্টি এড়ায় রাজ-শাসনের।
পাক ধরেছে চুলে,চোখে ছানি, বাড়ছে বয়স।
প্রবীণ মন আজ অসহায়, চোখের জল বুঝি বাঁধ মানে না,
তবুও তাদের নিয়েই গান বাঁধে কোন এক ‘নচিকেতা’
আজো তারা দিন গোনে জীবনের অবসাদে,
এই তো জীবন, কাগজে কলমে ‘বিধবার বৃন্দাবন’।




0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন