প্রাক বর্ষার সোঁদা গন্ধ বয়ে ছোট ছোট পা ফেলে আমরা আবার এলাম সবার সাথে আনন্দ অবগাহনে। আমাদের সংস্কৃতি, মানবিকতার আসনের মানুষ কাজী নজরুলের জন্মদিন সদ্য পেরিয়ে এলাম। বাংলা ভাগ হলেও ভাগ হয়নিকো নজরুল। মানবিকতার পুরষ্কারে তিনি আজও উজ্জ্বল স্বমহিমায়। মাটীর সন্তান কাঁপিয়ে দিতে পেরেছিলেন বৃটিশ শাসকের বুকের পাঁজর লেখণীতে। তাকে ভুলি কি করে আমরা। পারিনি উপযুক্ত উত্তসুরীর ভুমিকা নিতে, সেতো আমাদের অপারগতা- দিনযাপনের গ্লানিতে আমারা নুব্জ যে।
আসুন আজ এই মহাতর্পণে সামীল হই আমাদের প্রেরণার মালা গেঁথে।
জুন,২০১৩
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন