১৪ জুন, ২০১৩

কবিতা - শাকিলা তুবা

মেঘলা ময়ূর
শাকিলা তুবা



আজ মেঘ খাব,
ঝড়ো বাতাস, উড়োউড়ি-
সারাদিন বৃষ্টি খাব
স্বাধীন মানুষ উড়ে যাব,
ভিজে যাব মেঘের নীচে
একলা বনে এই তো আমার
বৃষ্টিনিবাস।

বুকের ভেতর রিমিঝিমি
অনেক নূপুর
বাতাস নড়ে ওঠা
আরেকটা উইন্ডচাইম
সব মিলিয়ে কে জানে
এমন বরষা মেদুর দিন
কি বলে? কি যেন বলে!

আজ বৃষ্টি মাখার দিন
মেখলা মেয়ের একলা ঘোর
পায়ে পায়ে জলের ছাপ
এই-ই আমার বৃষ্টিবিলাস
আজ মেঘ খাবার দিন
একা ঘরে উদাস হবার মত
আজ বৃষ্টিই আমার প্রিয় সংঘাতক।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন