১৪ জুন, ২০১৩

কবিতা - মেঘবালিকা


প্রাণের খেলা
মেঘবালিকা



যদি মেঘ থেকে মুছে দাও  কালি
   তবে থাক,
         তোমার বাঁশি শুনবো পরে 
এখন আমায় কালবৈশাখী ডাকে

যদি মোনালিসা ডাক দিয়ে থাকো  
         তবে ছাড়ও ,
           তোমার ক্যানভাস রাখো সরিয়ে 
আমার খেলার সঙ্গিনীরা ডাকে। 

 যদি খেলা দেখে বলে ফেল - 'পাগলী
        তবে আজ ,
                       হিসাব খাতা দূরে থাক
 বেহিসাবে তোমাকেও 'পাগল' করার পালা

যদি সন্ধ্যে নামলে বল - ' আজ চলি ?'
      তবে থামো,
                  আমায় নাও তোমার সঙ্গে
খেলতে বাকি " তোমার সঙ্গে প্রাণের খেলা"

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন