১৪ জুন, ২০১৩

কবিতা - মৌ দাশগুপ্তা

কোলাজে মেয়েবেলা: "আমার মুক্তি আলোয় আলোয়”….
মৌ দাশগুপ্তা



শিশুর মত হামাগুড়ি দিয়ে গড়িয়ে যাচ্ছে সময় –
দিনরাতের ফাঁকে পায়ে পায়ে পেরিয়ে যাচ্ছে তারিখ।
তারই মাঝে ধীরে ধীরে বয়ঃপ্রাপ্তি ঘটছে আমার মেয়েবেলার।
সাথে আছে কান্না হাসি,সুখ দুঃখ,আনন্দ বিষাদ,প্রেম বিরহ,
আরও কিছু আছে ভেবে আমিও আছি।
জীবনের ফসিল হয়ে চুলের ফিতের মত জড়িয়ে...নীরব, স্থবির।
আমার মেয়েবেলা জানে বধু ও বেশ্যার ফারাক ।
আমার মেয়েবেলা টের পায়,
কখন শারীরিক প্রেম ও ধর্ষণ একাকার হয়ে যায় রাত্রির অন্ধকারে।
জীবনের বাণিজ্য-করন শেষে মেয়েবেলা বোঝে দহনজ্বালা।
দেওয়ালী পোকার মত আগুনে পুড়ে মরার সুখ।
তবু পোড়া দেহে ভাবাসা তো পোড়েনা।
তারপরেও দশমাস নাড়ি বেঁধে বড়ো করে তুলি আরেক আগুন,
ভবিষ্যতের আগুনে ছুঁড়ে ফেলার জন্য আগামীর কন্যা সন্তান!!!
অন্ধকার থেকে আগুনে আলোর উত্তরনে স্বার্থপরের মত খুঁজি বাসনার রাহুমুক্তি ।
"আমার মুক্তি আলোয় আলোয়”…. 


0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন