আমরা
সুজন ভট্টাচার্য
আমাদের জন্মে নেই কোন সুলক্ষণী গান,
কোনো প্রাচীন তারা
আচমকাই উড়ে এসে আর্তনাদে মায়ের
হয় নি সাক্ষী কোনো প্রথম যাত্রায়।
আমাদের জন্মে কোনো দৈববাণী নেই
নেই কোনো বিধাতার গোপন প্রকাশ।
সমুদ্র-গভীর থেকে যুগান্তের স্রোতে
কোথাও শোনায় নি, ওহে, আমাদের নাম;
তাবৎ ঋক আর প্রজ্ঞাবান সন্দর্ভমালা
তাদের কাছেও নেই আমাদের গ্রাম,
শুকনো শহরতলী অথবা
ট্রেনের ধাবমান ক্যানভাস -
যাদের আড়ালে রেখেই আমাদের বেঁচে থাকা,
বড় বেশি হ্যাংলামো করে-
তাদের ঠিকানা কোনো।
আমাদের জন্ম হলে আকুল উল্লাসে
পৃথিবীর গোলাঘরে ইঁদুরের মড়ক শুধু;
যেহেতু বর্ণনীয় নয়,
আমাদের প্রাপ্য থাকে শুধু তাদের মাত্রায়।
আমাদের জন্মদিনে সুতীব্র দহন নিয়ে
পাউরুটি-স্বপ্ন থাকে,
আর সামান্য চায়ের কাপ
যদিও তার হাতলটা ভাঙা।
যেহেতু আমাদের জন্ম নিয়ে কোনো শাস্ত্রবাক্য নেই
নেই প্রাচীন ঋষির কোনো সুগভীর শ্লোক,
স্বচ্ছন্দে আমরা তাই মুষ্টিযুদ্ধ করি
নিজেদের ছায়ার সাথে।
আমাদের অতীত নেই
সমাবেশে ঘোষণার মত,
আমাদের বর্তমান নেই,
যা কিছু সাজানো যায় উজ্বল বর্ণমালা দিয়ে;
আমাদের আগামী বলে কিছু হয়তো আছে,
না হলে কিসের জোরে
আদ্যোপান্ত এতদূর টেনে নিয়ে যাই!
এভাবেই অহরহ আমাদের নিমগ্ন বাঁচা
জীবন নামক এক বাহাত্তুরে রূপমালা কন্যাটিকে নিয়ে।
যেহেতু আমাদের পৃথক কোনো বাতায়ন নেই
অসীম গর্ভ থেকে যার ক্রমান্বয়ে বয়ে যাবে
চেতনার মুকুল,
ভোরের প্যাসেঞ্জার ধরে অগুনতি হাতে
আমাদের নিষ্ক্রমণ তাই আরো কিছু দূরত্বের সন্ধানে।
কতজন দেখেছেন
আমরা কারাঃ
সম্পাদকমন্ডলী - প্রেরণা অনলাইন
মৌ দাশগুপ্তা, কাশীনাথ গুঁই, সুমিতরঞ্জন দাস।
পরিচালকমণ্ডলী - প্রেরণা গ্রুপ
মিতা অজানা, দেবী রায় মুখার্জী, সায়ন দে, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সুদীপ্তা চ্যাটার্জী, ও কাশীনাথ গুঁই।
প্রচ্ছদ ও অলঙ্করন:
সুমিতরঞ্জন দাস
মৌ দাশগুপ্তা, কাশীনাথ গুঁই, সুমিতরঞ্জন দাস।
পরিচালকমণ্ডলী - প্রেরণা গ্রুপ
মিতা অজানা, দেবী রায় মুখার্জী, সায়ন দে, ঋতুপর্ণা বিশ্বাস সরকার, সুদীপ্তা চ্যাটার্জী, ও কাশীনাথ গুঁই।
প্রচ্ছদ ও অলঙ্করন:
সুমিতরঞ্জন দাস
সূচিপত্র
আমাদের দু’ চার কথা
অতিথি সম্পাদকের কলম
বিশেষ বিভাগ: রবীন্দ্রনাথ ও নজরুল স্মরনিকা
বিভাগ : কবিতার সাতকাহন
বিভাগ : গল্প
বিভাগ : অনুবাদকের কলমে
অতিথি সম্পাদকের কলম
বিশেষ বিভাগ: রবীন্দ্রনাথ ও নজরুল স্মরনিকা
বিভাগ : কবিতার সাতকাহন
বিভাগ : গল্প
বিভাগ : অনুবাদকের কলমে
পুরানো সংখ্যাগুলো
-
▼
2013
(
270
)
- ► সেপ্টেম্বর ( 26 )
-
▼
জুন
(
18
)
- সম্পাদকীয় - ১ম বর্ষ, ৩য় সংখ্যা
- ছোটগল্প - কাশীনাথ গুঁই
- ছোটগল্প - কাজরী তিথি জামান
- মুক্তগদ্য - অদ্রি আহমেদ
- ছোটগল্প - বিপ্র বিমল
- কথোপকথন - ইমেল নাঈম
- কবিতা - শাকিলা তুবা
- কবিতা - মিলন চ্যাটার্জি
- কবিতা - কচি রেজা
- কবিতা - অনুপ দত্ত
- কবিতা - চৌধুরী ফাহাদ
- কবিতা - বিক্রম বিকি সাহা
- কবিতা - অমিতাভ দাশ
- কবিতা - মেঘবালিকা
- কবিতা - স্নেহাশীষ দাস
- কবিতা - সুজন ভট্টাচার্য
- কবিতা - তন্ময় ভট্টাচার্য
- কবিতা - মৌ দাশগুপ্তা
বিষয়সমূহ
অতিথি সম্পাদকের কলম
(5)
অনুবাদকের কলমে
(6)
আমাদের দু’ চার কথা
(2)
কবিতার সাতকাহন
(49)
গল্প-স্বল্প
(8)
প্রবন্ধ
(22)
বিশেষ বিভাগ
(28)
ভ্রমণকাহিনী
(2)
আগামী সংখ্যা সম্পর্কে
প্রেরণা অনলাইনের পরবর্তী সংখ্যা প্রকাশের সম্ভ্রাব্য তারিখ আগামী ২৮শে জুন ২০১৪, লেখা পাঠান preronaweb@gmail.com মেলে ২০শে এপ্রিল-এর মধ্যে। নতুন বছরে নতুনরূপে প্রকাশ পাবে “প্রেরণা অনলাইন”। সঙ্গে থাকুন, সাক্ষী থাকুন।
এফবি কমিউনিটি বা অন্য কোথাও প্রকাশিত লেখা আমরা গ্রহন করি না। সদ্যজাত লেখা নিতেই আমরা বেশি আগ্রহী।
সর্বাধিক জনপ্রিয় লেখাগুলি
-
শরতে অচিনপুরের ডাক ইন্দ্রানী সরকার কোন অচিনপুরের ডাক এসেছে তা' জানি না, অমানিশার অন্তে দেখি ভোরের স্নিগ্ধ আলো | ভৈরবীর সুমধুর রাগে আকা...
-
মোমবাতি বিপ্র বিমল ফোনটা রেখে দেয় মৌমিতা। রিসিভারটা রেখেই আনমনা হয়ে যায় মৌমিতা। কাজল-দা খুব অসুস্থ। লিভারে সমস্যা। বাঁচার সম্ভাবনা প্...
-
হারব না ...হারাবো তোকে ঋত্বিক দাশ শর্মা যৌবনের ওই উপবনে দাগ রয়েছে কতো সবুজ পাতায় রঙ মোছেনি ঘাস ছিঁড়েছি কতো । সত্যি মিথ্যা কত ভাষা আক...
-
অভিমান মামনি দত্ত এক অধ্যায়ের শেষ প্রান্তে এসে_ আমার দুচোখ থেকে চেয়েছো অতীত বেলা। অনন্তে মিলিয়েছি আলোর কথা, এখন অন্তস্রোত নির্দিষ্ট অন্...
1 কমেন্টস্:
khub valo
একটি মন্তব্য পোস্ট করুন