যেমন টি তুমি ভাবছো
তন্ময় কর্ম্মকার
যেমন টি তুমি ভাবছো, ঠিক তেমন আছি,
রাশ টানছি দীর্ঘ শ্বাসের,
কেন্নো’র মতো স্মৃতিস্পর্শে কুণ্ডলী পাকানো,
অথবা এমন হতে পারে,
অর্থহীন জীবনের ছোটাছুটি,
শুকোনো নদীর বিড়ম্বনা!
গাছের পাতারা ঝরে, নূতন পাতার লক্ষ্যে,
যা বা যারা চলে গেলো তারা চলেই গেলো!
খোঁজ রাখার দরকার, একান্তই, সেই মাটির।
কুমড়ো বা বক ফুল, কবির শব্দে আসে না
পারিজাত ভালবেসেছি বরাবর।
যন্ত্রণার ভেতরে ও কিছু যন্ত্রণা থাকে
সে অনুভব’ই যন্ত্রণা লঘু করে তোলে
তন্ময় কর্ম্মকার
যেমন টি তুমি ভাবছো, ঠিক তেমন আছি,
রাশ টানছি দীর্ঘ শ্বাসের,
কেন্নো’র মতো স্মৃতিস্পর্শে কুণ্ডলী পাকানো,
অথবা এমন হতে পারে,
অর্থহীন জীবনের ছোটাছুটি,
শুকোনো নদীর বিড়ম্বনা!
গাছের পাতারা ঝরে, নূতন পাতার লক্ষ্যে,
যা বা যারা চলে গেলো তারা চলেই গেলো!
খোঁজ রাখার দরকার, একান্তই, সেই মাটির।
কুমড়ো বা বক ফুল, কবির শব্দে আসে না
পারিজাত ভালবেসেছি বরাবর।
যন্ত্রণার ভেতরে ও কিছু যন্ত্রণা থাকে
সে অনুভব’ই যন্ত্রণা লঘু করে তোলে
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন