মন আমার
অভিলাষা
দিন রাত্তির কাজের ভীড়ে ব্যাস্ত আমার মন
আগাছার মত চিন্তা আমায় জড়ায় সর্বক্ষন!
সুখ দুঃখের দোলায় দোলে মনখারাপের মেঘ,
হেসে কেঁদে মন ভরিয়ে, বিন্দাস ভাবাবেগ।
অকারনে গায়,খুশীর গমকে মনকে মাতায়,
ঘুরে ফিরে চায়,রামধনুরঙে মনকে ভরায়।
মনকে যতই লাগাম পরাই,শেখাই আপন-পর,
বুঝেও বোঝেনা,নিজের ভাবে ব্যস্ত এ চরাচর।
স্বপ্ন লুকাই হিয়ার আড়ালে,মনেতে লুকাই আশা,
পূর্ণচ্ছেদেও ফুল হয়ে ফোটে আমার অভিলাষা ।।
অভিলাষা
দিন রাত্তির কাজের ভীড়ে ব্যাস্ত আমার মন
আগাছার মত চিন্তা আমায় জড়ায় সর্বক্ষন!
সুখ দুঃখের দোলায় দোলে মনখারাপের মেঘ,
হেসে কেঁদে মন ভরিয়ে, বিন্দাস ভাবাবেগ।
অকারনে গায়,খুশীর গমকে মনকে মাতায়,
ঘুরে ফিরে চায়,রামধনুরঙে মনকে ভরায়।
মনকে যতই লাগাম পরাই,শেখাই আপন-পর,
বুঝেও বোঝেনা,নিজের ভাবে ব্যস্ত এ চরাচর।
স্বপ্ন লুকাই হিয়ার আড়ালে,মনেতে লুকাই আশা,
পূর্ণচ্ছেদেও ফুল হয়ে ফোটে আমার অভিলাষা ।।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন