রোবটিক মানবী
সেলিম রেজা
কেউ এলো না বলেই
পাড়ি দিলাম একা
যুবতী সময় হাত বুলায়
নিঃসঙ্গতা ভেবে মেঠো ঘাসে
তৃষ্ণার্ত পাঁপড়ি খসে
খসে যায় আমার ভালোবাসা
শ্যামল ছায়া, ঘাসের পাহাড়-
ক্ষয়ে যায় চিবুকের তিল;
আসে ঘুম চোখে তবুও
পাতায় লেগে থাকে নির্ঘুমরাত
খন্ডিতআকাশ,বনভূমি-ঝাউসারি
নিঃসীম শূন্যতা সবখানে
মনচোরা পাখি দেয় উড়াল
গহীন বনে গহীন রাতে
নিকষ কালো অন্ধকারে
নিপূণ কারুকাজে করেছ হ্নদয় ব্যবচ্ছেদ-
সযত্নে আটকে দিলে সেফটিপিন;
আর আমি মাঝরাতে তুলে আনি বনফুল
তীব্র পিপাসায় গুটিয়ে থাকা মনপাগল
সোনালী চুলের বেণীতে গুঁজে দেয়
এক একটি শিউলি এক একটি স্বপ্ন;
গা ঘেঁষে কাছে আছো দাঁড়িয়ে
সিগারেটের ছাই ফেলার মতো
কষ্টগুলো ঝেড়ে ফেলি এয়্যাশট্রেতে
পাখির ডানার মতো কাঁপছে বাতাসে-
রোবটিক মানবী;
লোনাজলে ভেজা চোখ যেন
বন্যাপ্লাবিত অসহায় সম্বলহীন মানুষ;
তবুও বেঁচে থাকার জন্যে সুখের কাছে
হাঁটুমুড়ে বসে রোবটিক মানবী...
সেলিম রেজা
কেউ এলো না বলেই
পাড়ি দিলাম একা
যুবতী সময় হাত বুলায়
নিঃসঙ্গতা ভেবে মেঠো ঘাসে
তৃষ্ণার্ত পাঁপড়ি খসে
খসে যায় আমার ভালোবাসা
শ্যামল ছায়া, ঘাসের পাহাড়-
ক্ষয়ে যায় চিবুকের তিল;
আসে ঘুম চোখে তবুও
পাতায় লেগে থাকে নির্ঘুমরাত
খন্ডিতআকাশ,বনভূমি-ঝাউসারি
নিঃসীম শূন্যতা সবখানে
মনচোরা পাখি দেয় উড়াল
গহীন বনে গহীন রাতে
নিকষ কালো অন্ধকারে
নিপূণ কারুকাজে করেছ হ্নদয় ব্যবচ্ছেদ-
সযত্নে আটকে দিলে সেফটিপিন;
আর আমি মাঝরাতে তুলে আনি বনফুল
তীব্র পিপাসায় গুটিয়ে থাকা মনপাগল
সোনালী চুলের বেণীতে গুঁজে দেয়
এক একটি শিউলি এক একটি স্বপ্ন;
গা ঘেঁষে কাছে আছো দাঁড়িয়ে
সিগারেটের ছাই ফেলার মতো
কষ্টগুলো ঝেড়ে ফেলি এয়্যাশট্রেতে
পাখির ডানার মতো কাঁপছে বাতাসে-
রোবটিক মানবী;
লোনাজলে ভেজা চোখ যেন
বন্যাপ্লাবিত অসহায় সম্বলহীন মানুষ;
তবুও বেঁচে থাকার জন্যে সুখের কাছে
হাঁটুমুড়ে বসে রোবটিক মানবী...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন