২০ জুল, ২০১৩

কবিতা - সৌমিত্র চক্রবর্তী

তোমার জন্য নজরুল
সৌমিত্র চক্রবর্তী



আমাদের এই রুক্ষ রাঢ়ের লালচে মাটি
চৈত্রশেষের হিংস্র খাঁ খাঁ রোদ্দুর
আর অকালবর্ষণের ঝমঝম নাচ
সর্বদা গর্বিত তোমার জন্য নজরুল।

সোনালী ধানের সকাল সুবাস
অন্ধকার কয়লার স্যাঁতস্যাঁতে গন্ধ
যদি দেখ প্রত্যেক বিকেলের হলদেটে ছায়ায়
মিলিমিশে নিটোল খেটেখাওয়া মানুষের ফরিয়াদ।

এগারোই জৈষ্ঠ এলেই
নড়ে ওঠে পুড়ে যাওয়া পাথরের স্তুপ,
এগারোই জৈষ্ঠ এলেই
হাতুড়ির ঘায়ে ঘায়ে মেঘমল্লার,
এগারোই জৈষ্ঠ এলেই
কাস্তের ফলায় ধামসার বোল,
এগারোই জৈষ্ঠ এলেই
বাঁশের কালো মেয়েয় ত্রিপুরার লোকশিল্প,
এগারোই জৈষ্ঠ এলেই
সিঁথিতে চিরন্তন মেটে সিঁদুর রক্তবর্ণ,
এগারোই জৈষ্ঠ এলেই
কৃষ্ণচূড়া থেকে মুক্তমঞ্চ গুচ্ছ কলির আসা,
এগারোই জৈষ্ঠ এলেই
আল-রাজপথ-চুরুলিয়া লংমার্চ।

কিন্তু এইই কি সব ঠিকঠাক বলা?

হয়ত সারাবছর চোখ মেলে থাকি-
সারাজীবন চোখ মেলে আছি
এগারোই জৈষ্ঠের উন্মুখ প্রত্যাশায়!

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন