বিধবা পৃথিবী
হিমাংশু বাগ
তারপর।
আজ কত দিন............
ছাপানো নীলাভ শাড়িটা
মেলে দেওয়া হয়নি কোনও যৌবনবতী তারকার গায়ে।
যুঁই বা শিউলি কিম্বা মোহময়ী ফুল আজ খোঁপার সুগন্ধে,
স্বপ্নের সাজ রোমান্টিসিজম অথবা কালো ধুসরের জগত
প্রান্তিক শরৎের ধুসরতায়।
বিশ্বযুদ্ধ কিম্বা মরনাস্ত্র সবেতেই।
জানিনা কবেকার ইতিহাস দুয়ে দুয়ে চার করেছিল!
তখনও কি মেয়েদের উগ্র কামনা ছিল বা
স্তনের মোহময়ী আন্দোলন?!
বিপ্লব এসেছিল। তোমার শরীরী লবনাক্ত জোয়ারে
ভিজিয়েছিলে যৌবনের বেড়া ভাঙ্গার আস্বাদ।
কলসি কাঁখের মেয়েরা কি কোনদিন বাৎসায়ান পড়েছে?
কি দরকার আজ মরনাস্ত্রে;
জাগানো যাচ্ছে না
অজানা মৃতপ্রায় স্বপ্ন ভর করছে সাদা ধূসরতায়
সাদা কালো থেকে রঙিন ফানুসে পৃথিবী আজ মৃত পৌরুষাকারে।
বিধবা পৃথিবী আজ আরও বিধবা সাদা ধোঁয়ার ধূসরতায়।
হিমাংশু বাগ
তারপর।
আজ কত দিন............
ছাপানো নীলাভ শাড়িটা
মেলে দেওয়া হয়নি কোনও যৌবনবতী তারকার গায়ে।
যুঁই বা শিউলি কিম্বা মোহময়ী ফুল আজ খোঁপার সুগন্ধে,
স্বপ্নের সাজ রোমান্টিসিজম অথবা কালো ধুসরের জগত
প্রান্তিক শরৎের ধুসরতায়।
বিশ্বযুদ্ধ কিম্বা মরনাস্ত্র সবেতেই।
জানিনা কবেকার ইতিহাস দুয়ে দুয়ে চার করেছিল!
তখনও কি মেয়েদের উগ্র কামনা ছিল বা
স্তনের মোহময়ী আন্দোলন?!
বিপ্লব এসেছিল। তোমার শরীরী লবনাক্ত জোয়ারে
ভিজিয়েছিলে যৌবনের বেড়া ভাঙ্গার আস্বাদ।
কলসি কাঁখের মেয়েরা কি কোনদিন বাৎসায়ান পড়েছে?
কি দরকার আজ মরনাস্ত্রে;
জাগানো যাচ্ছে না
অজানা মৃতপ্রায় স্বপ্ন ভর করছে সাদা ধূসরতায়
সাদা কালো থেকে রঙিন ফানুসে পৃথিবী আজ মৃত পৌরুষাকারে।
বিধবা পৃথিবী আজ আরও বিধবা সাদা ধোঁয়ার ধূসরতায়।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন