আমরা সুভাষ বলছি
রাজর্ষি ঘোষ
মড়মড় করে ওঠে গোপন পাতারা ও নির্বিষ সাম্যবাদ।
আমরা যে সবাই বিপ্লবী; যদিও পায়ের তলার আগাছা
উচ্ছেদে কিঞ্চিত উদ্বিগ্ন। চোরকাঁটা ভরা সেমি-সার্কুলার
মাইন, খানিকটা কানকাটা চাঁদের মত। ওখানেই বিষাক্ত
রগ ফুলিয়ে বুকেদের অভ্যুত্থান হবে। চরৈবতি, এবং
মাছভাজা তেল নিবিড় আঁতাতে গড়াগড়ি খায় গৃহ তরুমূলে।
শূণ্য দেয়ালা... তবুও তোমরা আমাকে সুভাষ বলবে।
বিষবৃক্ষ... ওসব সোমত্ত ভাবনা একপাটি চটি হয়ে গেছে;
ফিরে ফিরে আসে কানকোর দেশে। পেটের ঝিল্লি কেটে
দেখি সাকুল্যে আড়াই গ্রাম আর্সেনিক। আমি আবার নীলকন্ঠ
হলাম কবে? ট্যাঁরা-ব্যাঁকা ল্যাম্পের আলো, সবুজ অসূয়া,
পথ ছাড়ে ক্লান্ত জোনাকি। টুকটুকে পরী আসে রাতের
খোয়াবে। ভিন্ন এ চড়াই উতরাই তবে নয় এ বেয়নেট।
বেসুরো রেডিও... তবুও তোমরা আমাকে সুভাষই বলবে।
সেনসুয়ালিটির ফাঁসি হলে বিশুদ্ধ আসামী হেঁটে যাবে
মহাপ্রস্থানের পথে। ওখানে সূর্যোদয় হয়। হেমলক মাখা
সঘন সুবাস দাঁড় কেটে আসে কাঁকড়ার মত। এই যে
উড়ছিলি, কেমন ধপাৎ। টোকিওর সংবাদে মন্বন্তর, মড়ক;
এ বছর আমেরিকায় বৃষ্টি হবে না। ইত্যাদি যা জাহাজের
খবর বোর্নিওর জঙ্গল থেকে রিলে হয়ে এল। মহাকাব্যে
অতিপুরাণ... তবু বন্ধু তোমরাই আমাকে সুভাষ বলবে।
রাজর্ষি ঘোষ
মড়মড় করে ওঠে গোপন পাতারা ও নির্বিষ সাম্যবাদ।
আমরা যে সবাই বিপ্লবী; যদিও পায়ের তলার আগাছা
উচ্ছেদে কিঞ্চিত উদ্বিগ্ন। চোরকাঁটা ভরা সেমি-সার্কুলার
মাইন, খানিকটা কানকাটা চাঁদের মত। ওখানেই বিষাক্ত
রগ ফুলিয়ে বুকেদের অভ্যুত্থান হবে। চরৈবতি, এবং
মাছভাজা তেল নিবিড় আঁতাতে গড়াগড়ি খায় গৃহ তরুমূলে।
শূণ্য দেয়ালা... তবুও তোমরা আমাকে সুভাষ বলবে।
বিষবৃক্ষ... ওসব সোমত্ত ভাবনা একপাটি চটি হয়ে গেছে;
ফিরে ফিরে আসে কানকোর দেশে। পেটের ঝিল্লি কেটে
দেখি সাকুল্যে আড়াই গ্রাম আর্সেনিক। আমি আবার নীলকন্ঠ
হলাম কবে? ট্যাঁরা-ব্যাঁকা ল্যাম্পের আলো, সবুজ অসূয়া,
পথ ছাড়ে ক্লান্ত জোনাকি। টুকটুকে পরী আসে রাতের
খোয়াবে। ভিন্ন এ চড়াই উতরাই তবে নয় এ বেয়নেট।
বেসুরো রেডিও... তবুও তোমরা আমাকে সুভাষই বলবে।
সেনসুয়ালিটির ফাঁসি হলে বিশুদ্ধ আসামী হেঁটে যাবে
মহাপ্রস্থানের পথে। ওখানে সূর্যোদয় হয়। হেমলক মাখা
সঘন সুবাস দাঁড় কেটে আসে কাঁকড়ার মত। এই যে
উড়ছিলি, কেমন ধপাৎ। টোকিওর সংবাদে মন্বন্তর, মড়ক;
এ বছর আমেরিকায় বৃষ্টি হবে না। ইত্যাদি যা জাহাজের
খবর বোর্নিওর জঙ্গল থেকে রিলে হয়ে এল। মহাকাব্যে
অতিপুরাণ... তবু বন্ধু তোমরাই আমাকে সুভাষ বলবে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন