নিঃশব্দ জলবায়ু
প্রিয়দীপ
প্রিয়দীপ
এক দলা শক্ত মাটি ! জলে ছুঁড়ে দেওয়া মিশ্রণে , বুদ বুদ করে ওঠা অন্তর্মুখী মাদকতা । যেন , সেই মধু নিশি’র খিলখিল করা পদ্ম‘নাভির সোহাগি স্রোত।
সঙ্গতে বৃস্তিত হয় পল্লবিত বৃত্ত । মিলিয়ে যায় গতিপথ, উপচে পরা ঋতু বদলের মধ্য আষাঢ়ে। নন্দিত বৃত্ত , আহ্লাদিত হয় নাব্যতায় , আগুন্তুকে ! নব্য বারিধারা। মন্থনে প্রতিফলিত পবিত্রতার দাম্ভিকতা । লজ্জায়, থিতু হয়ে আসে সঞ্চয়িত স্মৃতি , ম্রিয়মাণে জলবিম্ব’র নিঃশব্দ শিল্পকলা।
কলম পেলেই যেন সন্মোহিত হয়ে পড়ি । গতিবেগে , ঝন ঝন করে মুদ্রিত জীবনের শব্দ । পাঁজরে ডাই করি রক্তবর্ন বেনারসি’র অস্তিমিত বিনিসুতর ’ গল্পকথা ।
গল্প এখন উপন্যাসে। কাঠামো জুড়ে’ই শুধু পালা বদলের গল্প । গতিতে আহ্নিক , গতিতে বার্ষিক । ভরা বর্ষা’য় রক্তে যেন শীত । গ্রোগ্রাসে চিবিয়ে নিলেও হাল ছেড়ে দেওয়া রক্তের চাপ , বড় একাকী - কুয়াশায় সাঁতারে যাওয়া।
পাড়ে বসলে , থিতিয়ে যাওয়া জলে অবাক হয়ে দেখি। মৃদু ঢেউয়ে ভাসতে ভাসতে ক্রমশ ভারী হয়ে যাই বিকৃত মুখমণ্ডলে । এক সময় , দুলতে দুলতে হাওয়ায় উড়ে পরা শুকনো পাতার মতো হারিয়ে যাই অতলে ।
এখন দুপুর থেকে গোধূলি । আঁধার জড়িয়ে ক্রমশ চাঁদও কাছাকাছি , পারুল’ অপ্রান্তেও কি তাই ! তুমি আমি - আমি তুমি , একাকী জোছনায় পাশাপাশি ।
সঙ্গতে বৃস্তিত হয় পল্লবিত বৃত্ত । মিলিয়ে যায় গতিপথ, উপচে পরা ঋতু বদলের মধ্য আষাঢ়ে। নন্দিত বৃত্ত , আহ্লাদিত হয় নাব্যতায় , আগুন্তুকে ! নব্য বারিধারা। মন্থনে প্রতিফলিত পবিত্রতার দাম্ভিকতা । লজ্জায়, থিতু হয়ে আসে সঞ্চয়িত স্মৃতি , ম্রিয়মাণে জলবিম্ব’র নিঃশব্দ শিল্পকলা।
কলম পেলেই যেন সন্মোহিত হয়ে পড়ি । গতিবেগে , ঝন ঝন করে মুদ্রিত জীবনের শব্দ । পাঁজরে ডাই করি রক্তবর্ন বেনারসি’র অস্তিমিত বিনিসুতর ’ গল্পকথা ।
গল্প এখন উপন্যাসে। কাঠামো জুড়ে’ই শুধু পালা বদলের গল্প । গতিতে আহ্নিক , গতিতে বার্ষিক । ভরা বর্ষা’য় রক্তে যেন শীত । গ্রোগ্রাসে চিবিয়ে নিলেও হাল ছেড়ে দেওয়া রক্তের চাপ , বড় একাকী - কুয়াশায় সাঁতারে যাওয়া।
পাড়ে বসলে , থিতিয়ে যাওয়া জলে অবাক হয়ে দেখি। মৃদু ঢেউয়ে ভাসতে ভাসতে ক্রমশ ভারী হয়ে যাই বিকৃত মুখমণ্ডলে । এক সময় , দুলতে দুলতে হাওয়ায় উড়ে পরা শুকনো পাতার মতো হারিয়ে যাই অতলে ।
এখন দুপুর থেকে গোধূলি । আঁধার জড়িয়ে ক্রমশ চাঁদও কাছাকাছি , পারুল’ অপ্রান্তেও কি তাই ! তুমি আমি - আমি তুমি , একাকী জোছনায় পাশাপাশি ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন