ক্লান্ত আর্তনাদ
তন্ময় ভট্টাচার্য
ছিটকে ছিটকে পড়েছে রাতের জ্যামে
যতদূর চোখ, এ গলি সে গলি ঘুরে
সাইকেলওয়ালা বাড়ি পৌঁছুতে চায়,
যেখানে এখনো ভাঙার অপেক্ষায়
লাঠি ভর দিয়ে ঘুমায় দরদালান
নকশা ঘুচিয়ে ফাটল নিজেই শ্লোক,
আগাগোড়া থাম প্যাঁচার ছদ্মবেশ
বড়ো রাস্তার যানজট অমলিন
একটু ভিতরে এই শুরু এই শেষ,
পাশ কেটে যায়। ব্রেকটা ধরছে না
সাইকেলওয়ালা থামতে চেয়েও চোখে
ঠুলি পরে সোজা নাটমন্দিরে ঢোকে
বহুব্যবহৃত শিবলিঙ্গের গলায় জ্যান্ত সাপ
সেও জানতো না,শহর জ্যামের দাস।
তন্ময় ভট্টাচার্য
ছিটকে ছিটকে পড়েছে রাতের জ্যামে
যতদূর চোখ, এ গলি সে গলি ঘুরে
সাইকেলওয়ালা বাড়ি পৌঁছুতে চায়,
যেখানে এখনো ভাঙার অপেক্ষায়
লাঠি ভর দিয়ে ঘুমায় দরদালান
নকশা ঘুচিয়ে ফাটল নিজেই শ্লোক,
আগাগোড়া থাম প্যাঁচার ছদ্মবেশ
বড়ো রাস্তার যানজট অমলিন
একটু ভিতরে এই শুরু এই শেষ,
পাশ কেটে যায়। ব্রেকটা ধরছে না
সাইকেলওয়ালা থামতে চেয়েও চোখে
ঠুলি পরে সোজা নাটমন্দিরে ঢোকে
বহুব্যবহৃত শিবলিঙ্গের গলায় জ্যান্ত সাপ
সেও জানতো না,শহর জ্যামের দাস।
1 কমেন্টস্:
ভাবায় লেখাটা
একটি মন্তব্য পোস্ট করুন