২০ জুল, ২০১৩

সম্পাদকীয় - ১ম বর্ষ, ৪র্থ সংখ্যা

সম্পাদকীয়
প্রেরণা : জুলাইয়ের কথা



আবার এলাম বরষা বরনে।

যদিও নীল আকাশে সাদা পুঞ্জমেঘ মনে করিয়ে দিচ্ছে ভাদ্রের দিনের ভাবনা। এখনও লাস্যময়ী হয়ে ওঠা হয়নি মেদিনীর –কালো মেয়ের কথা মনে করিয়ে দিতে কালো জলবাহী মেঘ তেমন করে ভরিয়ে দেয়নি তার অপেক্ষার আঙিনা। আধভেজা মাঠের আর ক্ষতবিক্ষত নারীদের লাঞ্ছনার কাহিনী শুনতে শুনতে গাঁথা এই কথামালা আর যাই হোক খুব সুখের হবে কিনা ঠিক করবেন আপনারাই।

সাথে যোগ হয়েছে ভোট-রঙে লাল হয়ে যাওয়া কিছু মায়ের খালি কোল। এই সমাজ-জীবনে আমাদের হাতিয়ার এই লেখনীর আঙিনা। কথার পিঠে কথা সাজানো গদ্য আর ছন্দময়তাই যেন মুখরিত হয়ে আমাদের কর্তব্য স্মরণ করিয়ে দিতে পারে এই আশিস কামনা করি পরিবারের সকল সদস্য-সদস্যাদের কাছে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন