মুক্তি নাই
ঋত্বিক দাশ শর্মা
পার হয়ে আসা সময়, বলা হয়ে থাকা অসময়...স্মৃতি জাগানিয়া রাত্রি
ফেলে আসা দুখ, মুছে যাওয়া সুখ...ঘুম পাড়ানিয়া যাত্রী
ঘুচে গিয়ে যত ম্লানতা ... পেলেম যখন বারতা
মরীচিকাসম মিলাল আমার দীনতা
সইলনা তা, রইল না তা
ভাগ্যে শুধুই ব্যর্থতা !
আমি নগণ্য ?
প্রশ্নচিহ্ন ...
শেষ থেকে শুরু, বুকে হাত গুরু, সব কিছু ভুলে এগোলেম জোরে ঠেলে
কর্মই ধর্ম, সততাই প্রাপ্তি, এক নীতিকথা আওরেছি মনে বলে
পেলাম অনেক আপাত স্বগত, শান্ত করেছি মনেরে
চিন্তাবিহীন, কখনো চাইনি উঠিতে উচ্চ মিনারে
দিয়ে গালাগালি, নিয়ে টানাটানি
অনেক শর্ত সাজাল বাহিনী
ভাললাগা টুকু বাদ
সঙ্গী অবসাদ ...
ঋত্বিক দাশ শর্মা
পার হয়ে আসা সময়, বলা হয়ে থাকা অসময়...স্মৃতি জাগানিয়া রাত্রি
ফেলে আসা দুখ, মুছে যাওয়া সুখ...ঘুম পাড়ানিয়া যাত্রী
ঘুচে গিয়ে যত ম্লানতা ... পেলেম যখন বারতা
মরীচিকাসম মিলাল আমার দীনতা
সইলনা তা, রইল না তা
ভাগ্যে শুধুই ব্যর্থতা !
আমি নগণ্য ?
প্রশ্নচিহ্ন ...
শেষ থেকে শুরু, বুকে হাত গুরু, সব কিছু ভুলে এগোলেম জোরে ঠেলে
কর্মই ধর্ম, সততাই প্রাপ্তি, এক নীতিকথা আওরেছি মনে বলে
পেলাম অনেক আপাত স্বগত, শান্ত করেছি মনেরে
চিন্তাবিহীন, কখনো চাইনি উঠিতে উচ্চ মিনারে
দিয়ে গালাগালি, নিয়ে টানাটানি
অনেক শর্ত সাজাল বাহিনী
ভাললাগা টুকু বাদ
সঙ্গী অবসাদ ...
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন