দুদণ্ড ভক্তি
ইন্দ্রনীল
দৈবিক পরাজয়
এই শোন, মেঘমন, বৃষ্টিতো অকারণ, কেন তুই আনমন !
কেন মন্দা, হয় বন্ধ্যা, অলকানন্দা প্রসারণ ।
শিব গেল জলে ভেসে,
ভক্তি ভস্মে নিঃশেষে।
দেব ভূমি আভরণ শ্মশানেতে , মৃত লাসে আবরণ।
প্রহসন
অমরনাথে যাত্রা শুরু, রক্ষাকবচ - ভোলে বাবা ।
গোয়েন্দারা বার্তা আনে, জঙ্গিহানা দিচ্ছে থাবা।
অঙ্কেতে লাখ পাঁচ ,
ব্যোম ভোলে মার প্যাঁচ।
খাদে পরে বাস, রাইফেলে লাশ, সন্ত্রাসে বাবা।
বিচার
বৈষ্ণদেবী রুষ্ট হলো, কোলের ছেলে কেড়ে নিলো।
জয় মাতা দী রব উঠলো, ছনাত করে বাজ পরলো।
মুখ পুড়লো ছোট্ট খোকার,
দেবী মায়ের কেমন বিচার !
ভক্তি তেমন, যেমন ছিল, আঁচল কেবল ফাঁকা হলো।
ইন্দ্রনীল
দৈবিক পরাজয়
এই শোন, মেঘমন, বৃষ্টিতো অকারণ, কেন তুই আনমন !
কেন মন্দা, হয় বন্ধ্যা, অলকানন্দা প্রসারণ ।
শিব গেল জলে ভেসে,
ভক্তি ভস্মে নিঃশেষে।
দেব ভূমি আভরণ শ্মশানেতে , মৃত লাসে আবরণ।
প্রহসন
অমরনাথে যাত্রা শুরু, রক্ষাকবচ - ভোলে বাবা ।
গোয়েন্দারা বার্তা আনে, জঙ্গিহানা দিচ্ছে থাবা।
অঙ্কেতে লাখ পাঁচ ,
ব্যোম ভোলে মার প্যাঁচ।
খাদে পরে বাস, রাইফেলে লাশ, সন্ত্রাসে বাবা।
বিচার
বৈষ্ণদেবী রুষ্ট হলো, কোলের ছেলে কেড়ে নিলো।
জয় মাতা দী রব উঠলো, ছনাত করে বাজ পরলো।
মুখ পুড়লো ছোট্ট খোকার,
দেবী মায়ের কেমন বিচার !
ভক্তি তেমন, যেমন ছিল, আঁচল কেবল ফাঁকা হলো।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন