বিস্মৃত
জয় সেনগুপ্ত
ছুঁয়ে থাকা কিছু মুহুর্তকে আমি একটু একটু করে ভালবাসতে শুরু করি!
ভুলে থাকা স্মৃতির সরণীতে আজ শুধুই বিস্মরণ..
আমি না কি গান বেঁধে সাজিয়েছি পসরার ডালি-
ভাঙা নাও এ বাও মেলে না।।
আমি এখন অন্য আমির ভিড়ে অহরহ খুঁজেছি নিজেকে;
আমি নাকি লাশ চাপা হিমঘরে কুলপি-মালাই হতে বড় ভালবাসি।
আমারই অবচেতনায় আমারই মুখে থরে থরে কথারা সাজানো…।।
নিভু নিভু সন্ধ্যার গালিচা বিছিয়ে ঘুম-পরী এসেছিল আজ-
ভুলে থাকা বিবর্ণ আলোতে
উজ্জ্বল বিস্মৃতি উছলিত নদী হয়ে ওঠে!!
আমি একা ঢেউ গুণে চলি।।
জয় সেনগুপ্ত
ছুঁয়ে থাকা কিছু মুহুর্তকে আমি একটু একটু করে ভালবাসতে শুরু করি!
ভুলে থাকা স্মৃতির সরণীতে আজ শুধুই বিস্মরণ..
আমি না কি গান বেঁধে সাজিয়েছি পসরার ডালি-
ভাঙা নাও এ বাও মেলে না।।
আমি এখন অন্য আমির ভিড়ে অহরহ খুঁজেছি নিজেকে;
আমি নাকি লাশ চাপা হিমঘরে কুলপি-মালাই হতে বড় ভালবাসি।
আমারই অবচেতনায় আমারই মুখে থরে থরে কথারা সাজানো…।।
নিভু নিভু সন্ধ্যার গালিচা বিছিয়ে ঘুম-পরী এসেছিল আজ-
ভুলে থাকা বিবর্ণ আলোতে
উজ্জ্বল বিস্মৃতি উছলিত নদী হয়ে ওঠে!!
আমি একা ঢেউ গুণে চলি।।
1 কমেন্টস্:
একটি ভালো লাগা কবিতা...।
আমারই অবচেতনায় আমারই মুখে থরে থরে কথারা সাজানো…।।
একটি মন্তব্য পোস্ট করুন