তোমাদের দেব
সুজন ভট্টাচার্য
সমস্ত অক্ষর আমি তোমাদের দেব
আমার শরীর-ছেড়া বেপরোয়া ঘাম
চোখের পিছনে যত কুয়াশা আলোয়
সবকিছু দিয়ে যাব তোমাদের হাতে ।
একান্ত নিজস্ব বলে যতটুকু জানা -
আতর-ছোঁয়ার মত
বড় বেশি জড়িয়ে থাকে ঘুমের সুবাসে -
সেগুলোও রেখে যাব
তোমাদের ডেকে নিয়ে উজানে ভাসানে যেতে ।
যে সব পলক একা
নিজেকে চিনিয়ে নেয় আয়নার মুখে
তাদের নিয়ম জানা
যেভাবে সবাই জানে রাস্তার কোলে ।
একক সময় কোনো টেনে নেয় কাছে
দুহাতে দেখাতে চায় বিপন্নের ছায়া ;
তবুও নিজের কথা জমায়েতে খোঁজে
আপাত অজানা যত মুখের ঠিকানা ,
যেভাবে বাতাস আসে ভালবেসে
পায়ের মোহানা বেয়ে
সেইভাবে অগণিত
নিজেকে মেলাতে চায় জীবনের কথার ভিড়ে ।
যা কিছু নিজের বলে জানা, সবটুকু তার
তোমাদের দিয়ে যাব মন্ত্রের মত
আজান পেরিয়ে আসা সকালের সুরে ।
সুজন ভট্টাচার্য
সমস্ত অক্ষর আমি তোমাদের দেব
আমার শরীর-ছেড়া বেপরোয়া ঘাম
চোখের পিছনে যত কুয়াশা আলোয়
সবকিছু দিয়ে যাব তোমাদের হাতে ।
একান্ত নিজস্ব বলে যতটুকু জানা -
আতর-ছোঁয়ার মত
বড় বেশি জড়িয়ে থাকে ঘুমের সুবাসে -
সেগুলোও রেখে যাব
তোমাদের ডেকে নিয়ে উজানে ভাসানে যেতে ।
যে সব পলক একা
নিজেকে চিনিয়ে নেয় আয়নার মুখে
তাদের নিয়ম জানা
যেভাবে সবাই জানে রাস্তার কোলে ।
একক সময় কোনো টেনে নেয় কাছে
দুহাতে দেখাতে চায় বিপন্নের ছায়া ;
তবুও নিজের কথা জমায়েতে খোঁজে
আপাত অজানা যত মুখের ঠিকানা ,
যেভাবে বাতাস আসে ভালবেসে
পায়ের মোহানা বেয়ে
সেইভাবে অগণিত
নিজেকে মেলাতে চায় জীবনের কথার ভিড়ে ।
যা কিছু নিজের বলে জানা, সবটুকু তার
তোমাদের দিয়ে যাব মন্ত্রের মত
আজান পেরিয়ে আসা সকালের সুরে ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন