সুচরিতাষু
আকাশ দত্ত
তোমাকে দেখতে চেয়ে
আমি যে কতবার অন্ধ হয়েছি
সে খবর আমার ঈশ্বরও রাখেন নি।
ছিটকে দিয়েছি কালপুরুষ
আপণ কক্ষপথের
কাঁচের চুড়ির মত নিয়মকানুনে
শত শত রাস্তা কুড়িয়েছি বেমিশাল ;
বুক বরাবর বয়ে চলা
এক লক্ষ নদীও..
শতাব্দীর দুপুরভোজে
দধিচী সমাদৃত এখনও--
একথা বুঝতেই কয়েকটা আলোকবর্ষ !
তোমার প্রতিটি গায়ত্রীর কসম, দেবযানী,
সঙ্গোপনের দিনরাত্রি মেপে
দু'চারটে আরও বাঁচতে চেয়েছিলাম আমি.....।
2 কমেন্টস্:
Opurbo aakash vai.....
Mugdho holam aaro ekbar.....
ছিটকে দিয়েছি কালপুরুষ
আপণ কক্ষপথের
কাঁচের চুড়ির মত নিয়মকানুনে
শত শত রাস্তা কুড়িয়েছি বেমিশাল ;
বুক বরাবর বয়ে চলা
এক লক্ষ নদীও..
ভাই !
একটি মন্তব্য পোস্ট করুন