৩ সেপ, ২০১৩

কবিতা - সেলিম রেজা





নিষ্পাপ চেহারায় বাঁচে অজস্র স্বপ্ন
সেলিম রেজা



এই! এভাবে তাকাও কেন ?
নেশা লাগে না বুঝি !
তুমি কী জানো ?
ইদানীং ব্যথার ইতিহাস মুছে যাচ্ছে
ধ্রুপদী সৌন্দর্য্যের আদুরে স্বপ্নে,
রাতের সব নীরবতা. মান- অভিমান.
নিভে যাচ্ছে রাত গভীরে, আলোর মত।

সব আলো নিভে গেলে,
সুখদ তন্দ্রার আলতো একটু ছোঁয়ায়
ঘুমিয়ে পড়ে কান পেতে শোনা

ভালোবাসার জপমালাও।
একাকী প্রবল ইচ্ছেই শুধু চেয়ে থাকে
নিষ্পাপ মুখে, বেঁচে যায় অজস্র স্বপ্ন,
দুঃখের সারথী! সুখে থাকো তুমি
শুধু একটি ক্লিক ফ্ল্যাশব্যাকে, ঘুরে ফিরে সেই এক নিদারুণ চেহারা,
দূর নীহারিকায় হারায় স্বপ্নসন্ধানী,
বেঁচে থাকতে চাই- বাঁচিয়ে রাখতে চাই
শুধু তোমাতে- শুধু তোমাকেই...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন