২৬ ফেব, ২০১৪

কাশীনাথ গুঁই









অনিত্য জগৎ

কাশীনাথ গুঁই


দিন আসে দিন যায়।
কথা রয়ে যায়- স্মৃতির কোঠায়।
সম্পর্কেরা কাহিনী হয়ে হারায় কোথাও।
ব্যথারা একা একাই কথা কয় যখন আঁধার ঘনায়।
চাঁদ তার গতি আর জোছনা হারায় যদি ভোর হয়।
সূর্যের বিক্রমে তারারা আর জোছনা ভয় পায়-ভালবাসা পালায়।
আমি ওদের কোনটাই নয় তবু সবাই আমাকে বিচ্ছেদ উপহার দেয়।।।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন