২৬ ফেব, ২০১৪

সুমিত রঞ্জন দাস









রহস্যময়ী

সুমিত রঞ্জন দাস



বিশ বছর আগের মাধবীরাত
আজও খেলা করে চন্দ্রাতপে আমার ভিতরে;
মায়ার আবেগ আলিঙ্গনের আমন্ত্রন
বজ্রনির্ঘোষ মুহুর্তের দুর্নিবার আকর্ষন
লাজরাঙা মৃদুভাষ্য - ছুঁয়ে যায় মিলনশয্যায়।

সেইসব স্বর্গ, অঙ্গীকার
আছে অনলান্তে নিশ্চিন্ত অদৃশ্যে
দুরত্ব মাপার সাহস রাখিনি কোনদিন,
তবু বিশ্বাস রাখি -
ফিরে পাব সুরেলা রাত আর নিশুতির আকন্ঠ গান।

আজও যে খুলে যায় জোৎস্নায় মায়াবতী শব্দের ছোঁয়ায় ...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন