২৬ ফেব, ২০১৪

সৌমিত্র চক্রবর্তী










ক্লিন্ন

সৌমিত্র চক্রবর্তী


এও তো একরকম থাকা,
থাকা না থাকার নো ম্যানস ল্যান্ডে
বিশ্বাস অবিশ্বাসের মাঝের চড়ায়,
বহুবার চেষ্টা করেও
সত্যিটা চাপাই থাকে ক্ষণিক আবেগে।
এও তো বাঁচাই একরকম,
দুবেলার অন্ন পরমান্নের ধুন্ধুমার চাহিদায়,
শীত ও নাশীতের লক্ষ্মণরেখায়
তেজ হারানো চুনকামে,
বহু পরিকল্পনা করেও
সত্যিটা ঘুমিয়েই থাকে
খাজুরাহো ভাস্কর্য মায়ায়।
এও তো অস্তিত্ব ঘোষণা
অস্তিত্বহীন হয়েই...

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন