২৬ ফেব, ২০১৪

রাফসান জানী

জকিং এবং জোকিং
রাফসান জানী



ডিয়ার লিসেনার,

এখন প্লে করছি একুশে ফেব্রুয়ারির স্পেসাল থিম সং, "আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুরারি" গানটি শুনতে চেয়ে রিকুয়েস্ট করেছেন অনেকেই। তাহলে, নাউ এনজয় দিস সং এবং কোত্থাও যাবেন না ফিরে এসে আরো কিছু স্পেসাল উপহার থাকছে আমাদের সুবিশাল ভাণ্ডার থেকে, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, লেট্‌স এঞ্জয়েনিং.....

*** আহা: কতো স্বাদের জগাখিচুড়ি ভুণা বাংলা আমরা বলতে শিখেছি ! রক্তের বিনিময়ে।

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন