২৬ ফেব, ২০১৪

রিয়া

আ মরি আমার ভাষা
রিয়া



আমাদের অনেকেই তোমাকে অস্বীকার করছে
অনেকেই তাদের শিকড়কে উপড়ে ফেলতে চেয়েছে
তুমি তো সেই প্রাচীন, প্রায় বৃদ্ধাশ্রমে অপেক্ষারত
আমার প্রিয় ভাষা, বাংলা ভাষা
কিন্তু আমি তো তোমাতেই লিখছি, তোমাতেই ডুবছি।
জানি এখানে আজ ভাষার অন্ধকার হয়েছে, কিন্তু রাত্রি নয়।
একদিন আবার দেখবে পতন থেকে উৎসার পর্যন্ত
আগামী বাসনা তুমি ময়।
শুধু ২১শে ফেব্রুয়ারীই কেন , আমি যে তোমায়
রোজ লিখছি দেওয়ালের উপর, খাতার পাতায় মনের খাতায়।
আমার শিকড়ের ভাষায় আমি রোজ লিখছি
ভালোবেসে তোমায় আমার ভাষা, বাংলা ভাষা
আমি অন্ধকারের একেবারে গভীরে নাভিমূলে তোমাকে লিখেছি
কিন্তু যারা তোমায় ভুলে গেছে জেনো তারা একদিন ফিরে আসবেই
কেননা কোন কিছুতেই তোমার ভরাডুবি হবে না
এবং আমরা যাবো আবার তোমার হাত ধরে
আরোগ্য সাধ্য আলোর অভিমুখে...


2 কমেন্টস্:

Soumitra Chakraborty বলেছেন...

আপনার ভাষাসন্ধান পড়েছি। সেটা যদি মাইলফলক হয়, তাহলে এই কবিতা অনন্য স্থাপত্য।

Pranab Basu Ray বলেছেন...

কবির আস্থায় খুশী হলাম।

একটি মন্তব্য পোস্ট করুন