২৬ ফেব, ২০১৪

সৌমেন্দ্র লাহিড়ী










মন্দ মেয়ে

সৌমেন্দ্র লাহিড়ী



আমি তো নাটোরের বনলতা সেন নই
যে আমায় নিয়ে কেউ কবিতা লিখবে-
অথবা
আমি তো শানু লাহিড়ী নই
যে আমায় নিয়ে নাটক লেখা হবে -
অথবা
আমি তো সুজনের ছেলেবেলার রোশনারা নই
যে মধ্য বয়সের তীব্র আঁচে আমায় মনেপড়বে ।
না- না- না -আমি কেউ নই
কেউ নেই আমার ।
আমার হারিয়ে গেছে সবই
আর, হারিয়েগেছি আমি ।
একবার, বার বার
দাঁড়িয়ে থাকি আমি ,
চড়াসাজ , রাস্তার ধার
লালবাতি
মিলে মিশে একাকার ।
গভীর রাতে
একাকী জেগে থাকা ল্যাম্পপোষ্টের নিচে
বা কালভার্টের পাশে দাঁড়িয়ে
কখনও মনে হয়
আমার যদিএকজন বেণীমাধব থাকত
অকপটে বলতে পারতাম মনের কথা
হয়তো, হয়তো বা না ।
আশা নিয়ে বাঁচি
বুকে নতুন স্বপ্ন আঁকি
তবু, সারা শরীরে নখের আঁচড় নিয়ে
লোভাতুর পসরা সাজিয়ে
জেগে রই ,আমি মন্দ মেয়ে ।



0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন