এক কবি, দুই কবিতা
হরিশঙ্কর রায়
( ১ )
জংলী মানব
আর বুঝি দু'হাত বড় হ'লে
'ঈশ্বর' তোমাকে ছুঁয়ে দেব।
শুনেছি তোমার অনেক লম্বা হাত !
সে হাতেই করো মাপজোখ,
একবার ছুঁয়ে দিলেই হ'ত ।
অতঃপর আমি লম্বা হবো, ঈশ্বর !
আর সব বুভুক্ষ জংলী মানব ।
( ২ )
অযুত বার
এত, এত আঁধারের পরে
পূর্ণিমাগুলো চুপি চুপি হাসে !
অথচ বসন্তগুলো কেমন বেমালুম হারিয়ে যাচ্ছে জল-হাওয়া ।
বোধের দিগন্তে হেঁটে হেঁটে দেখেছিলাম
ধূলি ওড়া পশ্চিমা বাতাস,
কাঠ ফাটা রোদে ব্যাকুল দূর্বা ঘাস,
আকাশে ছিল অনেক মেঘ
তবু পাড়ার ছেলেরা গেয়ে যায় বৃষ্টি-বন্দনা ।
সব কিছু বদলে গেলেও তো কোন ক্ষতি নেই !
আমিও দীর্ঘশ্বাস ফেলতে পারি অযুত অযুত বার !
কেমন স্বার্থপর আমি ?
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন