একলা একুশ
সেখ সাহেবুল হক
অধিকার শব্দটা ভালবাসার সংবিধানে ঘাস কাটে
অ্যালার্ম ঘড়িটাকে থাবড়ে রাগ মেটাই –
প্রত্যাখানের গোলাপ জমা মৌনমেঘ ইনবক্স
শুকনো ঘ্রান পরিচলন বৃষ্টিপাতে।
প্রেমপত্রগুলো কার হাতে পড়েছে
জানেনা ষষ্ঠ ইন্দ্রিয়ের চিত্রগুপ্ত...
সুইচড অফ নম্বরটা চোরাস্রোত ভ্যালেন্টাইন,
ভাটিয়ালী সুরে কবিতা ভাসাই নৌকার চিত্রকল্পে।
লেডিস কামরার কৌতূহলে সাইজ জিরো চাঁদ নামে
বিকেলের রাণাঘাট লোকালে।
খরখরে দাঁড়ি ছোঁয়া লোমকূপ থুতনির কাটা দাগে
থার্মোমিটার আঁকা রেলপথ,
ধুতরা ফুলে বসন্ত আসে প্রেমিকের পায়ে
কপালে জমা অপচিতি ঘামে।
ঘুঘু দেখা জ্বরে জলপট্টির পেলবতায়
ভুলবকা নামে প্রেম ঝোলে কড়িকাঠে।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন