অতিথি সম্পাদকের কলম
প্রেরণা নামটি সার্থক । তা না হলে আমি কখনও কিছু লেখার দুঃসাহস দেখাতাম না । প্রেরণা যদিও বাঙলা ভাষা ও সাহিত্ত্যের সব ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছে , আমি শুধু কবিতা নিয়েই কয়েকটা কথা বলব . সাধারনতঃ সম্পাদকরা হচ্ছেন কবিতার আকাশে উপগ্রহ , তারা অপর কবিদের আলোয় আলোকিত । কখনো যে দু ' একজন নক্ষত্রকে এরকম উপগ্রহের কক্ষ পথে বিচরণ করতে দেখা যায় তা নিতান্তই গ্রহের ফের বা নিয়মের ব্যতিক্রম । কবিতা সম্পর্কে কিছু ভাবনা আমার ভাল লাগে । কবিতা সম্পর্কে চিরন্তন সত্য একটাই ' কবিতা যে বোঝে শুধু সেই বোঝে' । কবিতা কয়েক মুহূর্তের জন্য হলেও বাস্তবকে অবাস্তব করে দিতে পারে । মনে হয় , কিছু অযথা বিভ্রম কবিতা লেখার জন্য অত্যন্ত জরুরী । কবিতার জগৎ উদ্দাম স্বাধীন - সেখানে কেউ কারও প্রভুত্বও করেনা , দাসত্বও করেনা মনে হয় কবিতা সম্পর্কে পৃথিবীর যাবতীয় সংজ্ঞা , সূত্র ,মন্তব্য সবই অসম্পূর্ণ -তা কবিতাকে স্পর্শ করার একটা প্রয়াস মাত্র।
সবার জন্য রইলো আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।
প্রেরণা নামটি সার্থক । তা না হলে আমি কখনও কিছু লেখার দুঃসাহস দেখাতাম না । প্রেরণা যদিও বাঙলা ভাষা ও সাহিত্ত্যের সব ক্ষেত্রেই নিজেকে মেলে ধরেছে , আমি শুধু কবিতা নিয়েই কয়েকটা কথা বলব . সাধারনতঃ সম্পাদকরা হচ্ছেন কবিতার আকাশে উপগ্রহ , তারা অপর কবিদের আলোয় আলোকিত । কখনো যে দু ' একজন নক্ষত্রকে এরকম উপগ্রহের কক্ষ পথে বিচরণ করতে দেখা যায় তা নিতান্তই গ্রহের ফের বা নিয়মের ব্যতিক্রম । কবিতা সম্পর্কে কিছু ভাবনা আমার ভাল লাগে । কবিতা সম্পর্কে চিরন্তন সত্য একটাই ' কবিতা যে বোঝে শুধু সেই বোঝে' । কবিতা কয়েক মুহূর্তের জন্য হলেও বাস্তবকে অবাস্তব করে দিতে পারে । মনে হয় , কিছু অযথা বিভ্রম কবিতা লেখার জন্য অত্যন্ত জরুরী । কবিতার জগৎ উদ্দাম স্বাধীন - সেখানে কেউ কারও প্রভুত্বও করেনা , দাসত্বও করেনা মনে হয় কবিতা সম্পর্কে পৃথিবীর যাবতীয় সংজ্ঞা , সূত্র ,মন্তব্য সবই অসম্পূর্ণ -তা কবিতাকে স্পর্শ করার একটা প্রয়াস মাত্র।
সবার জন্য রইলো আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।
- শঙ্কর চক্রবর্তী
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন