হার জিত
অলভ্য ঘোষ
যে হেরে যাওয়া তেও
গর্ব লুকিয়ে আছে ; সে
হারে তেও তৃপ্তি আছে ।
কিন্তু যে জয়ে শুধু গ্লানি
আর ক্লান্তি লেগে পদেপদে;
আভিজাত্য নেই সততার ;
সে জয়ের মালা ফাঁসির
ফাঁদের মত; দম আটকে
আসে আত্ম-দংশনে । হার
জিত আপেক্ষিক ক্ষণস্থায়ী।
যা স্থায়ী । কর্ম । ইতিহাসে
চুলচেরা বিচারে স্থানাংকিত
করবে আমাদের ।
0 কমেন্টস্:
একটি মন্তব্য পোস্ট করুন