২৬ ফেব, ২০১৪

ইন্দ্রানী সরকার














গুচ্ছ কবিতা

ইন্দ্রানী সরকার



মেঘদূত


মেঘদূতেরা উড়ে উড়ে আসে
ঝড়ের রাতের অলীক বার্তা নিয়ে
যার মধ্যে সারাংশ শুধু শুন্য!
শুন্যের কোঠায় যার শুরু আর শেষ |
উদ্ভাসিত চন্দ্রে হাজারো ধূমকেতু
বর্ষিত হয়, তবু চাঁদ অটল নিজের স্থানে..
পারদের ওপারে তাই অপার বিস্ময়----
আর কত আঘাত দিলে খানখান হবে
তার বরফ শীতল কোমল হৃদয় ?
আর কতটা মিথ্যে অপবাদে
লেগে যাবে দাগ ওই অপাপবিদ্ধ চাঁদে ?
আর কতটা হঠকারিতার নিদর্শনে
ভেঙ্গে যাবে বিশ্বাস মানুষের উপর?



জীবন - ছবি


অলস দুপুর ক্লান্ত নূপুর পাখি ভুলে গেছে গান,
কে যেন আজ বলে গেল হারিয়ে গেছে প্রাণ |
মধুর মধুর মিষ্টি মধুর আর মধুর এই মন,
মাধুরিমায় ভরিয়ে নাও দুদিনের এই জীবন |
জীবনের এই খোলা খাতা কতই না তাতে আঁচড়,
তবুও তাকে বাঁচিয়ে রাখে ভাঙা বুকের পাঁজর |
জীবন এত ছোট কেনে বলে গেছেন যে কবি,
তাঁর কথাটাই সত্যি বড় আঁকতে জীবন-ছবি | |



নই মায়াবিনী 


রেশমী জরীতে জড়ানো বেনী চোখেতে টানা সুরমারেখা
কপালের মাঝে উজ্জ্বল তারা
ছলছল মেঘ চুপিসারে বলে,
কে তুমি মায়াবিনী মেয়ে ?

চপল আঁখি দুটি বড় উজ্জ্বল ত্র্যস্ত চাহনিতে একরাশ কথা ;
ময়ুরকন্ঠী রাঙা শাড়ি পরিধানে ,
জোছনা আকাশে সপ্তর্ষি শুধায়,
কে তুমি মায়াবিনী মেয়ে ?

ভেজা বাতাসে কাঠচাঁপা সুবাস
জুঁই চামেলীতে ভরা চারিপাশ
নদীর ঢেউয়ে ছলাত ছলাত বিরহী ডাহুকী ডেকে উঠে বলে,
কে তুমি মায়াবিনী মেয়ে ?

নিথর নীরব তার আধভেজা চোখ ঠোঁট দুটি কাঁপে মৃদু থরথর
শাড়ির আঁচলে মুখ ঢেকে নিয়ে
ফিসফিসিয়ে বলে ওঠে সে,
আমি শুধু এক সাধারণ মেয়ে ||

0 কমেন্টস্:

একটি মন্তব্য পোস্ট করুন